ইনস্টাগ্রামে ছবির ফিল্টার খুঁজে পাবেন যেভাবে
কোনো ছবির চেহারা পুরোপুরি পালটে ফেলতে অথবা হালকাভাবে এডিট করার জন্য ফিল্টারগুলো দারুণ কাজ করে।
প্রথমে ইনস্টাগ্রাম অ্যাপটি চালু করুন, ও নিজের প্রোফাইলে যান। প্রোফাইলে গিয়ে ওপরের ডান কোণায় ‘+’ চিহ্নে চাপ দিন। এরপর ক্রিয়েট মেনু চালু হবে, সেখানে ‘রিল’ অথবা ‘স্টোরি’ অপশন বেছে নিন। পরে একটি ক্যামেরা আইকন সামনে আসবে।
এরপর, স্ক্রিনের নিচে মাঝখানে ‘ম্যাগনিফাইং গ্লাস’ আইকন আসবে, এর মাধ্যমেই ফিল্টার খোঁজা যাবে। ওই আইকনে চাপ দিলে, স্ক্রিনের নিচের দিকে বিভিন্ন ফিল্টারের অপশন আসবে। এরপর সামনে ও পেছনে সোয়াইপ করে ফিল্টারগুলো খুঁজুন৷ এটি খোঁজার সময়ই বিভিন্ন ফিল্টারের ওপর ভিত্তি করে লাইভ ক্যামেরার ভিউ পরিবর্তন হবে।
এ ছাড়া, স্ক্রিনের বাম পাশের ‘ইফেক্টস’ আইকন থেকেও ফিল্টার খুঁজতে পারেন। ওই আইকনে চাপ দিলে নতুন একটি পেইজ চালু হবে। এখানে ‘সার্চ’ অপশন থেকে নির্দিষ্ট কোনো ফিল্টার বেছে নিতে পারবেন বা বিভাগ অনুসারেও খুঁজতে পারবেন। প্রতিবার একটি ফিল্টারের ওপরে চপ দিলে ওপরের প্রিভিউ পরিবর্তন হবে।
নিজের পছন্দের ফিল্টারটি বেছে নেওয়ার পর, অ্যাপের ওপরের ফিল্টার গ্যালারি থেকে প্রিভিউ উইন্ডো বেছে নিন ও স্টোরি পোস্ট করুন।