কিডনি মানবদেহের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। কোনো সমস্যা হলে তা পুরো শরীরে প্রভাব ফেলে। এমনকি মৃত্যুর ঝুঁকিও থাকতে পারে। তাই কোনো ধরনের কিডনির সমস্যাকে উপেক্ষা করা যাবে না।
আর কিডনির সমস্যার প্রাথমিক লক্ষণগুলো প্রস্রাবের মাধ্যমে প্রকাশ পায়। এছাড়াও, অন্যান্য লক্ষণগুলি বেশ হালকা।ফলে রোগী টেরই পান না যে তিনি কিডনির রোগে ভুগছেন।And early symptoms of kidney problems are manifested in urine. Also, other symptoms are quite mild.
তবে সারাক্ষণ ক্লান্ত বোধ করা, অনিদ্রা, ত্বকের সমস্যা, ঘা, হাড়ের সমস্যা এমনকি পা ফুলে যাওয়া কিডনি রোগের অন্যতম লক্ষণ হতে পারে। এই সমস্যাগুলি সাধারণ বলে অনেকেই এড়িয়ে যান।
কিন্তু আপনার কিডনির সমস্যা থাকলে প্রস্রাবে যে লক্ষণগুলো দেখা যায় তা উপেক্ষা করবেন না। প্রাথমিক অবস্থায় ধরা পড়লে কিডনি রোগ প্রতিরোধ করা যায়। চলুন জেনে নিই কিডনির সমস্যা হলে প্রস্রাবে কী ধরনের জটিলতা দেখা দেয়-
>> বারবার প্রস্রাব হওয়া
>> প্রস্রাব ক্লিয়ার না হওয়া
>> রাতে বারবার ঘুম থেকে প্রস্রাবের জন্য উঠা
>> প্রস্রাবের সঙ্গে পুঁজ যাওয়া
>> রক্ত বের হওয়া
>> প্রস্রাবে ফেনা হওয়া
>> পাথরের গুঁড়া বের হওয়া বা
>> তলপেটে ও পাঁজরে ব্যথা।