Table of Contents
বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থা |সাধারণ জ্ঞান
প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা আপনাদের জন্য বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থা সম্পর্কিত সাধারণ জ্ঞান নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আপনাদের ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে Facebook messenger, Whatsapp, Telegram, Instagram এবং IMO তে শেয়ার করতে পারন ।
বিশ্বের বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থার ইংরেজি নাম হলো Intelligence Agency। এ সংস্থাটি মূলত বিশেষায়িত সরকারি সংস্থা। যে কোনো দেশের জাতীয় প্রতিরক্ষার অন্যতম কার্যকর হাতিয়ার হলো গোয়েন্দা সংস্থা। আইন প্রয়োগ, জাতীয় নিরাপত্তা সংরক্ষণ, সামরিক প্রতিরোধ ও বৈদেশিক নীতি প্রণয়নে সরকারকে সহায়তা করে থাকে। সে জন্য সরাসরি বা প্রয়োজনীয় গোপন বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ, গবেষণা ও প্রয়োগ করে।
লক্ষ্যবস্তুকে গুঁড়িয়ে দিতে আগ্রাসী গুপ্তচরবৃত্তি প্রাথমিক অস্ত্র। তবে কোন গোয়েন্দা সংস্থা কী কাজ করছে বা তাদের ভেতরের অবস্থা কেমন, সেটা জানা সহজ নয় বলে সেরা গোয়েন্দা সংস্থা কোনটি তা নির্ধারণ করা কঠিন। তাদের কার্যক্রম বছরের পর বছর লো্ক চক্ষুর অন্তরালেই থেকে যায়, তবে তাদের ব্যর্থতা কিংবা বিতর্কিত কর্মকান্ড কদাচিৎ মিডিয়ায় প্রকাশিত হয়।
বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থা
দেশের নাম | গোয়েন্দা সংস্থা | গোয়েন্দা সংস্থার পুরো নাম | |
1. | ভারত | RAW | Research and Analysis Wing |
2. | চীন | MSS | Ministry of State Security |
3. | পাকিস্তান | ISI | Inter-Services Intelligence |
4. | বাংলাদেশ | NSI | National Security Intelligence National |
5. | আফগানিস্তান | NDS | National Directorate of Security |
6. | শ্রীলঙ্কা | SIS | State Intelligence Service |
7. | সৌদি আরব | GIP | General Intelligence Presidency |
8. | রাশিয়া | FSB | Federal Security Service |
9. | আমেরিকা | CIA | Central Intelligence Agency |
10. | ব্রিটেন | MI-6 | Secret Intelligence Service |
11. | ইজরায়েল | MOSSAD | Merkazi le-Modiin ule-Tafkidim Meyuhadim |
12. | জাপান | PSIA | Public Security Intelligence Agency |
13. | ফ্রান্স | DGSE | Direction General De La Securite Exteriure |
14. | অস্ট্রেলিয়া | ASIS | Australian Secret Intelligence Service |
15. | জার্মানি | BND | Bundes Nachrichten Dienst |
16. | দক্ষিন কোরিয়া | NSP | National Security Planning |
17. | দক্ষিন আফ্রিকা | NIA | National Intelligence Agency |
18. | সুইজারল্যান্ড | SND | Strategisch Strategischer Nachrichtendienst |
19. | থাইল্যান্ড | NIA | National Intelligence Agency |
20. | সিঙ্গাপুর | SID | Security and Intelligence Division |
21. | পেরু | SIN | Servicio de Inteligencia Nacional |
22. | নাইজেরিয়া | SSS | State Security Service |
23. | ইরাক | GSD | General Security Directorate GSD |