একজন নারী কতক্ষণ সহবাসে পরিপূর্ণ আনন্দ পায়?
যৌনতা নিয়ে আমাদের অনেক ভুল ধারণা আছে। অনেকে মনে করেন, যৌন মিলন মানেই যোনিপথে লিঙ্গ প্রবেশ করানো। কেউ কেউ মনে করেন পুরুষরা দীর্ঘস্থায়ী হতে পারে। কিন্তু নারীরা তাদের চাহিদা কতক্ষন মিলনের মাধ্যমে পূরণ হয়? যৌনতা নিয়ে অনেকেরই অনেক ভুল ধারণা রয়েছে। আবার অনেক নারীর মনেই প্রশ্ন জাগে কতক্ষন মিলন করলে পূর্ণ সুখ পান?
যৌনতার ক্ষেত্রে একজন মহিলা অবিবাহিত/বিবাহিত কিনা, সম্পূর্ণ সুখ প্রতিটি মহিলার জন্য ব্যক্তিগত এবং আলাদা।
কেউ দীর্ঘ সময় পছন্দ করেন, কেউ পছন্দ করেন স্বল্পসময়ের মিলন। সচরাচর যোনির অভ্যন্তরে ৩ মিনিট থেকে ১০ মিনিট সময়কাল পর্যন্ত পুরুষ জননেন্দ্রিয় প্রবেশের স্থায়িত্বকালকেই আদর্শ কাঙ্খিত সময়কাল ধরে নেওয়া হয়। তবে অনেকের ক্ষেত্রে শীঘ্রপতনের সমস্যা আছে। সেক্ষেত্রে মাত্র কয়েক সেকেন্ডেই শেষ হয়ে যায় আনন্দ। তবে একটা বিষয় মনে রাখা বিশেষ প্রয়োজন, কেবলমাত্র শিশ্ন প্রবেশকেই যৌনমিলন বলা উচিত নয় ।
কতক্ষণের সঙ্গমে পরিপূর্ণ সুখ পায় একজন নারী? এই প্রশ্নের উত্তরে বলা যায়, পরিপূর্ণ সুখলাভের ক্ষেত্রে মিলনের পূর্বে প্রাকক্রিয়া বা ফোর প্লে ভীষণ গুরুত্বপূর্ণ। এই প্রাকক্রিয়া চলাকালীন নারী-পুরুষ উভয়ের মস্তিস্ক থেকেই নানাপ্রকার হরমোন নিঃসরণ হতে থাকে , যা উভয়েরই কামনাকে উদ্দীপিত করে চরম সুখলাভের পথ সহজ করে দেয় । পুরুষ-নারীর জীবনে যৌন উত্তেজনা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। রাতে সঙ্গী সন্তুষ্ট না করতে পারবে, এর চেয়ে দুঃখের বোধহয় কিছুই হয় না।
এজন্য মেয়েকে পরিপূর্ণ যৌন তৃপ্তি দেয়া মূলত নির্ভর করে আপনার কৌশলের ওপর আপনি যত কৌশলী হবেন তত দ্রুত একজন মেয়েকে পরিপূর্ণভাবে তৃপ্তি দিতে পারবেন তাই অবশ্যই আপনি কৌশল অবলম্বন করুন এবং আপনার সঙ্গীকে খুব দ্রুত সময়ের মধ্যে পরিপূর্ণ তৃপ্তি দিতে সহায়তা করুন। তবে এই তৃপ্তি নির্ভর করে যৌনবিষয়ে সঠিক শিক্ষা, অঞ্চল, চামড়ার রং এবং শারীরিক আকারের পার্থক্যের উপর ।
আমাদের দেশে বা বাংলাদেশ বা মায়ানমারে, বাদামী চামড়ার মাঝারি আকারের দম্পতির যৌনতার গড় সময়কাল 4-5 মিনিট হওয়া উচিত। তবে একটি সমীক্ষায় জানা গেছে, কতদিন পর্যন্ত যৌনমিলনে সম্পূর্ণ আনন্দ পান একজন নারী? সেখানে প্রাকক্রিয়া বা ফোর প্লের স্থায়িত্বকাল সচরাচর ১৩ মিনিট থেকে ১৯ মিনিট পর্যন্ত বা তার বেশি হলে তা চরম সুখকর হয় ।