Table of Contents
কষ্টের পিকচার, ইমোশনাল কষ্টের পিক ও কষ্টের ছবি | Koster Pic 2024
কষ্টের পিকচার, ইমোশনাল কষ্টের পিক ও কষ্টের ছবি 2024
আজকের পোস্টে আমরা পাবো কষ্টের ছবি বা কষ্টের পিক বা পিকচার । আমরা প্রতিনিয়ত ফেইসবুকে পোস্ট দেওয়ার জন্য কষ্টের ছবি খুজি ইনশাআল্লাহ পোস্ট গুলো বা ছবি গুলো আপনার কষ্টের পোস্টের পাশাপাশি আপনার কষ্টকে আরো লাগব করতে সহযোগি হবে । আমরা চাই নিজে একটু মোটিভেইট হয় । তো আপনার যারা আমাদের ফেইসবুকে মেসেজ করেছেন কষ্টের পিকের পোস্ট দেওয়ার জন্য তাদেরকে ধন্যবাদ । এই পোস্টে আপনার প্রতিনিয়ত আপডেইট পাবেন ইনশাআল্লাহ ।
আল্লাহ তাআলা প্রত্যেক ভাই ও বোনের কষ্টকে দুর করে দিক আমিন ।
নিচের ছবিতে দেখতে পাচ্ছেন আমাদের কষ্টগুলো শুরু হয় কোথা থেকে এবং কষ্ট হলে আমাদের কিভাবে ভাবতে হবে । তার একটা উদাহরন নিচের ছবি গুলোতে রয়েছে ।
দুঃখ কষ্ট থেকে মুক্তির দোয়া বা মানসিক অস্থিরতা দূর করার দোয়া
দুশ্চিন্তা ও মানসিক অস্থিরতা মানুষের জীবনকে অসহনীয় করে তুলছে। কুরে কুরে তার সময় ও সব কিছু খেয়ে ফেলে। তাই মানসিক অস্থিরতা ও দুশ্চিন্তা থেকে মুক্তির জন্য আল্লাহর রাসূল (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) হাদিসে বেশ কিছু দোয়া শিখিয়েছেন। সেগুলো নিয়মিত পড়লে আল্লাহ তায়ালা অস্থিরতা ও দুশ্চিন্তা দূর করবেন।
এ বিষয়ে হাদিসে অনেক দোয়া উল্লিখিত হয়েছে, তন্মধ্য থেকে একটি এখানে উল্লেখ করা হলো—
আবু সাঈদ আল খুদরী (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) মসজিদে প্রবেশ করলেন এবং আবু উমামা নামে এক আনসারী সাহাবীকে দেখে বললেন, হে আবু উমামা, ব্যাপার কি! নামাজের সময় ছাড়া তোমাকে মসজিদে বসে থাকতে দেখছি? তিনি বললেন, হে আল্লাহর রাসূল, সীমাহীন দুশ্চিন্তা ও ঋণের বোঝার কারণে।
তিনি বললেন, আমি কি তোমাকে কিছু দোয়া শিখিয়ে দেব না, যদি তুমি সেগুলো পড়, আল্লাহ তোমার দুশ্চিন্তা দূর করে দেবেন এবং তোমার ঋণ পরিশোধের ব্যবস্থা করবেন? আমি বললাম, হ্যাঁ, ইয়া রাসূলাল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন, তোমরা সকাল-সন্ধ্যা নিম্নোক্ত দুআটি পাঠ কর।
আবু উমামাহ (রা.) বলেন, আমি তা-ই করলাম। ফলে মহান আল্লাহ আমার দুশ্চিন্তা দূর করলেন এবং আমার ঋণ পরিশোধের ব্যবস্থাও করে দিলেন। (আবু দাউদ, হাদীস : ১৫৫৫)
দোয়াটি হলো (আরবি)
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الهَمِّ وَالحَزَنِ، وَأَعُوذُ بِكَ مِنَ العَجزِ وَالكَسَلِ، وَأَعُوذُ بِكَ مِنَ الجُبنِ وَالبُخلِ، وَأَعُوذُ بِكَ مِنَ غَلَبَةِ الدَّينِ وَقَهْرِ الرِّجَالِ
Watch the tutorial
আবু দাউদ, হাদীস : ১৫৫৫ উচ্চারন সহ
উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি, ওয়া আউজুবিকা মিনাল আজজি ওয়াল কাসালি, ওয়া আউজুবিকা মিনাল জুবনি ওয়াল বুখলি, ওয়া আউজুবিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল।
অর্থ: হে আল্লাহ, আমি আপনার কাছে দুশ্চিন্তা ও অস্থিরতা থেকে আশ্রয় প্রার্থনা করছি। আমি আপনার কাছে আশ্রয় চাই অক্ষমতা ও অলসতা থেকে, আমি আপনার কাছে আশ্রয় চাই কাপুরুষতা ও লোভ থেকে, আমি আপনার কাছে আশ্রয় চাই ঋণের বোঝা এবং মানুষের ক্রোধ থেকে।
কষ্টের পিকচার, ইমোশনাল কষ্টের পিক ও কষ্টের ছবি | Koster Pic 2024
আপনার প্রিয় কষ্টের পিকচার ডাউনলোড করুন ।
আরও পড়ুন……
- ১৫০ টি সেরা ইসলামিক উক্তি বা ইসলামী বানী [Top 150 Islamic Quotes in Bangla]
- Best : আল্লাহ পিক | আল্লাহ পিকচার | আল্লাহর নামের পিকচার ডাউনলোড – Allah picture Free Download 2023
- দরুদে তাজ শরীফের ফযীলত বাংলা উচ্চারণ ও বাংলা অর্থ সহ PDF Download
- Alhamdulillah for Everything Meaning, Uses with Best 10 Example
- Allahumma Barik Lahu Best Meaning with 10 Example (اللهمّا باريك لاهو المعنى)
- Allah is the Best Planner Meaning, Usage, Place of Use, 10 Best Example
- 50 Islamic Captions for Social Media Posts
[…] কষ্টের পিকচার, ইমোশনাল কষ্টের পিক ও কষ… […]