মসজিদের ইমাম দাড়িতে কালো খিযাব লাগানো জায়েয আছে কিনা? তার পিছনে নামায পড়া যাবে কিনা? বিস্তারিত জানালে উপকৃত হব।

0
277
দুশ্চিন্তা দূর করার দোয়া | Prayer to remove anxiety
দুশ্চিন্তা দূর করার দোয়া | Prayer to remove anxiety
Advertisements
5/5 - (2 votes)

মসজিদের ইমাম দাড়িতে কালো খিযাব লাগানো জায়েয আছে কিনা? তার পিছনে নামায পড়া যাবে কিনা? বিস্তারিত জানালে উপকৃত হব।

উত্তর: মসজিদের ইমামের বা অন্য কারো দাড়িতে কালো রংয়ের খিযাব করা জায়েয নাই। কারণ তা এক প্রকার আল্লাহর সৃষ্টির চিরাচরিত বিধিকে পরিবর্তন করার নামান্তর। তাই অধিকাংশ ফোকাহায়ে কেরাম ও ইমামের মতে দাড়িতে কালো খিজাব লাগানো মাকরূহে তাহরিমী এবং ইমাম নববী রহ. এর মতে ইসলামী শরীয়তের আলোকে মুজাহিদ বা ইসলামী যোদ্ধা ব্যতীত অন্য কারো জন্য দাঁড়ি ও চুলে কালো রংয়ের খিজাব ব্যবহার করা হারাম। চুলে দাঁড়িতে কালো খিযাব ব্যবহারকারী ইমামের পিছনে নামায পড়া মাকরূহে তাহরীমি ও গুনাহ্।

হাদীসে পাকে প্রিয়নবী সাল্লাল্লাহু তা’আলা আলায়হি ওয়াসাল্লাম এরশাদ করেছেন-

Capture

অর্থাৎ তোমরা বার্ধক্যের এ শুভ্রতাকে অন্য রং দিয়ে পরিবর্তন কর এবং কালো রং থেকে দুরে থাকো।

Advertisements

[সহীহ্ মুসলিম শরীফ, হাদীস নং-৫৪৭৫]

তবে মেহেদি ব্যবহার করলে অসুবিধা নেই। বরং হযরত আবু বকর সিদ্দিক ও হযরত ফারুকে আযম রাদ্বিয়াল্লাহু তা’আলা আনহুমা দাঁড়িতে মেহেদী ব্যবহার করার বর্ণনা রয়েছে।

তথ্য সংগ্রহঃ মাসিক তরজুমানে আহলে সুন্নত

নিয়মিত তরজুমান -এ- আহলে সুন্নত পড়ুন।

 

দাড়িতে কালো খিযাব লাগানো জায়েয আছে কিনা?

 

আরও পড়ুন……

Advertisements

Leave a Reply