আমার দেখা নয়াচীন সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর

Author:

Published:

Updated:

আমার দেখা নয়াচীন সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর

Get Study Online – Google News

Do you want to get our regular post instant? So you can follow our Google News update from here.

Rate this post

আমার দেখা নয়াচীন সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর

‘আমার দেখা নয়াচীন’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গণচীন ভ্রমণের অভিজ্ঞতার আলােকে লেখা একটি ডায়েরির পুস্তকি রূপ। ১৯৫৪ সালে রাজবন্দি থাকা অবস্থায় বঙ্গবন্ধু চীন ভ্রমণের সরস বিশ্লেষণ করেন। তিনি তার এই লেখার নাম দেন ‘নয়াচীন ভ্রমণ’। এ ডায়েরিটিই ‘আমার দেখা নয়াচীন’ নামে বই আকারে প্রকাশ করা হয়। এটি বঙ্গবন্ধু রচিত তৃতীয় গ্রন্থ। শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকীকে কেন্দ্র করে বাংলা একাডেমি ২ ফেব্রুয়ারি ২০২০ বইটি প্রকাশ করে।

আমার দেখা নয়াচীন সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর

 

প্রশ্ন: বিবরণটি কোন সময়ের ও কোন দেশের?

উত্তর: ১৯৫২ সালের এবং চীন দেশের।

প্রশ্ন: বঙ্গবন্ধু এখানে কিসের বিবরণ দিয়েছেন?

উত্তর: বঙ্গবন্ধু এখানে ভ্রমণের বিবরণ দিয়েছেন।

প্রশ্ন: চীনের মানুষের দেশপ্রেমের কোন নমুনা পাওয়া যায়?

উত্তর: চীনাদের দেশপ্রেম লক্ষণীয়। চীনারা দেশি জিনিস বাজারে থাকলে বিদেশি জিনিস কেনে না। এটা তাদের দেশপ্রেমের নমুনা।

প্রশ্ন : আমার দেখা নয়াচীন গ্রন্থের বর্ণনায় বার্মা (মিয়ানমার) নামক দেশটির কোন বিষয়গুলো উঠে এসেছে?

উত্তর : আইনশৃঙ্খলা পরিস্থিতি ও আর্থ সামাজিক অবস্থার বিষয়গুলো।

প্রশ্ন: বঙ্গবন্ধু চীনে কী কী দেখার কথা উল্লেখ করেছেন?

উত্তর: মিউজিয়াম দেখা, লাইব্রেরি দেখা, এক্সিবিশন দেখা ও স্থানীয় বাজার দেখার কথা উল্লেখ করেছেন।

প্রশ্ন : বঙ্গবন্ধু দ্বিতীয়বার কত সালে চীন সফর করেন?
উত্তর : ১৯৫৭ সালে।

প্রশ্ন : দ্বিতীয়বার বঙ্গবন্ধুর চীন সফরের ছবিগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কে উপহার দেন?
উত্তর : সি চিন পিং।

প্রশ্ন : ক্যান্টন শহরে বঙ্গবন্ধুদের অভ্যর্থনা জানানোর সময় কী জোগান দেওয়া হয়েছিল?

উত্তর : ‘দুনিয়ায় শান্তি কায়েম হউক, মাও সে তুং- জিন্দাবাদ, নয়াচীন জিন্দাবাদ।

প্রশ্ন : ‘আমার দেখা নয়াচীন’ কী জাতীয় গ্রন্থ?

উত্তর : স্মৃতিনির্ভর ভ্রমণকাহিনি।

প্রশ্ন : আমার দেখা নয়াচীন গ্রন্থে কত সালের ঘটনা আলোকপাত করা হয়েছে?
উত্তর : ১৯৫২ সালের ।

প্রশ্ন : চীনে অনুষ্ঠিত শান্তি সম্মেম্মলনের নাম কী?
উত্তর : পিস কনফারেন্স অব দি এশিয়ান অ্যান্ড প্যাসিফিক রিজিওন্স।

প্রশ্ন : ‘আমার দেখা নয়াচীন গ্রন্থে বঙ্গবন্ধু কোন জাতির প্রশংসা করেছেন?
উত্তর : ইংরেজ জাতির।

প্রশ্ন : বঙ্গবন্ধুর মতে বিপদে পড়া বীরের জাত কারা?

উত্তর : জাপানিরা।

প্রশ্ন : ১৯৫২ সালে বঙ্গবন্ধুর চীন সফরের ছবিগুলো কোথায় রাখা ছিল?
উত্তর : বঙ্গবন্ধুর গ্রামের বাড়িতে।

প্রশ্ন : আমার দেখা নয়াচীন’ গ্রন্থটিতে বঙ্গবন্ধু চীনের বিষয়ে কী ভবিষ্যৎ ধারণা দিয়েছিলেন?

উত্তর : চীনের আজকের এই অভাবনীয় উন্নয়ন।

প্রশ্ন : আমার দেখা নয়াচীন ভ্রমণকাহিনির ইংরেজি অনুবাদ করেছেন কে?
উত্তর : ড. ফকরুল আলম।

প্রশ্ন : শেখ হাসিনা বঙ্গবন্ধু রচিত আমার দেখা নয়াচীন গ্রন্থের ভূমিকা কবে রচনা করেন?

উত্তর: ৭ ডিসেম্বর ২০১৯।

আমার দেখা নয়াচীন সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর

প্রশ্ন : বঙ্গবন্ধু ব্রহ্মদেশ সফরের সময় তখন কোন সরকার ক্ষমতায় ছিল?

উত্তর: উন সরকার।

প্রশ্ন : শান্তি সম্মেলনে বাংলা ভাষায় কে কে বক্তৃতা করেন ?

উত্তর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ভারতের মনোজ বসু।

প্রশ্ন : বঙ্গবন্ধু পিকিং শহরের বাজার ঘুরেও কোন পণ্য খুঁজে পাননি?
উত্তর : ব্রেড।

প্রশ্ন : শান্তি সম্মেলন চলাকালে বঙ্গবন্ধু ও তাঁর সফর সঙ্গীরা কোন বিশ্ববিদ্যালয় পরিদর্শনে যান?
উত্তর : নানকিং বিশ্ববিদ্যালয়।

প্রশ্ন : বঙ্গবন্ধু চীনে প্রথম সফরে কোন কোন শহর ঘুরেছিলেন?

উত্তর: পিকিং, তিয়ানজিং, নানবিং, ক্যান্টন ও হ্যাংচো শহর।

প্রশ্ন : বঙ্গবন্ধুর খাবার টেবিলে চীনের কোন প্রদেশের গভর্নর বসেছিলেন?

উত্তর : সিং কিয়াং।

প্রশ্ন : নয়াচীনের স্বাধীনতা দিবস দেখার সময় বঙ্গবন্ধুর কোন দিবসের কথা মনে পড়েছিল?

উত্তর : ১৯৪৭ সালের পাকিস্তান দিবস।

প্রশ্ন : নানকিং শহরে পৌঁছে বঙ্গবন্ধুসহ অন্যান্যরা প্রথমেই কী দেখতে বের হয়েছিলেন?

উত্তর : চীনের জাতীয়তাবাদী নেতা সান ইয়াৎ-সেনের কবর।

প্রশ্ন : বঙ্গবন্ধু চীন সফরে যতগুলো উপহার পেয়েছিলেন তার মধ্যে কোন উপহারটি সবচেয়ে মূল্যবান?

উত্তর : চীনা শ্রমিক দম্পতিদের দেওয়া লিবারেশন পেন’ নামক কলমটিকে।

প্রশ্ন : বঙ্গবন্ধু চীনে কতদিন অবস্থান করেছিলেন?
উত্তর : ২৫ দিন।

 

আরও পড়ুন……

About the author

Leave a Reply

Latest posts

Enable Notifications OK No thanks