যাকাত শব্দের অর্থ কি ?  যাকাত ফরজ হওয়ার শর্ত কী

By TASFIYATUL JANNAT

আরবী الزكاة ‘যাকাত’ শব্দের আভিধানিক অর্থ বৃদ্ধি ও উন্নতি। যাকাত শব্দের আভিধানিক আরেকটি অর্থ হয় التطهير (তাতহির), যার বাংলা অনুবাদ পবিত্র করা। যেমন, আল্লাহ তা‘আলা বলেছেন:

﴿قَدۡ أَفۡلَحَ مَن زَكَّىٰهَا ٩﴾ [الشمس: 9]

“সে নিশ্চিত সফল হয়েছে যে তাকে (নফসকে) পবিত্র করেছে”।  [সূরা আশ-শামস, আয়াত: ৯]

নিসাব পরিমাণ সম্পদের মালিক সকল মুসলিম নর-নারীর উপর যাকাত প্রদান করা ফরজ। কোনো ব্যক্তি নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়ার পর চাঁদের হিসাবে পরিপূর্ণ এক বছর অতিবাহিত হলে তার উপর পূর্ববর্তী বছরের যাকাত প্রদান করা ফরজ।

Green Star

রূপা ৫৯৫ গ্রাম (৫২.৫০ ভরি) কিংবা স্বর্ণ ৮৫ গ্রাম (৭.৫০ ভরি) অথবা স্বর্ণ বা রূপা যে কোনো একটির নিসাবের মূল্য পরিমাণ অর্থ-সম্পদ বা ব্যবসায়িক সামগ্রীকে যাকাতের নিসাব বলে

Green Star

কোনো ব্যক্তির মৌলিক প্রয়োজন পূরণের পর যদি নিসাব পরিমাণ সম্পদ তার মালিকানায় থাকে এবং চন্দ্র মাসের হিসাবে এক বৎসর তার মালিকানায় স্থায়ী থাকে তাহলে তার উপর এ সম্পদ থেকে চল্লিশ ভাগের এক ভাগ যাকাত রূপে প্রদান করা ফরজ। মনে রাখতে হবে বছরের শুরু ও শেষে এ নিসাব বিদ্যমান থাকা জরুরি।

Caption

Green Star

যেসব সম্পদের যাকাত দেওয়া ফরজ– যাকাত ফরজ হওয়ার শর্ত কয়টি

Caption

১. স্বর্ণ-রূপা ও নগদ অর্থ,  ২. বাণিজ্যিক পণ্য,  ৩. মাঠে বিচরণকারী গবাদি পশু,  ৪. শস্য ও ফলমূল।

Green Star

১ লাখ টাকায় যাকাত কত হবে?

যাকাত মূলত ৪০ ভাগের ১ ভাগে হিসাব করা হয় , তাহলে ১ লক্ষ টাকার যাকাত হবে ২৫০০ টাকা বা ১০০,০০০/৪০ ।

Green Star

Read more stories

Black Star
Black Star

WWW.GETSTUDYONLINE.COM