Table of Contents
এইচএসসি পুনঃনিরীক্ষণের আবেদন 2023 যেভাবে করবেন
গতকাল ঘোষিত এইচএসসি ও সমমান পরীক্ষার প্রকাশিত ফলাফল যাদের প্রত্যাশিত হয়নি তারা আজ ২৭ নভেম্বর থেকে আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত ফল পুনঃনিরীক্ষণের আবেদন করতে পারবে।
কেবলমাত্র টেলিটক ফোন থেকে এই আবেদন করতে হবে। আবেদন করতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে RSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর (চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রথম তিন অক্ষর Chi) লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে বিষয় কোড লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। ফিরতি এসএমএসে আবেদন বাবদ কত টাকা কেটে নেওয়া হবে তা জানিয়ে একটি পিন নম্বর দেওয়া হবে। পরে RSC লিখে স্পেস দিয়ে YES লিখে স্পেস দিয়ে পিন নম্বর লিখে স্পেস দিয়ে যোগাযোগের জন্য একটি মোবাইল নম্বর লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে।
ফল পুনঃনিরীক্ষণের ক্ষেত্রে একই এসএমএসের মাধ্যমে একাধিক বিষয়ের একাধিক পত্রের (যেসব বিষয়ের পরীক্ষা হয়েছে) জন্য আবেদন করা যাবে। সেক্ষেত্রে ‘কমা’ দিয়ে বিষয় কোডগুলো আলাদা করে লিখতে হবে। দ্বি-পত্রবিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে দুইটিপত্রেই আবেদন করতে হবে শিক্ষার্থীদের।
প্রতি পত্রের জন্য ১৫০ টাকা করে ফি দিতে হবে। ম্যানুয়েল কোনো আবেদন গ্রহণযোগ্য নয় বলেও বোর্ড সচিব জানিয়েছেন।
নিয়মিত শিক্ষা বিষয়ক কনটেন্ট পেতে আমাদের ওয়েবসাইট GetStudyOnline.com ভিজিট করুন।
আরও পড়ুন……