শুক্রবার সপ্তাহের সেরা দিন যাকে জুমার দিন বলা হয় । এই দিনে জোহরের নামাজ পড়া হয় না, এর পরিবর্তে জুমার নামাজ পড়া হয়। শরীয়তে জুমা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিনে বিভিন্ন আমল রয়েছে যার জন্য আল্লাহ তায়ালা মহাপুরস্কার দান করেন।
আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত হাদিসে রাসুল (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন, জুমার দিন এলে ফেরেশতাগণ মসজিদের প্রত্যেক দরজায় বসে যান। তারা একের পর এক আগমনকারীর নাম লিপিবদ্ধ করেন। যখন ইমাম (মিম্বরে) বসে পড়েন, তখন তারা নথিপত্র গুটিয়ে আলোচনা শোনার জন্য চলে আসেন। .....
মসজিদে সর্বপ্রথম আগমনকারী ব্যক্তি উট কোরবানির সমতুল্য, তারপপর আগমনকারী গরু কোরবানির সমতুল্য, তারপর আগমনকারী ব্যক্তি মেষ কোরবানির সমতুল্য, তারপরের জন মুরগী দানকারীর সমতুল্য এর পরের জন সদকাকারীর সমতুল্য (সাওয়াব লাভ করেন)। (সহিহ মুসলিম, হাদিস : ৮৫০)
Caption
[আহমদ ফি ‘ফাতহুল রাব্বানি’: (৬/৫১),তিরমিযি: (৪৯৬), আবু দাউদ: (৩৪৫), নাসায়ি: (১৩৮১), ইব্ন মাজাহ: (১০৮৭), দারামি: (১৫৪৭), হাকেম: (১০৪১), ইব্ন খুজাইমাহ: (১৭৫৮), সহিহ আল-জামে: (৬৪০৫)]