যে আমলে ১ বছর নফল রোজা ও নামাজের সওয়াব

By TASFIYATUL JANNAT

শুক্রবার সপ্তাহের সেরা দিন যাকে জুমার দিন বলা হয় । এই দিনে জোহরের নামাজ পড়া হয় না, এর পরিবর্তে জুমার নামাজ পড়া হয়। শরীয়তে জুমা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিনে বিভিন্ন আমল রয়েছে যার জন্য আল্লাহ তায়ালা মহাপুরস্কার দান করেন।

আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত হাদিসে রাসুল (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন, জুমার দিন এলে ফেরেশতাগণ মসজিদের প্রত্যেক দরজায় বসে যান। তারা একের পর এক আগমনকারীর নাম লিপিবদ্ধ করেন। যখন ইমাম (মিম্বরে) বসে পড়েন, তখন তারা নথিপত্র গুটিয়ে আলোচনা শোনার জন্য চলে আসেন। .....

মসজিদে সর্বপ্রথম আগমনকারী ব্যক্তি উট কোরবানির সমতুল্য, তারপপর আগমনকারী গরু কোরবানির সমতুল্য, তারপর আগমনকারী ব্যক্তি মেষ কোরবানির সমতুল্য, তারপরের জন মুরগী দানকারীর সমতুল্য এর পরের জন সদকাকারীর সমতুল্য (সাওয়াব লাভ করেন)। (সহিহ মুসলিম, হাদিস : ৮৫০)

Green Star

لَاۤ اِلٰهَ اِلَّا اللهُ وَحْدَهٗ لَا شَرِيْكَ لَهٗ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلٰى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ. اَللّٰهُمَّ لَا مَانِعَ لِمَا اَعْطَيْتَ، وَلَا مُعْطِيَ لِمَا مَنَعْتَ، وَلَا يَنْفَعُ ذَا الْجَدِّ مِنْكَ الْجَدُّ অর্থ: আল্লাহ তা‘আলা ব্যতীত কোনো মা’বূদ নেই। তিনি একক, তাঁর কোনো শরীক নেই। রাজত্ব একমাত্র তাঁরই জন্য। তাঁরই জন্য সকল প্রশংসা। সকল বিষয়ের উপর তিনি ক্ষমতাবান। হে আল্লাহ! তুমি যা দিতে চাও তাতে কেউ বাঁধা দিতে পারে না, আর তুমি যাতে বাঁধা দাও, তা কেউ দিতে পারে না এবং কোনো মর্যাদাশালীকে তার মর্যাদা তোমার থেকে উপকার পৌঁছাতে পারে না। (সহীহ মুসলিম, হাদীস: ৫৯৩)

Green Star

আউস ইব্‌ন আউস সাকাফি ‎রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি: “জুমার দিন যে ব্যক্তি ভালো করে গোসল করল; অতঃপর পা হেঁটে আগে ভাগে মসজিদে গেল; বাহনে চড়ল না; ইমামের নিকটবর্তী হল; অনর্থক কথা কর্মে লিপ্ত না হয়ে মনোযোগসহ খুতবা শ্রবণ করল; তার প্রত্যেক কদম কদমে সে ১ বছর (নফল) রোজা ও নামাজের সওয়াব পাবে।’ 

Caption

[আহমদ ফি ‘ফাতহুল রাব্বানি’: (৬/৫১),তিরমিযি: (৪৯৬), আবু দাউদ: (৩৪৫), নাসায়ি: (১৩৮১), ইব্‌ন মাজাহ: (১০৮৭), দারামি: (১৫৪৭), হাকেম: (১০৪১), ইব্‌ন খুজাইমাহ: (১৭৫৮), সহিহ আল-জামে: (৬৪০৫)]

Green Star

মহিলাদের শুক্রবারের আমল শুক্রবার জুমার দিন। ফজিলতের দিন। এ দিনে পুরুষের মত করে মহিলাদেরও বিশেষ কিছু আমল রয়েছে। আমলগুলো করার মাধ্যমে নারী-পুরুষ উভয়ে সমান ফজিলত লাভ করবেন। তবে, যে আমলগুলো মসজিদে যাওয়ার সঙ্গে সংশ্লিষ্ট, সেগুলো মূলত পুরুষদের জন্য। বাকি আমলগুলো রয়েছে তার সবগুলোই নারী পুরুষ সকলেই করতে পারেন। গোসল করা, বেশি বেশি দরুদ পাঠ, সুরা কাহাফ তিলাওয়াত, নখ কাটা ইত্যাদি।.....

Green Star

এছাড়া নারীরা জুমার নামাজের পরিবর্তে ঘরে জোহরের নামাজ আদায় করবেন। হজরত উম্মে সালামা রা. থেকে বর্ণিত হাদিসে এসেছে, ‘নারীদের ঘরে নামাজ পড়া বাইরে নামাজ পড়ার চেয়ে উত্তম’ (আল মু’জামুল আওসাত ৯১০১)। হাদিসে আরও এসেছে, ‘নারীদের নামাজের উত্তম জায়গা হলো তাদের ঘরের নির্জন কোণ।’ (মুসনাদে আহমদ  ২৬৫৪২) ......

Green Star

নারীরা জুমার দিনে পুরুষদের সাওয়াব অর্জনে সহায়তা করবে। রাসুলুল্লাহ সা. বলেছেন, যে ব্যক্তি সৎপথের দিকে ডাকবে, সে তার অনুসারীর সমান সওয়াব পাবে। অথচ অনুসরণকারীর সওয়াব কমানো হবে না। অন্যদিকে যে ব্যক্তি ভ্রষ্টতার দিকে ডাকবে, সে তার অনুসারীর সমান পাপে জর্জরিত হবে। তার অনুসারীর পাপ মোটেও কমানো হবে না। (আবু দাউদ ৪৬০৯)

Read more stories

Black Star
Black Star

WWW.GETSTUDYONLINE.COM