চল্লিশ হাজার হাদীস থেকে চারটি কথা

By TASFIYATUL JANNAT

আব্দুল্লাহ ইবনু মুবারক রহ. বলেন, এক জ্ঞানী ব্যক্তি বিশাল হাদীসের ভান্ডার জমা করেছেন। তারপর সেখান থেকে চল্লিশ হাজার হাদীস নির্বাচিত করলেন। অতপর সেখান থেকে চার শত হাদীস নির্বাচিত করলেন। ...

তারপর সেখান থেকে চল্লিশটি হাদীস নির্বাচিত করলেন। তারপর সেখান থেকে চারটি কথা নির্বাচিত করলেন।

Green Star

✦ কোনো অবস্থাতেই কোনো মহিলার প্রতি আস্থা পোষণ করবে না। ✦ কোনো অবস্থাতেই সম্পদের ধোঁকায় পড়বে না।

Green Star

✦ আপন পেটকে এতটা ভরবে না যে সহ্য করতে পারবে না। ✦ যে জ্ঞান কোনো উপকারে আসে না তা হাসিল করবে না। (নাসাইহুল ই’বাদ, ইবনু হাজার আসকালানী : ৫৯)

Read more stories

Black Star
Black Star

WWW.GETSTUDYONLINE.COM