প্রশ্ন: স্ত্রীর নামে বা মালিকানায় যদি নেছাব পরিমাণ সম্পদ থাকে তবে তার জাকাত কি স্বামীকে পরিশোধ করা বাধ্যতামূলক?
হাদিস শরিফে এসেছে, রাসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, কোন স্বর্ণ ও রৌপ্যের মালিক যদি এগুলোর হক (যাকাত) আদায় না করে তবে কিয়ামতের দিনে তার জন্য আগুনের পাত তৈরি করা হবে।
(মুসান্নাফ ইবনে আবী শাইবা ৬/৪৭০, ৮/২৩০ আহকামুল কুরআন জাসসাস ৩/১০৭ আদ্দুররুল মুখতার ২/২৯৮)