মসজিদে দান করা জিনিস কি জনসাধারণ ব্যবহার করতে পারবে?

0
100
পাচঁ ওয়াক্ত নামাজের ফজিলত |ফজরের নামাজের ফজিলত
পাচঁ ওয়াক্ত নামাজের ফজিলত |ফজরের নামাজের ফজিলত
Advertisements
Rate this post

মসজিদে দান করা জিনিস কি জনসাধারণ ব্যবহার করতে পারবে? 

প্রশ্ন: মসজিদে দান করা কোন জিনিস বা মসজিদের পুরাতন কোন সামান ব্যবহৃত হয় না, তা জনসাধারণ ব্যবহার করতে পারবে কিনা? ইসলামে তার হুকুম কি।

উত্তর: মসজিদে দানকৃত মালামাল, জায়গা-জমি,আসবাবপত্র ইত্যাদি পুরাতন কিংবা নতুন, ব্যবহৃত কিংবা অব্যবহৃত কোন কিছু সাধারণের জন্য ব্যবহার করা কোন অবস্থাতেই জায়েয নেই। এমনকি এক মসজিদের যাবতীয় আসবাবপত্র অন্য মসজিদে ব্যবহার করা জায়েয নেই। একটি মসজিদে বদনা প্রয়োজনের তুলনায় বেশি আছে, অন্য মসজিদে একটিও নেই, তবুও এক মসজিদের বদনা অন্য মসজিদে দেয়ার বা ব্যবহারের অনুমতি নেই।

মসজিদের আমদানী বা দান অন্য কোন ওয়াক্কে/খাতে খরচ করা হারাম, যদিও উক্ত মসজিদের প্রয়োজন না হয়। তবে মসজিদে ব্যবহৃত বা মসজিদের জন্য দানকৃত যে কোন মালামাল ও আসবাব অব্যবহৃত থাকার দারুন নষ্ট হয়ে যাওয়ার আশংকা হলে বিশেষ প্রয়োজনে বিক্রয় করতে পারবে। আর উক্ত অর্থ মসজিদ ফান্ডে জমা হবে। এক্ষেত্রে মসজিদে ব্যবহৃত উক্ত জিনিসপত্র/মালামাল সমূহের যথাযথ ও পবিত্র স্থানে ব্যবহার করবে। এমন কোন স্থানে ব্যবহার করবে না যার দরুন মসজিদের মালামাল/জিনিসপত্রের বেহুরমতি বা অসম্মান হয়।

[দুররে মুখতার, রাদ্দুল মোহতার, ফাতওয়া-এ আফ্রিকা এবং ফাতওয়া-এ রযভীয়্যাহ্, খন্ড-৬, পৃষ্ঠা ৩৮৪]

Advertisements
Advertisements

Leave a Reply