Table of Contents
পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি।
মূলভাব : প্রতিটি মানুষের কাছেই সৌভাগ্য পরম আকাঙ্ক্ষিত বস্তু। কিন্তু এটি কেউ জন্মগতভাবে অর্জন করতে পারে না। পরিশ্রমের মাধ্যমে মানুষ তার আপন সৌভাগ্যকে গড়ে নিতে পারে ।
সম্প্রসারিত ভাব : পৃথিবীর যত জিনিস রয়েছে, প্রতিটির পেছনেই রয়েছে নিরন্তর সাধনা, নিরলস শ্রম। শ্রম ব্যতীত অতি সামান্য বস্তুটিও লাভ করা কারো পক্ষে সম্ভব নয়। ব্যক্তিগত উন্নতি, জাতীয় উন্নতি-যেকোনো উন্নতি পুরোপুরি শ্রমের ওপর নির্ভরশীল। কথায় বলা হয়—‘পরিশ্রমে ধন আনে, পুণো আনে সুখ’। প্রকৃত অর্থেই আজকের যা কিছু চোখ ঝলসে দিচ্ছে তা একমাত্র শ্রমের ফলেই সম্ভব হয়েছে।
শ্রমিকের দিবারাত্রি নিরলস পরিশ্রমের কারণেই পৃথিবীর বিভিন্ন জায়গায় গড়ে উঠেছে বড় বড় ইমারত, অট্টালিকা আর নামকরা প্রতিষ্ঠান। ব্যক্তির জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত প্রতিটি বস্তু শ্রমলব্ধ। জীবনের মান-সম্মান, প্রভাব-প্রতিপত্তি, অর্থ, বিদ্যা, যশ, সুখ্যাতি প্রভৃতি পরিশ্রম করে অর্জন করতে হয়। যারা অলস, শ্রমবিমুখ হয়ে ঘরকে নিরাপদ বাসা বানায়; তারা জীবনে হতভাগ্যই থেকে যায়, জীবনের পরিপূর্ণ সৌন্দর্যকে তারা কখনো উপলব্ধি করতে পারে না। জীবনে বারবার হাতছানি দেয় হতাশা, দুঃখ-কষ্ট-বেদনার কালো ছায়া।
শ্রমবিমুখ ব্যক্তিদের জীবনে নেমে আসে দুর্বিষহ অভিশাপ। তাছাড়া আধুনিক বিশ্বের উন্নত দেশের দিকে তাকালে দেখা যায়, তারা কঠোর পরিশ্রমী। প্রতিটি মুহূর্তকে তারা শ্রমের মধ্য দিয়ে অতিবাহিত করে। সৃষ্টিশীল কাজে নিজেদের নিরন্তর নিয়োজিত রেখে তারা জ্ঞান-বিজ্ঞানে অনেক অগ্রগতি সাধন করেছে। পৃথিবীর ইতিহাসে আজ তারা ভাগ্যবান জাতি হিসেবে স্বীকৃত। তাই সৌভাগ্যের হাতছানি পেতে হলে, সুখের সূর্য জীবনাকাশে উদিত করতে হলে নিরলস সাধনা করতে হবে। একান্ত
নিবিষ্ট চিত্তে পরিশ্রমের মাধ্যমেই জীবনে আসবে কাঙ্ক্ষিত সফলতা ।
মন্তব্য : পৃথিবীর যে জাতি যত বেশি পরিশ্রমী সে জাতি তত বেশি উন্নত। তাই পরিশ্রমের মধ্য দিয়ে আমাদের উন্নত হওয়ার সাধনা করা উচিত ৷
পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি।
পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি।
আরও পড়ুন……
- ভাবসম্প্রসারণ : কীর্তিমানের মৃত্যু নাই SSC HSC JSC
- ভাব-সম্প্রসারণ : বার্ধক্য তাহাই – যাহা পুরাতনকে, মিথ্যাকে, মৃত্যুকে আঁকড়িয়া পড়িয়া থাকে।
- ভাবসম্প্রসারণ : বিদ্যার সঙ্গে সম্পর্কহীন জীবন অন্ধ এবং জীবনের সঙ্গে সম্পর্কহীন বিদ্যা পঙ্গু।
- ভাব-সম্প্রসারণ : মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, বয়সের মধ্যে নয় ।
- ভাব-সম্প্রসারণ : বই কিনে কেউ দেউলিয়া হয় না।
- ভাব-সম্প্রসারণ : প্রাণ থাকলেই প্রাণী হয়, কিন্তু মন না থাকলে মানুষ হয় না।
- ভাব-সম্প্রসারণ: আপনি আচরি ধর্ম শিখাও অপরে।
- ভাব-সম্প্রসারণ : মেঘ দেখে কেউ করিসনে ভয়, আড়ালে তার সূর্য হাসে, হারা শশীর হারা হাসি, অন্ধকারেই ফিরে আসে।
- ভাব-সম্প্রসারণ : যে সহে, সে রহে।
- ভাব-সম্প্রসারণ : ভোগে নয়, ত্যাগেই মনুষ্যত্বের বিকাশ।
- ভাব-সম্প্রসারণ: জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো।
- ভাব-সম্প্রসারণ: ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমা-চাঁদ যেন ঝলসানো রুটি।
- ভাবসম্প্রসারণ: গ্রন্থগত বিদ্যা আর পরহস্তে ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন।
- ভাব-সম্প্রসারণ : অভাবে স্বভাব নষ্ট
- ভাব-সম্প্রসারণ : অসির চেয়ে মসি বড়
- ভাব-সম্প্রসারণ : অধিকার পাওয়া এবং অধিকারী হওয়া এক বস্তু নয়
- ভাব-সম্প্রসারণ : অধর্মের ফল হইতে নিষ্কৃতি নাই
- ভাব-সম্প্রসারণ : অনুকরণের দ্বারা পরের ভাব আপন হয় না অর্জন না করলে কোন বস্তুই নিজের হয় না