টি২০ বিশ্বকাপ জিতেই অবসরের ঘোষনা কোহলির
স্পোর্টস ডেস্ক: রোহিত শর্মা ঠিকই বলেছেন যে বিরাট কোহলি ফাইনালের জন্য নিজের সেরাটা সঞ্চয় করেছেন। পুরো টুর্নামেন্টে রানের দাবিতে থাকা বিরাট কোহলি দলের ব্যাটিং বিপর্যয়ের শেষ ইনিংসে ৫৯ বলে ৭৬ রানের ইনিংস খেলেন। দলকে চ্যাম্পিয়ন করে ম্যান অব দ্য ম্যাচ জিতেছেন।
আরো দেখুন – Top 10 Travel Destinations of India in May
এত বড় অর্জনের দিনে টি-টোয়েন্টি আন্তর্জাতিককে বিদায় জানিয়ে সবাইকে চমকে দিলেন কোহলি। ম্যাচ সেরার পুরস্কার পেয়েই অবসরের ঘোষণা দেন ভারতীয় এই ওপেনার। কোহলি বলেছেন, ‘এটাই আমার শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং এটাই আমরা অর্জন করতে চেয়েছি । এটা ওপেন সিক্রেট। এটা এমন কিছু ছিল না যে আমরা হেরে গেলে আমরা ঘোষণা করব। আমার ইচ্ছা ছিল, আজ আমি সফল হয়েছি, দেশের হয়ে বিশ্বকাপ জিতেছি। ঈশ্বর মহান এবং গুরুত্বপূর্ণ সময়ে আমি দলের জন্য আমার সেরাটা দিয়েছি। এটাই আমার শেষ ম্যাচ, এবার দলের দায়িত্ব নেবে তরুণরা।
১২৫ টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৪১৮৮ রান করেছেন কোহলি। এই সংস্করণে শুধু রোহিতই বেশি রান করেছেন।
ভারতীয় ব্যাটিং গ্রেট আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১২৫ ম্যাচ খেলার পরে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হিসাবে বিদায় নিলেন।