প্রতিদিন মুমিন বান্দাকে ধারাবাহিক ৪টি আমল ৫বার করতে হয়। মহল্লার মসজিদ থেকে প্রতিদিনই ৫ বার আজান দেওয়া হয়। যারাই এ আজান শুনবেন; তাদের জন্য এ আমলগুলো পালন করা জরুরি। এর ফজিলত এবং মর্যাদাও অনেক বেশি। নিয়মিত আমল ৪টি কী? মুয়াজ্জিন যখন আজান দেয়, তখন সবার জন্য প্রত্যেক আজানের সময় ৪টি আমল করা জরুরি। আমলগুলো হলো-
১. আজান শুনে উত্তর দেওয়া হজরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন,রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘তোমরা যখন আজান শুনবে, তখন মুয়াজ্জিন যা বলবে, তোমরাও তাই বলো।’ (বুখারি)....
অন্য হাদিসে এসেছে- হজরত মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে শুনেছি ‘হাইয়া আলাস সালাহ’ এবং ‘হাইয়া আলাল ফালাহ’ বলার পর ‘লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ’ বলতে হবে।’ (বুখারি)
Caption