এমন কোন কাজ বিবাহিত মেয়েরা রোজ করে, কিন্তু অবিবাহিত মেয়েরা পারেনা?

Sharmin Akter Nisi May 18 2024

অনেকে ঘাবড়ে গেলেও ঠাণ্ডা মাথায় চিন্তা করলে সহজেই উত্তর দিতে পারবেন। এখন দেখা যাক-

কিডনি আমাদের শরীরের বর্জ্য পদার্থ প্রস্রাবের সাথে বের করে দেয়। কখনও কখনও বিভিন্ন খনিজ লবণের সাথে মিশে কিডনিতে শক্ত পদার্থ তৈরি করে, যাকে আমরা কিডনিতে পাথর বলে থাকি।

Read more health related articles

কিডনি আমাদের শরীরের বর্জ্য পদার্থ প্রস্রাবের সাথে বের করে দেয়। কখনও কখনও বিভিন্ন খনিজ লবণের সাথে মিশে কিডনিতে শক্ত পদার্থ তৈরি করে, যাকে আমরা কিডনিতে পাথর বলে থাকি।

১) প্রশ্নঃ ভারতের কোন রাজ্য অধিকাংশ রাজ্যের সীমানা ছুঁয়েছে? উত্তরঃ উত্তর প্রদেশ। ২) প্রশ্নঃ প্রধানমন্ত্রীর দায়িত্ব সংবিধানের কোন অনুচ্ছেদে আসে? উত্তরঃ ৭৮ ধারায়। ৩) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যে করোনা ভাইরাসের প্রথম কেস পাওয়া যায়? উত্তরঃ কেরালা।

৪) প্রশ্নঃ ভারত ও শ্রীলঙ্কার মধ্যে অবস্থিত দ্বীপের নাম কি? উত্তরঃ কাচাথিভু। ৫) প্রশ্নঃ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)-এর প্রথম ভারতীয় গভর্নর কে? উত্তরঃ সিডি দেশমুখ। ৬) প্রশ্নঃ ভারতের দীর্ঘতম রেলওয়ে অঞ্চল কোনটি? উত্তরঃ উত্তর রেলওয়ে।

৭) প্রশ্নঃ খেলাধুলায় শ্রেষ্ঠত্বের জন্য কোন পুরস্কার দেওয়া হয়? উত্তরঃ অর্জুন পুরস্কার। ৮) প্রশ্নঃ পৃথিবীর বয়স নির্ণয়ের জন্য কোন মৌলের আইসোটোপ ব্যবহার করা হয়? উত্তরঃ কার্বন। ৯) প্রশ্নঃ কোন ভাইসরয়কে "ভারতীয় রেলের জনক" বলা হয়? উত্তরঃ লর্ড ডালহৌসি।

১০) প্রশ্নঃ ইতালির রাজধানী রোম নিচের কোন নদীর তীরে অবস্থিত? উত্তরঃ টাইবার। ১১) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যে সূর্য প্রথম উদিত হয়? উত্তরঃ অরুণাচল প্রদেশ (দোং গ্রাম)। ১২) প্রশ্নঃ বুলেটপ্রুফ জানালায় কোন ফাইবার ব্যবহার করা হয়? উত্তরঃ পলিকার্বোনেট।

১৩) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যের দীর্ঘতম উপকূলরেখা রয়েছে? উত্তরঃ গুজরাট। ১৪) প্রশ্নঃ কোন বিশিষ্ট ব্যক্তিত্ব প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন? উত্তরঃ আশা পূর্ণা দেবী। ১৫) প্রশ্নঃ এমন কোন কাজ বিবাহিত মেয়েরা রোজ করে, কিন্তু অবিবাহিত মেয়েরা পারেনা? উত্তরঃ সিঁদুর লাগানো।

কিডনি আমাদের শরীরের বর্জ্য পদার্থ প্রস্রাবের সাথে বের করে দেয়। কখনও কখনও বিভিন্ন খনিজ লবণের সাথে মিশে কিডনিতে শক্ত পদার্থ তৈরি করে, যাকে আমরা কিডনিতে পাথর বলে থাকি।

Read more health related articles

কিডনি আমাদের শরীরের বর্জ্য পদার্থ প্রস্রাবের সাথে বের করে দেয়। কখনও কখনও বিভিন্ন খনিজ লবণের সাথে মিশে কিডনিতে শক্ত পদার্থ তৈরি করে, যাকে আমরা কিডনিতে পাথর বলে থাকি।