মৃত্যুর পরেও নেকি পাওয়ার ৬ টি উপায়

By TASFIYATUL JANNAT

১. কুরআন কাউকে উপহার দিন, সে যতবার পাঠ করবে সেখান থেকেও আপনি নেকি পাবেন।

২. একটি হুইল চেয়ার কোনো হাসপাতালে দিন, প্রতিবার ব্যবহারের জন্য নেকি পেতে থাকবেন।

Green Star

৩. মসজিদ বানানোর কাজে অংশগ্রহণ করুন।

Green Star

৪. কোনো দরিদ্র ছাত্র/ছাত্রী কে সাহায্য করুন তার পড়া লেখা সচল রাখতে।

Green Star

৫. গাছ লাগান, যখনি কেউ গাছটি থেকে উপকার পাবে তখনি আপনিও সেখান থেকে নেকি পাবেন।

Green Star

৬. সবচেয়ে ছোট উপায় হলো তথ্যটি শেয়ার করুন। কেউ এটি দেখে যদি উপরের যেকনো একটি করে তবে আপনিও কিছু নেকি পাবেন

Read more stories

Black Star
Black Star

WWW.GETSTUDYONLINE.COM