আমার প্রিয় শখ অনুচ্ছেদ | বাংলা ২য় পত্র
আমার প্রিয় শখ অনুচ্ছেদ | বাংলা ২য় পত্র – মানুষ যেসব কাজ আনন্দের জন্য করে তাই শখ হিসেবে পরিচিত। এটি মানুষের মানসিক প্রশান্তির অনুষঙ্গ। ‘প্রত্যেকের নিজস্ব কিছু শখ থাকে। আমার শখ বাগান করা। আমি এটি এজন্য করি যে, যদি আমি এখানে কাজ করি, তাতে আমার দৈহিক পরিশ্রম হয়। শারীরিক সুস্থতার জন্য দৈহিক পরিশ্রম একান্ত আবশ্যক। দৈনিক বাগানে গাছের পরিচর্যা করে আমি সতেজ ও সুস্থ থাকি। আমি আমার অবসর সময় বাগানে কাটাই।
আমি দিনে দুবার বাগানে যাই এবং চারাগুলোর যত্ন নিই। দরকার হলে চারাগুলোতে পানি ও জৈব সার দিই। মাঝে মাঝে আগাছা পরিষ্কার করি এবং মরা ডালপালা কেটে দিই। বাগান থেকে বিভিন্ন রকমের ফুল ও ফল পাই। আমার বাগান দ্বারা আমার এলাকার অনেক লোক বাগান করার প্রতি আগ্রহী হয়েছেন। তারা অনেকে বাগান করেছেন। এতে আমার পড়ালেখায় কোনো ব্যাঘাত সৃষ্টি হয় না।
প্রতিবছর বিভিন্ন উৎসব অনুষ্ঠানে যেমন আশপাশের মাদরাসা-কলেজ ও বিয়ে শাদিতে ফুল সরবরাহ করে কিছু আয়ও হয়। কাজেই বাগান করাকে কেউ যদি শখ হিসেবে নিতে চায়, তাহলে তা অবসর কাটানোর পাশাপাশি আয়ের উৎস হিসেবেও বিবেচিত হতে পারে।
আরও পড়ুন……
- ফেসবুক অনু’চ্ছেদ | বাংলা ২য় পত্র
- জাতীয় পতাকা অনু-চ্ছেদ
- রেলগাড়ি অনু-চ্ছেদ
- সুন্দরবন অনুচ্ছেদ
- মে দিবস অনু-চ্ছেদ
- গ্রিন হাউস প্রতিক্রিয়া অনুচ্ছেদ
- বেকার সমস্যা অনু-চ্ছেদ