আল্লাহ্ ও তাঁর রসূল এক নয়; কিন্তু আলাদা নয়। এ কথাটা কতটুকু শরীয়তসম্মত?

0
240
দুশ্চিন্তা দূর করার দোয়া | Prayer to remove anxiety
দুশ্চিন্তা দূর করার দোয়া | Prayer to remove anxiety
Advertisements
5/5 - (1 vote)

প্রশ্ন: আল্লাহ্ ও তাঁর রসূল এক নয়; কিন্তু আলাদা নয়। এ কথাটা কতটুকু শরীয়তসম্মত?

 

আল্লাহ্ ও তাঁর রসূল এক নয়; কিন্তু আলাদা নয়। এ কথাটা কতটুকু শরীয়তসম্মত?

উত্তর: ইবাদত উপাসনার একমাত্র হকদার ও যোগ্য হলো মহান আল্লাহ্ তা’আলা। যিনি একক, অদ্বিতীয়, লা শরিক ও সর্বশক্তিমান। যা আমরা পবিত্র কুরআনের সূরা ইখলাস ও বিভিন্ন সুরার আয়াতে কারীমাহ্ হতে সুস্পষ্টভাবে জানতে পারি। মনে রাখতে হবে মহান আল্লাহ্ তা’আলা হলেন খালেক তথা সৃষ্টিকর্তা, সৃষ্টিকারী।

আর প্রিয়নবী সাল্লাল্লাহু তা’আলা আলায়হি ওয়াসাল্লামসহ বাকি সকল কিছু হলো মাখলুক তথা আল্লাহর সৃষ্ট। স্রষ্টা হিসেবে আল্লাহ্ তা’আলা যেমন বেমেসাল বা তাঁর কোন সমকক্ষ নেই, তেমনি আল্লাহ তা’আলার সৃষ্টিকুলের মধ্যে আমাদের নবী রাহমাতুল্লিল আলামিন হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু তা’আলা আলায়হি ওয়াসাল্লাম অতুলনীয় ও সকল সৃষ্টিকুলের জন্য তিনি রহমত সকল নবী-রসূলের মধ্যে তিনি সর্বশ্রেষ্ঠ।

Advertisements

সৃষ্টিকুলের সেরা মহামানব এবং সমস্ত নবীগণের ইমাম ও সরদার। আল্লাহ্ ও রাসূল এক নয় কিন্তু আলাদাও নয়’ এ বাক্যে ‘আলাদাও নয়’ এর ব্যাখ্যা কয়েকভাবে করা যায়। যেমন- দ্বীনের ও ইসলামের হুকুম-আহকাম পালনের ক্ষেত্রে আল্লাহর বিধান পবিত্র কোরআনের বাণী যেভাবে বান্দার জন্য অপরিহার্য তদ্রুপ প্রিয়নবীর বাণী ও হাদীসের বাণী উম্মতের জন্য পালন করা অপরিহার্য। নবীজির আনুগত্য আল্লাহর আনুগত্য। এ প্রসঙ্গে অসংখ্য আয়াতে কারীমা রয়েছে। যেমন-

مَنْ يُطِعِ الرَّسُوْلَ فَقَدْ أَطَاعَ اللَّهَ

তরজমা: যে রসূলের হুকুম ও নিদের্শ মান্য করল, নিঃসন্দেহে সে মহান আল্লাহর হুকুম ও নির্দেশ মান্য করল।

। সূরা নিসা, আয়াত-৮০।

অপর আয়াতে আল্লাহ্ তা’আলা এরশাদ করেন-

أَطِيعُوا اللهَ وَاطِيعُوا الرَّسُولَ وَاحْذَرُوا

তরজমা: তোমরা আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য কর এবং সতর্ক হও বা হারাম থেকে বেঁচে থাক।

[সূরা মায়েদা, আয়াত-৯২]

উপরোক্ত আয়াতে কারীমা হতে সুস্পষ্ট যে, আল্লাহ্ ও রসূল উভয়ের আনুগত্য অবশ্যই করতে হবে। এ ক্ষেত্রে কিন্তু আলাদা নয়, বলতে অসুবিধা নেই। অর্থাৎ এ আনুগত্যের দিক দিয়ে উভয়ের আনুগত্য আলাদা নয়। দ্বিতীয় আল্লাহ্ তা’আলা বান্দাকে হেদায়ত দান করেন এবং প্রিয়নবীর আনুগত্যের মাধ্যমে ও মানুষ হেদায়ত প্রাপ্ত হয়।

যেমন কুরআনুল করীমে উল্লেখ রয়েছে-

وَإِنْ تُطِيعُوا تَهْتَدُوا

যদি তোমরা রাসূলের আনুগত্য কর, তবে হেদায়তপ্রাপ্ত হবে এবং সৎ পথ পাবে।

[সূরা আন-নুর, আয়াত-৫৪]

এ ক্ষেত্রেও আলাদা নয়। কেউ বললে অসুবিধা নেই। তাছাড়া কালিমা তাইয়্যেবা হলো لا إله الا الله مُحَمَّدُ الرَّسُولُ الله। এখানেও নবীজির নাম মোবারক মহান আল্লাহর নাম মোবারক হতে আলাদা পৃথক নয়। সাত আসমান, আট বেহেশত ও আরশ আজিমের নূরানী দরওয়াজায় মহান আল্লাহর পবিত্র নামের সাথে প্রিয় রাসূলের নূরানী নাম মোবারক অঙ্কিত ও সংযুক্ত।

সুতরাং সুস্পষ্ট বিধান হলো আল্লাহ্ রাসূল নন এবং রাসূল আল্লাহ নন। অবশ্যই প্রিয়নবী রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম আল্লাহর সর্বশ্রেষ্ঠ প্রিয বন্ধু ও সর্বশ্রেষ্ঠ রাসূল এবং গোটা সৃষ্টির জান ও প্রাণ। তাঁরই উপর লাখো দরুদ ও সালাম।

[আল কুরআন, তাফসীরে জালালাইন, তাফসীরে রুহুল বয়ান ইত্যাদি]

“Muhammad Khuda Nahi Khuda Se Juda Nehi”

“আল্লাহ্ ও তাঁর রসূল এক নয়; কিন্তু আলাদা নয়”

 

তথ্য সংগ্রহঃ মাসিক তরজুমানে আহলে সুন্নত

নিয়মিত তরজুমান -এ- আহলে সুন্নত পড়ুন।

আল্লাহ্ ও তাঁর রসূল এক নয়; কিন্তু আলাদা নয়

 

আরও পড়ুন……

Advertisements

Leave a Reply