Table of Contents
সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২৪ | GK সাম্প্রতিক সাধারণ জ্ঞান মার্চ ২০২৪ থেকে ৫০টি এমসিকিউ
প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা আপনাদের জন্য সাম্প্রতিক প্রশ্নের উত্তর 2023 এবং 2024 [২০২৩ এবং ২০২৪ সাল সম্পর্কিত সমস্ত সাধারণ জ্ঞান নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এটা অবশ্যই ধারাবাহিকভাবে চলবে ।
এখানে আপনি সর্বশেষ সাধারণ জ্ঞান এপ্রিল 2024 এর সমস্ত বাংলাদেশের প্রশ্ন ও উত্তর, সর্বশেষ সাধারণ জ্ঞান মার্চ 2024 প্রশ্ন ও উত্তর পাবেন। এখান থেকে সংগ্রহ করুন। এখানে লেটেস্ট বাংলাদেশ অ্যাফেয়ার্স ২০২৪ পিডিএফ, ২০২৪ সালে অনুষ্ঠিত সরকারি চাকরির জন্য সাধারণ জ্ঞান ২০২৪, সমস্ত সরকারি চাকরির পরীক্ষার সর্বশেষ সাধারণ জ্ঞান ২০২৪, বিশেষ করে বিসিএস পরীক্ষার বিভিন্ন সাধারণ জ্ঞান প্রশ্নউত্তর পাচ্ছেন আজকের পোস্টে । বই থেকে সাধারণ প্রশ্নগুলি, সর্বশেষ সাধারণ জ্ঞান জুলাই ২০২৪ সমস্ত আন্তর্জাতিক এবং বাংলাদেশ বিষয়, লিখিত পরীক্ষা সর্বশেষ সাধারণ জ্ঞান 2023 এবং সর্বশেষ সাধারণ জ্ঞান 2023 আশা করুন সাধারণ জ্ঞান জানুয়ারী 2023 প্রশ্ন উত্তর PDF পাবেন ।
কারেন্ট নিউজ পর্ব #০৪ – General Knowledge 2024 – Latest General Knowledge part 4
সাম্প্রতিক সাধারণ জ্ঞান মার্চ ২০২৪ থেকে ৫০টি এমসিকিউ
১. এজেন্সি টু ইনোভেট (a2i) প্রতিষ্ঠা করা হয় কবে?
- ক) ৫ ফেব্রুয়ারি ২০২৪
- খ) ৭ ফেব্রুয়ারি ২০২৪
- গ) ৯ ফেব্রুয়ারি ২০২৪
- ঘ) ১০ ফেব্রুয়ারি ২০২৪
উত্তরঃ ক) ৫ ফেব্রুয়ারি ২০২৪
২. এজেন্সি টু ইনোভেট (a2i) কোন মন্ত্রণালয়ের অধীন?
- ক) প্রধানমন্ত্রীর কার্যালয়
- খ) বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়
- গ) প্রতিরক্ষা মন্ত্রণালয়
- ঘ) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়
উত্তরঃ ঘ) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়
৩. বিশ্বের কততম দেশ হিসেবে বাংলাদেশে মেট্রোরেল চালু হয়?
- ক) ৩৬তম
- খ) ৪২তম
- গ) ৬০তম
- ঘ) ৬২তম
উত্তরঃ ৬০ তম
৪. মুক্তিযুদ্ধের কাহিনী অবলম্বনে নির্মিতব্য ‘অপারেশন জ্যাকপট’ সিনেমার পরিচালক কে?
- ক) দেলোয়ার জাহান ঝন্টু (বাংলাদেশ) )
- খ) রাজীব কুমার (ভারত)
- গ) শ্যাম বেনেগল (ভারত)
- ঘ) ক+খ
উত্তরঃ ক+খ
৫. ২০২৪ সালে ভারতের বেসামরিক সম্মাননা পদ্মশ্রী লাভ করেন কোন বাংলাদেশি ?
- ক) অদিতি মহসিন
- খ) খুরশিদ আলম
- গ) রেজওয়ানা চৌধুরী বন্যা
- ঘ) কলিম শরাফী
উত্তরঃ রেজওয়ানা চৌধুরী বন্যা
৬. বর্তমানে দেশে নদীবন্দর কতটি?
- ক) ৪৩টি
- খ) ৪৪টি
- গ) ৪৫টি
- ঘ) ৪৬টি
উত্তরঃ ৪৬ টি
৭. দেশের ৪৬তম নদীবন্দর কোনটি?
- ক) সুলতানগঞ্জ নদীবন্দর, রাজশাহী
- খ) মোহনগঞ্জ নদীবন্দর, নেত্রকোণা
- গ) নাজিরগঞ্জ নদীবন্দর, পাবনা
- ঘ) বসন্তপুর নদীবন্দর, সাতক্ষীরা
উত্তরঃ সুলতানগঞ্জ নদীবন্দর, রাজশাহী
বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিক্স ২০২২ অনুযায়ী
৮. বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিক্স ২০২২ অনুযায়ী মোট জনসংখ্যা (১ জানুয়ারি ২০২৩ পর্যন্ত) কত মিলিয়ন?
- ক) ১৬৯.৮২
- খ) ১৭০.৮৪
- গ) ১৯০.৮৪
- ঘ) ১৮০.৮৩
উত্তরঃ ১৭০.৮৪
৯. বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিক্স ২০২২ অনুযায়ী জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার কত?
- ক) ১.১২%
- খ) ১.৪০%
- গ) ১.২২%
- ঘ) ১.৮২%
উত্তরঃ ১.৪০%
১০. বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিক্স ২০২২ অনুযায়ী সাক্ষরতার হার সর্বাধিক কোন বিভাগে?
- ক) ঢাকা
- খ) চট্টগ্রাম
- গ) বরিশাল
- ঘ) খুলনা
উত্তরঃ বরিশাল
সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২৪ | কারেন্ট নিউজ পর্ব #০২
১১. বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিক্স ২০২২ অনুযায়ী সাক্ষরতার হার সর্বনিম্ন কোন বিভাগে?
- ক) সিলেট
- খ) রাজশাহী
- গ) রংপুর
- ঘ) ময়মনসিংহ
উত্তরঃ ময়মনসিংহ
১২. বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিক্স ২০২২ অনুযায়ী সাক্ষরতার হারে শীর্ষ জেলা কোনটি?
- ক) পিরোজপুর
- খ) ঝালকাঠি
- গ) বাগেরহাট
- ঘ) বরগুনা
উত্তরঃ পিরোজপুর
১৩. বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিক্স ২০২২ অনুযায়ী সাক্ষরতার হারে সর্বনিম্ন জেলা কোনটি?
- ক) সিরাজগঞ্জ
- খ) শেরপুর
- গ) বান্দরবান
- ঘ) জামালপুর
উত্তরঃ বান্দরবান
GDP’র চূড়ান্ত হিসাব ২০২২-২৩ অনুযায়ী
১৪. GDP’র চূড়ান্ত হিসাব ২০২২-২৩ অনুযায়ী GDP’র প্রবৃদ্ধির হার কত?
- ক) ৫.৭৮%
- খ) ৬.০৯%
- গ) ৭.৭৩%
- ঘ) ৮.১০%
উত্তরঃ ৫.৭৮%
১৫. GDP’র চূড়ান্ত হিসাব ২০২২-২৩ অনুযায়ী কৃষি খাতে প্রবৃদ্ধির হার কত?
- ক) ৩.২৫%
- খ) ৩.৩৭%
- গ) ৪.১৫%
- ঘ) ৫.৭৫%
উত্তরঃ ৩.৩৭%
১৬. GDP’র চূড়ান্ত হিসাব ২০২২-২৩ অনুযায়ী শিল্প খাতে প্রবৃদ্ধির হার কত?
- ক) ৭.৩৭%
- খ) ৮.৩৭%
- গ) ৯.৮৬%
- ঘ) ১০.২৬%
উত্তরঃ ৮.৩৭%
১৭. GDP’র চূড়ান্ত হিসাব ২০২২-২৩ অনুযায়ী সেবা খাতে প্রবৃদ্ধির হার কত?
- ক) ৫.৩৭%
- খ) ৭.২৬%
- গ) ৮.৪৭%
- ঘ) ৯.৪৭%
উত্তরঃ ৫.৩৭%
১৮. GDP’র চূড়ান্ত হিসাব ২০২২-২৩ অনুযায়ী কৃষি খাতে অবদানের হার কত?
- ক) ১০.৯২%
- খ) ১১.৩০%
- গ) ১২.৭৪%
- ঘ) ১৪.৪৭%
উত্তরঃ ১১.৩০%
১৯. GDP’র চূড়ান্ত হিসাব ২০২২-২৩ অনুযায়ী শিল্প খাতে অবদানের হার কত?
- ক) ৩২.২৩%
- খ) ৩৪.৯৭%
- গ) ৩৫.২৯%
- ঘ) ৩৭.৬৫%
উত্তরঃ ৩৭.৬৫%
২০. GDP’র চূড়ান্ত হিসাব ২০২২-২৩ অনুযায়ী সেবা খাতে অবদানের হার কত?
- ক) ৫০.৯৪%
- খ) ৫১.৭৪%
- গ) ৫১.০৫%
- ঘ) ৫২.৪৭%
উত্তরঃ ৫১.০৫%
আন্তর্জাতিক বিষয়ে সাম্প্রতিক সাধারণ জ্ঞান
২১. মালয়েশিয়ার বর্তমান রাজা কে?
- ক) সুলতান আহমাদ শাহ
- খ) ইব্রাহিম সুলতান
- গ) সুলতান মোহাম্মদ
- ঘ) আনোয়ার ইব্রাহিম
উত্তরঃ আনোয়ার ইব্রাহিম
২২. বিশ্বের প্রথম AI শিশুর নাম কী?
- ক) Sophia
- খ) Qiu Hao
- গ) Tong Tong
- ঘ) Aparajita
উত্তরঃ টংটং
২৩. মিয়ানমারের সীমান্ত বাহিনীর নাম কী?
- ক) বর্ডার গার্ড পুলিশ
- খ) আরাকান আর্মি
- গ) তাতমাদো
- ঘ) লুকথিন
উত্তরঃ বর্ডার গার্ড অব পুলিশ
২৪. বিশ্বের প্রথম কাঠের তৈরি কৃত্রিম উপগ্রহের নাম কী?
- ক) OhsumiSat
- খ) LignoSat
- গ) NipponSat
- ঘ) Delta DM-19
উত্তরঃ LignoSat
সংস্থা-সংগঠন সম্পর্কে সাম্প্রতিক সাধারণ জ্ঞান
২৫. ১৭ ফেব্রুয়ারি ২০২৪ আফ্রিকান ইউনিয়ন (AU)-এর চেয়ারপারসন হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে?
- ক) ম্যাকি সাল
- খ) আলফা কোন্ডে
- গ) আজালি আসমানি
- ঘ) মোহাম্মদ আউলুদ গাজোয়ানি
উত্তরঃ মোহাম্মদ আউলুদ গাজোয়ানি
২৬. আন্তর্জাতিক বিচার আদালতের (ICT) নতুন প্রেসিডেন্ট কে?
- ক) ক্রিস্টোফার গ্রিনউড (আর্জেন্টিনা)
- খ) নাওয়াফ সালাম (লেবানন)
- গ) পিটার টমকা (স্লোভাকিয়া)
- ঘ) দলভীর ভান্ডারী (ভারত)
উত্তরঃ নাওয়াফ সালাম (লেবানন)
২৭. জোট-নিরপেক্ষ আন্দোলন (NAM)-এর বর্তমান সদস্য দেশ কতটি?
- ক) ১২০
- খ) ১২১
- গ) ১২২
- ঘ) ১২৩
উত্তরঃ ১২১
২৮.১৭ জানুয়ারি ২০২৪ কোন দেশ NAM’র ১২১তম সদস্যপদ লাভ করে?
- ক) দক্ষিণ কোরিয়া
- খ) দক্ষিণ আফ্রিকা
- গ) দক্ষিণ সুদান
- ঘ) উত্তর কোরিয়া
উত্তরঃ দক্ষিণ সুদান
২৯. আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (IFAD)-এর বর্তমান সদস্য দেশ কতটি?
- ক) ১৮৩
- খ) ১৭৮
- গ) ১৮০
- ঘ) ১৮২
উত্তরঃ ১৭৮
৩০. ১৪ ফেব্রুয়ারি ২০২৪ কোন দেশ IFAD’র ১৭৮তম সদস্যপদ লাভ করে?
- ক) তাইওয়ান
- খ) কসোভো
- গ) দক্ষিণ সুদান
- ঘ) সার্বিয়া
উত্তরঃ সার্বিয়া
সম্মেলন সম্পর্কে সাধারণ জ্ঞান
৩১. বিশ্ব বাণিজ্য সংস্থার (WTO) মন্ত্রী পর্যায়ের ১৩তম সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
- ক) ১০-১৩ ফেব্রুয়ারি ২০২৪
- খ) ১৭-২০ ফেব্রুয়ারি ২০২৪
- গ) ২১-২৪ ফেব্রুয়ারি ২০২৪
- ঘ) ২৬-২৯ ফেব্রুয়ারি ২০২৪
উত্তরঃ ২৬-২৯ ফেব্রুয়ারি ২০২৪
৩২. বিশ্ব বাণিজ্য সংস্থার (WTO) মন্ত্রী পর্যায়ের ১৩তম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
- ক) প্যারিস, ফ্রান্স
- খ) আবুধাবি, আরব আমিরাত
- গ) তেহরান, ইরান
- ঘ) জেনেভা, সুইজারল্যান্ড
উত্তরঃ আবুধাবি, আরব আমিরাত
রিপোর্ট-সমীক্ষা সম্পর্কে সাম্প্রতিক সাধারণ জ্ঞান
৩৩. ২০২৩ সালের বৈশ্বিক গণতন্ত্র সূচকে শীর্ষ দেশ কোনটি?
- ক) নরওয়ে
- খ) ফিনল্যান্ড
- গ) মিয়ানমার
- ঘ) নিউজিল্যান্ড
উত্তরঃ নরওয়ে
৩৪. ২০২৩ সালের বৈশ্বিক গণতন্ত্র সূচকে সর্বনিম্ন দেশ কোনটি?
- ক) সুইডেন
- খ) উত্তর কোরিয়া
- গ) সোমালিয়া
- ঘ) আফগানিস্তান
উত্তরঃ আফগানিস্তান
৩৫. ২০২৩ সালের বৈশ্বিক গণতন্ত্র সূচকে বাংলাদেশের অবস্থান কত?
- ক) ৬৭তম
- খ) ৭৫তম
- গ) ৮৯তম
- ঘ) ৯৯তম
উত্তরঃ ৭৫তম
দুর্নীতি ধারণা সূচক ২০২৩ অনুযায়ী সাম্প্রতিক সাধারণ জ্ঞান
৩৬. দুর্নীতি ধারণা সূচক ২০২৩ অনুযায়ী শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি?
- ক) ভেনেজুয়েলা
- খ) দক্ষিণ সুদান
- গ) সিরিয়া
- ঘ) সোমালিয়া
উত্তরঃ সোমালিয়া
৩৭. দুর্নীতি ধারণা সূচক ২০২৩ অনুযায়ী কম দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি?
- ক) নিউজিল্যান্ড
- খ) ফিনল্যান্ড
- গ) ডেনমার্ক
- ঘ) নরওয়ে
উত্তরঃ নরওয়ে
৩৮. দুর্নীতি ধারণা সূচক ২০২৩ এর নিম্নক্রম অনুযায়ী বাংলাদেশের অবস্থান কততম?
- ক) ১০তম
- খ) ১২তম
- গ) ১৩তম
- ঘ) ১৪তম
উত্তরঃ ১০তম
৩৯. দুর্নীতি ধারণা সূচক ২০২৩ এর ঊর্ধ্বক্রম অনুযায়ী বাংলাদেশের অবস্থান কততম?
- ক) ১৪২তম
- খ) ১৪৭তম
- গ) ১৪৬তম
- ঘ) ১৪৯তম
উত্তরঃ ১৪৯তম
বিশ্ব ভাষাচিত্র ২০২৪ অনুযায়ী সাম্প্রতিক সাধারণ জ্ঞান
৪০. বিশ্ব ভাষাচিত্র ২০২৪ অনুযায়ী বর্তমানে বিশ্বে প্রচলিত ভাষার সংখ্যা কতটি?
- ক) ৭,১১৭টি
- খ) ৭,১৪১টি
- গ) ৭,১৫১টি
- ঘ) ৭,১৬৪টি
উত্তরঃ ৭১৬৪টি
৪১. বিশ্ব ভাষাচিত্র ২০২৪ অনুযায়ী বিশ্বের শীর্ষ ব্যবহৃত ভাষা কোনটি?
- ক) মান্দারিন
- খ) স্প্যানিশ
- গ) ইংরেজি
- ঘ) হিন্দি
উত্তরঃ ইংরেজি
৪২. বিশ্ব ভাষাচিত্র ২০২৪ অনুযায়ী ব্যবহারকারীর দিক থেকে বাংলা ভাষার অবস্থান কত?
- ক) পঞ্চম
- খ) ষষ্ঠ
- গ) সপ্তম
- ঘ) অষ্টম
উত্তরঃ সপ্তম
ক্রীড়াঙ্গন সাম্প্রতিক সাধারণ জ্ঞান
৪৩. ২০২৩ সালের আইসিসি বর্ষসেরা ক্রিকেটার কে?
- ক) প্যাট কামিন্স (অস্ট্রেলিয়া)
- খ) বিরাট কোহলি (ভারত)
- গ) উসমান খাজা (অস্ট্রেলিয়া)
- ঘ) রবীন্দ্র জাদেজা (ভারত)
উত্তরঃ প্যাট কামিন্স (অস্ট্রেলিয়া)
৪৪. ১৮তম এশিয়া কাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয় কোন দেশ?
- ক) কাতার
- খ) দক্ষিণ কোরিয়া
- গ) জর্ডান
- ঘ) জাপান
উত্তরঃ কাতার (জর্ডান -কে পরাজিত করেন)
৪৫. ৩৪তম আফ্রিকান নেশন্স কাপে চ্যাম্পিয়ন হয় কোন দেশ?
- ক) নাইজেরিয়া
- খ) দক্ষিণ আফ্রিকা
- গ) ডিআর কঙ্গো
- ঘ) আইভোরিকোস্ট
উত্তরঃ আইভোরিকোস্ট
৪৬. তিন সংস্করণেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক কে?
- ক) নাজমুল হোসেন শান্ত
- খ) মমিনুল হক
- গ) মুশফিকুর রহিম
- ঘ) সাকিব আল হাসান
উত্তরঃ নাজমুল হোসেন শান্ত
২৩তম বিশ্বকাপ ফুটবল ২০২৬ এর সম্পর্কিত সাম্প্রতিক সাধারণ জ্ঞান
৪৭. ২৩তম বিশ্বকাপ ফুটবল ২০২৬ এর আয়োজক দেশ কোনটি?
- ক) যুক্তরাষ্ট্র
- খ) মেক্সিকো
- গ) কানাডা
- ঘ) ওপরের সবগুলো
উত্তরঃ ওপরের সবগুলো
৪৮. ২৩তম বিশ্বকাপ ফুটবল ২০২৬ এ মোট কতটি দল অংশগ্রহণ করবে?
- ক) ৩২টি
- খ) ৩৮টি
- গ) ৪৪টি
- ঘ) ৪৮টি
উত্তরঃ ৪৮টি
৪৯. ২৩তম বিশ্বকাপ ফুটবল ২০২৬ এ ভেন্যু কতটি?
- ক) ১২টি
- খ) ১৪টি
- গ) ১৬টি
- ঘ) ১৮টি
উত্তরঃ ১৬টি
৫০. ২৩তম বিশ্বকাপ ফুটবল ২০২৬ এ মোট কতটি ম্যাচ অনুষ্ঠিত হবে?
- ক) ১০২টি
- খ) ১০৪টি
- গ) ১০৬টি
- ঘ) ১০৮টি
উত্তরঃ ১০৪টি