কানে পানি ঢুকলে বের করতে যা করবেন !

With Sharmin Akter Nisi

গোসল করতে গিয়ে কানে পানি ঢুকে যাওয়া খুবই স্বাভাবিক একটি ঘটনা। কানে পানি ঢুকলে কান বন্ধ হয়ে যাওয়া, কানে যন্ত্রণার মতো নানা সমস্যা দেখা দিতে শুরু করে। তা ছাড়া পানি না বেরোলে সংক্রমণের আশঙ্কাও একেবারে উড়িয়ে দেওয়া যায় না। তাই কানে জমে থাকা পানি দ্রুতই বের করে ফেলতে হবে। এর জন্য কিছু উপায় মেনে চললে সুফল মিলবে।

• যে কানে পানি ঢুকেছে, সে দিকে মাথাটি কাত করুন। তার পর হাতের তালু কানের উপরে রেখে চাপ দিন। এ বার হাতটি সরিয়ে নিন। দেখবেন খানিকটা পানি বেরিয়েছে। এ ভাবে বেশ কয়েকবার করুন।

কিডনি আমাদের শরীরের বর্জ্য পদার্থ প্রস্রাবের সাথে বের করে দেয়। কখনও কখনও বিভিন্ন খনিজ লবণের সাথে মিশে কিডনিতে শক্ত পদার্থ তৈরি করে, যাকে আমরা কিডনিতে পাথর বলে থাকি।

Read more health related articles

কিডনি আমাদের শরীরের বর্জ্য পদার্থ প্রস্রাবের সাথে বের করে দেয়। কখনও কখনও বিভিন্ন খনিজ লবণের সাথে মিশে কিডনিতে শক্ত পদার্থ তৈরি করে, যাকে আমরা কিডনিতে পাথর বলে থাকি।

• লম্বা শ্বাস নিন, এ বার আঙুল দিয়ে নাক বন্ধ করুন। বন্ধ নাক দিয়েই নিশ্বাস ফেলার চেষ্টা করুন। খুব জোরে বল প্রয়োগ করতে হবে না, সাধারণত যে ভাবে নিশ্বাস ফেলেন সে ভাবে ফেললেই হবে। কানে আওয়াজ শুনতে পাবেন। তখনই বুঝবেন যে পানি বেরিয়ে বন্ধ কান ঠিক হয়ে গেছে। 

• চিউইং গাম জাতীয় জিনিস চিবিয়ে খান। চিউইং গাম চিবানোর সময় দাঁত, মাড়ি ও কানের পাশের পেশিগুলোর ওঠাপড়ায় কানের পানি বেরিয়ে আসবে। বন্ধ কান খুলে যাবে। 

• এতো কিছু করে সমস্যা না মিটলে অবশ্যই চিকিৎসকের কাছে যেতে হবে। চিকিৎসকের পরামর্শ মেনে ওষুধ ও ড্রপ ব্যবহার করুন।