বেতন মওকুফের জন্য আবেদন

3
163
অগ্রিম ছুটির জন্য আবেদন
অগ্রিম ছুটির জন্য আবেদন
Advertisements
Rate this post

প্রশ্ন ► বেতন মওকুফের জন্য আবেদন

১. মনে কর, তোমার নাম রাকিব হাসান। তোমার পারিবারিক আর্থিক অবস্থা খারাপ হওয়ার কারণে তুমি কলেজের বেতন দিতে পারছ না। এমতাবস্থায় তোমার বেতন মওকুফের জন্য অধ্যক্ষের কাছে একটি আবেদন পত্র লেখ।

তারিখ: ১৫/০৯/২০২২
বরাবর,
অধ্যক্ষ
কুমিল্লা আদর্শ স্কুল এন্ড কলেজ,

কুমিল্লা।

Advertisements

বিষয়: বেতন মওকুফের জন্য আবেদন।

জনাব ,
সবিনয় নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়/কলেজের বিজ্ঞান বিভাগের দশম শ্রেণির একজন নিয়মিত ছাত্র। গত নবম শ্রেণির পরীক্ষায় আমি শতকরা ৮০ ভাগ নম্বর পেয়েছি। আশা করি, আগামী পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় স্থান অধিকার করে বিদ্যালয়/কলেজের সুনাম বৃদ্ধি করতে সক্ষম হব। আমার পিতা একজন দরিদ্র কৃষক বিধায় তার রোজগার দিয়ে পরিবারের ভরণ-পোষণ তথা আমার কলেজের বেতন পরিশোধ করতে একেবারেই অক্ষম।

অতএব, মহোদয়ের সমীপে বিনীত নিবেদন, আমার দরিদ্রবস্থা বিবেচনা করে বেতন মওকুফের মাধ্যমে উচ্চশিক্ষার সুযোগদানে বাধিত করবেন।

নিবেদক
আপনার একান্ত অনুগত
রাকিব হাসান
শ্রেণি: দশম , বিভাগ: বিজ্ঞান, রোল: ০৯।

_________________________________________________________________________

তারিখ: ১৫/০৯/২০২২
বরাবর,
অধ্যক্ষ
কুমিল্লা আদর্শ স্কুল এন্ড কলেজ,

কুমিল্লা।

বিষয়: বেতন মওকুফের জন্য আবেদন।

জনাব,

বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের একজন নিয়মিত ছাত্র। আমি আপনার বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের দশম শ্রেণির একজন নিয়মিত ছাত্র। গত আগস্ট ও সেপ্টেম্বর মাসের বেতন বকেয়া হয়ে গেছে। আমার বাবা একজন হতদরিদ্র কৃষক। আমাদের পরিবারের ভরণপোষণের একমাত্র দায়িত্ব তার একারই সামলাতে হয়। যার কারনে ডিসেম্বর মাসের বেতন এবং পিছনের বকেয়া বেতন দিতে আমার পিতা একেবারেই অক্ষম।

অতএব, জনাবের নিকট আমার বিনীত আবেদন এই যে, আমাদের দরিদ্রাবস্থা মানবিক দৃষ্টিতে বিচার করে আমার বকেয়া বেতন মওকুফ করে আমাকে বার্ষিক পরিক্ষা দেওয়ার সুযোগ করে দিয়ে চিরকৃতজ্ঞ করুন।

নিবেদক
আপনার একান্ত অনুগত
রাকিব হাসান
শ্রেণি: দশম , বিভাগ: বিজ্ঞান, রোল: ০৯।

_________________________________________________________________________

আরও পড়ুন……

বেতন মওকুফের জন্য আবেদন,
কলেজের বেতন মওকুফের জন্য আবেদন,
বেতন মওকুফের জন্য আবেদন দরখাস্ত,
করোনাকালীন সময়ে বেতন মওকুফের জন্য আবেদন,
বেতন মওকুফের জন্য আবেদন পত্র,
বেতন মওকুফের জন্য আবেদন কলেজের,
স্কুলের বেতন মওকুফের জন্য আবেদন দরখাস্ত,
বকেয়া বেতন মওকুফের জন্য আবেদন,
দরখাস্ত বেতন মওকুফের জন্য আবেদন,
বেতন মওকুফের জন্য আবেদন পত্র লেখার নিয়ম,

Advertisements

Leave a Reply