আব্দুল্লাহ ইবনু মুবারক রহ. বলেন, এক জ্ঞানী ব্যক্তি বিশাল হাদীসের ভান্ডার জমা করেছেন। তারপর সেখান থেকে চল্লিশ হাজার হাদীস নির্বাচিত করলেন। অতপর সেখান থেকে চার শত হাদীস নির্বাচিত করলেন। ...
তারপর সেখান থেকে চল্লিশটি হাদীস নির্বাচিত করলেন। তারপর সেখান থেকে চারটি কথা নির্বাচিত করলেন।