সার্থক বাক্যের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করুন। উদাহরণ যোগে বৈশিষ্ট্যগুলোর ব্যাখ্যা।

0
201
অফিস ছুটির জন্য আবেদন
অফিস ছুটির জন্য আবেদন
Advertisements
Rate this post

সার্থক বাক্যের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করুন। উদাহরণ যোগে বৈশিষ্ট্যগুলোর ব্যাখ্যা।

উত্তর: পরস্পর অন্বয়যুক্ত পূর্ণ মনোভাব প্রকাশক পদসমষ্টিকে বাক্য বলে। একটি সার্থক বাক্যে কিছু বৈশিষ্ট্য বা গুণ থাকে। যেমন-

১. আকাঙ্ক্ষা :

বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য এক পদের পর অন্যপদ শোনার ইচ্ছাকে আকাঙ্ক্ষা বলে।

Advertisements

যেমন—’চন্দ্র পৃথিবীর চারদিকে—’ঘোরে’ না বললে বাক্যটি আকাঙ্ক্ষাপূর্ণ হয় না।

২. আসত্তি :

বাক্যের অর্থসঙ্গতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসকে আসত্তি বলে। যেমন-আজ প্রতিটি বাংলাদেশের বই উৎসব স্কুলে হবে—বললে বাক্যের আসত্তি হারায়।

বলতে হবে- আজ বাংলাদেশের প্রতিটি স্কুলে বই উৎসব হবে।

৩. যোগ্যতা:

বাক্যস্থিত পদসমূহের অন্তর্গত এবং ভাবগত মেলবন্ধনের নাম যোগ্যতা।

যেমন- বর্ষার রৌদ্রে প্লাবনের সৃষ্টি হয়। এটি বললে বাক্যের যোগ্যতা হারায়। যদি ‘বর্ষার বৃষ্টিতে প্লাবনের সৃষ্টি হয়’ বলা হয় তাহলে বাক্যের যোগ্যতা রক্ষা পায়। রীতিসিদ্ধ অর্থবাচকতা, দুর্বোধ্যতা, উপমার ভুল প্রয়োগ, বাহুল্য দোষ, গুরুচণ্ডালী দোষ ইত্যাদি কারণে বাক্যের যোগ্যতা হারাতে পারে।

 

আরও পড়ুন……

Advertisements

Leave a Reply