কুমিল্লায় মহানবী (দরুদ) কে অবমাননাকারী গ্রেফতার
কুমিল্লার হোমনা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের ৬ষ্ঠ সেমিস্ট্রারের ছাত্র গৌবিন্দ মজুমদার শুভ (২২) গত (২৬অক্টোবর) রাত অনুমান ১০.২০ মিনিটের সময় ফেইসবুক আইডিতে মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) কে কটুক্তি করে একটি পোস্ট দেয়, পোস্টটি হল “নবীর সাথে কৃষ্ণের তুলনা করাই পাপ। কৃষ্ণ সয়ং ভগবান। আর মুহাম্মদ একজন সামান্য মানুষ ছিল। তাও আবার কেমন মানুষ এবং কেমন চরিত্রের ছিল আশা করি তা সবাই মোটামোটি হলেও জানে”।
ফেসবুকে নবীজিকে কটুক্তির এই পোস্টটিকে কেন্দ্র করে গত (২৭অক্টোবর) কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটসহ অন্যান্য ছাত্র- ছাত্রীরা আসামীকে গ্রেফতার ও আইনগত ব্যবস্থা গ্রহন করার জন্য মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করে। মহানবীকে কটুক্তি করায় মাহমুদুল হাসান (৩০) হোমনা থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এই ঘটনার প্রেক্ষিতে কুমিল্লা জেলার পুলিশ সুপার জনাব মোঃ আসফিকুজ্জামান আকতার মহোদয়ের দিক-নির্দেশনায় ও অতিঃপুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) এর প্রত্যক্ষ তত্ত্ববধানে এবং অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, কুমিল্লা এর সার্বিক সহায়তায় ও ফোর্সের সমন্বয়ে ইসলাম ধর্মের মহানবীকে নিয়ে কটুক্তি করার মূল রহস্য উদঘাটন পূর্বক আসামী গ্রেফতারের লক্ষ্যে একটি চৌকস টিম গঠন করা হয়। তথ্য প্রযুক্তি ও স্থানীয় সোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে (২৮অক্টোবর) সন্ধ্যা ০৬:৩০ মিনিটের সময় কুমিল্লার কান্দিরপাড় এলাকা হতে আসামী গোবিন্দ মজুমদার শুভ কে গ্রেফতার করতে সক্ষম হয়, আসামী গোবিন্দ মজুমদার শুভ চাঁদপুর জেলার মতলব দক্ষিণ থানার ধনারপার গ্রামের জুগল মজুমদার এর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা শাখা, কুমিল্লা(ডিবি)র অফিসার ইনচার্জ সাজ্জাদ করিম খান বলেন, নবীজিকে কটুক্তিকারী গ্রেফতারকৃত আসামী গোবিন্দ মজুমদার শুভকে আদালতের মাধ্যমে জেলে প্রেরণ করা হয়েছে।