শবে কদরের রাতে সঠিক নিয়মে আমল করুন

By TASFIYATUL JANNAT

হুযুরে পাক (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) তাঁর উম্মতকেও রমজানের শেষ দশকে কদরের রাত অনুসন্ধান করতে নির্দেশ দিয়েছেন। হজরত আয়েশা (রা.) থেকে বর্ণিত, নবীয়ে দোজাহা, হুযুরে পাক (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, ‘তোমরা রমজানের শেষ দশকের বেজোড় রাতে লাইলাতুল কদর অনুসন্ধান কর। ’  –সহিহ বোখারি ও মুসলিম

রমজান মাসের ২৭ তারিখের রাতে শবে কদর হওয়ার ব্যাপারেও বর্ণনা রয়েছে। হজরত মুয়াবিয়া বিন আবু সুফিয়ান (রা.) থেকে বর্ণিত-হজরত মুহাম্মদ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, ‘কদরের রাত হলো- সাতাশের রাত। ’ -সুনানে আবু দাউদ

‘যে ব্যক্তি বিশ্বাস ও নিষ্ঠার সঙ্গে কদরের রাতে নামাজ আদায় করবে, আল্লাহ তার পেছনের সব পাপ মার্জনা করবেন। ’  -সহিহ বোখারি ও মুসলিম

হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন,

Green Star

শবে কদরের নামাজের নিয়ত ‘নাওয়াইতু আন উছাল্লিয়া লিল্লাহি তায়া'লা রাকাআ`তাই ছালাতি লাইলাতিল কদর-নাফলি, মুতাওয়াজ্জিহান ইলা-জিহাতিল্ কা’বাতিশ্ শারীফাতি আল্লাহু আকবার।’ অর্থ: আমি কাবামুখী হয়ে আল্লাহর (সন্তুষ্টির) জন্য শবে কদরের দুই রাকাত নফল নামাজ পড়ার নিয়ত করলাম, আল্লাহু আকবার।

Green Star

শবে কদরের নামাজ পড়ার নিয়ম দুই রাকাত করে নফল নামাজ আদায় করতে হবে। যত খুশি নামাজ পড়তে পারেন। আল্লাহর সন্তুষ্টির জন্য কোরআন তেলাওয়াত করবেন, জিকির, দোয়া, ইস্তেগফার পড়বেন এবং তওবা করবেন। বেশি বেশি করে সুরা কদর ও সুরা ইখলাস পড়তে পারেন।

Green Star

নামাজ শেষে একটি দোয়া কমপক্ষে ১০০ বার পড়তে পারেন। দোয়াটি হলো_ ‘সুব্‌হানাল্লাহি ওয়াল হাম্‌দু লিল্লাহি ওয়া লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবর, লা হা’ওলা কুয়্যাতা ইল্লাবিল্লাহিল্‌ আলীয়্যিল আযীম।’

Green Star

শবে কদরের রাতে যে দোয়া বেশি পড়তে হয় اللهم إنك عفو تحب العفو فاعف عني উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নাকা আফউন। তুহিব্বুল আফওয়া, ফা’ফু আন্নি।

Green Star
Green Star

শবে কদরের রাতে মুহাম্মদ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বেশি বেশি দোয়া করতেন এবং আল্লাহর দরবারে ক্ষমাপ্রার্থনা করতেন।  

Green Star

হজরত আয়েশা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসুলুল্লাহকে (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলি, কদরের রাতে আমি কী বলব, তিনি বলেন,   তুমি পড়বে- আল্লাহুম্মা ইন্নাকা আফউন। তুহিব্বুল আফওয়া, ফা’ফু আন্নি।“  অর্থ: হে আল্লাহ আপনি ক্ষমাশীল। আপনি ক্ষমা করতে পছন্দ করেন। সুতরাং আমাকে ক্ষমা করে দিন। -সুনানে নাসায়ি 

Read more stories

Black Star
Black Star

WWW.GETSTUDYONLINE.COM