জীবে দয়া করে যেইজন সেজন সেবিছে ঈশ্বর

0
218
অফিস ছুটির জন্য আবেদন
অফিস ছুটির জন্য আবেদন
Advertisements
Rate this post

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভাল আছো । তো আজকে তোমাদের জন্য নিয়ে এলাম জীবে দয়া করে যেইজন সেজন সেবিছে ঈশ্বর “ভাবসম্প্রসারণ” । এই রচনা তোমরা যারা পরীক্ষার্থী তাদের অনেক কাজে লাগবে । তো তোমাদের ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে Facebook messenger, WhatsappTelegram, Instagram এবং IMO তে শেয়ার করতে পারো ।

জীবে দয়া করে যেইজন সেজন সেবিছে ঈশ্বর

ভাব-সম্প্রসারণ: বিভিন্ন সমাজের মানুষ বিভিন্ন ভাবে ঈশ্বরের উপাসনা করে। বিভিন্ন ধর্ম এজন্য বিভিন্ন পথের সন্ধান দিয়েছে। তবে ঈশ্বর নিরাকার, তিনি চিরদিনই আমাদের ধরাছোঁয়ার বাইরে। তাঁকে আমরা নানা তাবে নানা জায়গায় সন্ধান করে বেড়াই। কিন্তু জগতের ধর্মগুরুগণ এ বিষয়ে সকলেই একমত যে, ঈশ্বরকে পাওয়ার জন্য দুর্গম দূরদেশে যাওয়ার কোন প্রয়োজন নেই। সৃষ্টিকর্তার অস্তিত্ব তাঁর সৃষ্ট জীবের মধ্যেই রয়েছে। সুতরাং জীবের সেবা করলেই ঈশ্বরের সেবা করা হয়। প্রকৃতপক্ষে যে ব্যক্তি পীড়িত ও আর্ত মানবতার সেবায় নিজেকে নিয়োজিত করে রেখেছেন, তিনিই ঈশ্বরের শ্রেষ্ঠ উপাসক।

কেননা তিনি যখন দুঃস্থ এবং অসহায়কে সেবা করেন, তখন সেই সেবা ঈশ্বরের কাছেই পৌঁছে, ক্ষুধার্ত ও তৃষ্ণার্তের মুখে তিনি যখন অন্ন আর পানীয় দেন, তখন ঈশ্বর সন্তুষ্ট হন। কাজেই যিনি আর্ত মানুষের সেবাকার্যে নিয়োজিত তিনিই সবচাইতে উত্তমভাবে ঈশ্বরের উপাসনা করছেন।

Advertisements

 

আরও পড়ুন……

Advertisements

Leave a Reply