প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভাল আছো । তো আজকে তোমাদের জন্য নিয়ে এলাম জীবে দয়া করে যেইজন সেজন সেবিছে ঈশ্বর “ভাবসম্প্রসারণ” । এই রচনা তোমরা যারা পরীক্ষার্থী তাদের অনেক কাজে লাগবে । তো তোমাদের ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে Facebook messenger, Whatsapp, Telegram, Instagram এবং IMO তে শেয়ার করতে পারো ।
Table of Contents
জীবে দয়া করে যেইজন সেজন সেবিছে ঈশ্বর
ভাব-সম্প্রসারণ: বিভিন্ন সমাজের মানুষ বিভিন্ন ভাবে ঈশ্বরের উপাসনা করে। বিভিন্ন ধর্ম এজন্য বিভিন্ন পথের সন্ধান দিয়েছে। তবে ঈশ্বর নিরাকার, তিনি চিরদিনই আমাদের ধরাছোঁয়ার বাইরে। তাঁকে আমরা নানা তাবে নানা জায়গায় সন্ধান করে বেড়াই। কিন্তু জগতের ধর্মগুরুগণ এ বিষয়ে সকলেই একমত যে, ঈশ্বরকে পাওয়ার জন্য দুর্গম দূরদেশে যাওয়ার কোন প্রয়োজন নেই। সৃষ্টিকর্তার অস্তিত্ব তাঁর সৃষ্ট জীবের মধ্যেই রয়েছে। সুতরাং জীবের সেবা করলেই ঈশ্বরের সেবা করা হয়। প্রকৃতপক্ষে যে ব্যক্তি পীড়িত ও আর্ত মানবতার সেবায় নিজেকে নিয়োজিত করে রেখেছেন, তিনিই ঈশ্বরের শ্রেষ্ঠ উপাসক।
কেননা তিনি যখন দুঃস্থ এবং অসহায়কে সেবা করেন, তখন সেই সেবা ঈশ্বরের কাছেই পৌঁছে, ক্ষুধার্ত ও তৃষ্ণার্তের মুখে তিনি যখন অন্ন আর পানীয় দেন, তখন ঈশ্বর সন্তুষ্ট হন। কাজেই যিনি আর্ত মানুষের সেবাকার্যে নিয়োজিত তিনিই সবচাইতে উত্তমভাবে ঈশ্বরের উপাসনা করছেন।
আরও পড়ুন……
- ভাবসম্প্রসারণ : কীর্তিমানের মৃত্যু নাই SSC HSC JSC
- ভাব-সম্প্রসারণ : বার্ধক্য তাহাই – যাহা পুরাতনকে, মিথ্যাকে, মৃত্যুকে আঁকড়িয়া পড়িয়া থাকে।
- ভাবসম্প্রসারণ : বিদ্যার সঙ্গে সম্পর্কহীন জীবন অন্ধ এবং জীবনের সঙ্গে সম্পর্কহীন বিদ্যা পঙ্গু।
- ভাব-সম্প্রসারণ : মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, বয়সের মধ্যে নয় ।
- ভাব-সম্প্রসারণ : বই কিনে কেউ দেউলিয়া হয় না।
- ভাব-সম্প্রসারণ : প্রাণ থাকলেই প্রাণী হয়, কিন্তু মন না থাকলে মানুষ হয় না।
- ভাব-সম্প্রসারণ: আপনি আচরি ধর্ম শিখাও অপরে।
- ভাব-সম্প্রসারণ : মেঘ দেখে কেউ করিসনে ভয়, আড়ালে তার সূর্য হাসে, হারা শশীর হারা হাসি, অন্ধকারেই ফিরে আসে।
- ভাব-সম্প্রসারণ : যে সহে, সে রহে।
- ভাব-সম্প্রসারণ : ভোগে নয়, ত্যাগেই মনুষ্যত্বের বিকাশ।
- ভাব-সম্প্রসারণ: জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো।
- ভাব-সম্প্রসারণ: ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমা-চাঁদ যেন ঝলসানো রুটি।
- ভাবসম্প্রসারণ: গ্রন্থগত বিদ্যা আর পরহস্তে ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন।
- ভাব-সম্প্রসারণ : অভাবে স্বভাব নষ্ট
- ভাব-সম্প্রসারণ : অসির চেয়ে মসি বড়
- ভাব-সম্প্রসারণ : অধিকার পাওয়া এবং অধিকারী হওয়া এক বস্তু নয়
- ভাব-সম্প্রসারণ : অধর্মের ফল হইতে নিষ্কৃতি নাই
- ভাব-সম্প্রসারণ : অনুকরণের দ্বারা পরের ভাব আপন হয় না অর্জন না করলে কোন বস্তুই নিজের হয় না
- সাহিত্য জাতির দর্পণস্বরূপ। ভাবসম্প্রসারণ SSC HSC
- পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি