অ্যান্ড্রয়েড ফোন এর কিছু গুরুত্বপূর্ণ সিক্রেট কোড

0
42
অ্যান্ড্রয়েড টিপস এন্ড ট্রিকস অ্যান্ড্রয়েড এর কিছু গুরুত্বপূর্ণ টিপস
অ্যান্ড্রয়েড টিপস - মোবাইলের ডিলিট করা ছবি ফিরিয়ে আনার উপায়
Advertisements
Rate this post

অ্যান্ড্রয়েড টিপস – অ্যান্ড্রয়েড ফোন এর কিছু গুরুত্বপূর্ণ সিক্রেট কোড

প্রিয় টেক পাঠক ভাইয়েরা, আপনারা অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেছেন কিভাবে Android এর কমন সমস্যা গুলো সমাধান করা যায় । বর্তমানে Android সেট আমাদের দৈনন্দিন একটি অংশে পরিনত হয়েছে । গত কিছুদিন আগে ইন্টারনেট বন্ধ করে দেওয়া বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছে যে Android এবং Internet কত মূল্যবান আমাদের বর্তমান জীবনে ।

যাই হোক আপনার মোবাইলে কোন সমস্যা হলে সেটা আপনার জন্য একটি কঠিন চিন্তার বিষয় হয়ে দাড়ায় । তো আজকে আমরা Android Tips and Tricks এর এই পর্বে অ্যান্ড্রয়েড ফোন এর কিছু গুরুত্বপূর্ণ সিক্রেট কোড সম্পর্কে জানব ।

অ্যান্ড্রয়েড ফোন এর কিছু গুরুত্বপূর্ণ সিক্রেট কোড

অ্যান্ড্রয়েড ফোন এর জন্য রয়েছে অনেক সিক্রেট কোড যা আমরা অনেকেই জানিনা। এই কোড গুলো ব্যবহার করে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোন এর বিভিন্ন সেটিংস্‌ পরিবর্তন অ ফোনে বিভিন্ন টেস্ট পরিচালনা করতে পারবেন। তো চলুন দেখে নিই কিছু সিক্রেট কোড।

Advertisements

অ্যান্ড্রয়েড ফোন এর কিছু গুরুত্বপূর্ণ সিক্রেট কোড

  • *#06# – IMEI নাম্বার প্রদর্শন করবে।
  • *2767*3855# – ফ্যাক্টরি রিসেট কোড( ফনের সব ডাটা ডিলিট হয়ে যাবে )
  • *##4636##* – ফোন এবং ব্যাটারি সংক্রান্ত তথ্য।
  • ##273282255663282##* – সকল মিডিয়া ফাইল ব্যাক আপ করার কোড।
  • ##197328640## – সার্ভিস টেস্ট মোড কোড।
  • ##1111## – FTA সফটওয়্যার ভার্সন ।
  • ##1234## – PDA এবং firmware ভার্সন।
  • ##232339## – Wireless LAN টেস্ট কোড।
  • ##0842## – ব্যাক লাইট ও ভাইব্রেসন টেস্ট কোড।
How to Unlock any Android Phone Without Password
  • #12580369# – সফটওয়্যার এবং হার্ডওয়্যার ইনফর্মেশন।
  • ##2664## – টাচ স্ক্রীন টেস্ট কোড।
  • *#9900# – সিস্টেম ডাম্প মোড।
  • *#9090# – ডায়াগনস্টিক কনফিগারেশন।
  • ##34971539## – ক্যামেরা ইনফর্মেশন।
  • *#872564# – ইউএসবি লগিন কন্ট্রোল।
  • *#301279# – HSDPA/HSUPA কন্ট্রোল মেনু।
  • *#7465625# – ফোন লক স্ট্যাটাস।
  • ##7780## – ফ্যাক্টরি রি-স্টোর সেটিং। গুগল অ্যাকাউন্ট সহ সকল সিস্টেম ডাটা মুছে যাবে।
  • 27673855# – ফ্যাক্টরি ফরম্যাট সেটিং। সকল ইন্টারনাল এবং এক্সটারনাল ডাটা মুছে যাবে এবং ফার্মওয়্যার রি-ইন্সটল হবে।
  • ##4636## – ফোন এবং ব্যাটারি ইনফর্মেশন।
  • ##273283255663282##* – ফাইল কপি স্ক্রীন। সব ইমেজ, সাউন্ড, ভিডিও, ভয়েস মেমো ব্যাক আপ করা যাবে।
  • ##197328640## – সার্ভিস মোড কোড। বিভিন্ন টেস্ট ও সেটিং বদলানোর জন্য।
  • ##7594## – এই কোড আপনার ইন্ড কল/ পাওয়ার বাটন কে ডাইরেক্ট পাওয়ার অফ বাটন এ পরিনত করবে।
  • ##8255## – G Talk সার্ভিস মনিটর কোড।
  • ##34971539## – ক্যামেরা ইনফর্মেশন। ক্যামেরা ফার্মওয়্যার আপডেট অপশন টি ব্যবহার করবেন না। এতে আপনার ক্যামেরা ফাংশন বন্ধ হয়ে যাবে।
  • অ্যান্ড্রয়েড টিপস – অ্যান্ড্রয়েড ফোনের সমস্যা ও সমাধান

W-LAN, GPS and Bluetooth Test Codes:

  • ##232339## OR ##526## OR ##528## – W-LAN টেস্ট কোড। টেস্ট শুরু করার জন্য মেনু বাটন ব্যবহার করুন।
  • ##232338## – ওয়াইফাই ম্যাক এড্রেস।
  • ##1472365## – জিপিএস টেস্ট।
  • ##1575## – আরেকটি জিপিএস টেস্ট কোড।
  • ##232331## – Bluetooth টেস্ট কোড।
  • ##232337#*# – Bluetooth ডিভাইস ইনফর্মেশতেস
  • *##0588##* – প্রক্সিমিটি সেন্সর টেস্ট।
  • ##0##* – এলসিডি টেস্ট।
  • ##2664## – টাচ স্ক্রীন টেস্ট।
  • ##2663## – টাচ স্ক্রীন ভার্সন।
  • ##0283## – প্যাকেট লুপ ব্যাক।
  • ##0673## OR ##0289## – মেলোডি টেস্ট।
  • ##3264## – র‍্যাম ভার্সন টেস্ট।

Advertisements

Leave a Reply