কলকাতায় চালু হল চালকবিহীন মেট্রো রেল

0
203
কলকাতায় চালু হল চালকবিহীন মেট্রো রেল
কলকাতায় চালু হল চালকবিহীন মেট্রো রেল
Advertisements
5/5 - (1 vote)

কলকাতায় চালু হল চালকবিহীন মেট্রো রেল

আর্ন্তজাতিক, জিএসও নিউজ ডেস্ক: কলকাতা, পশ্চিমবঙ্গ উন্নয়নের এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। শহরের মেট্রো পরিষেবায় চালকবিহীন ট্রেন যুক্ত করা হয়েছে।

গুগল নিউজে ফলো করুন গেট স্ট্যাডি অনলাইন

সোমবার (১৬ এপ্রিল) থেকে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে এই চালকবিহীন মেট্রো। এদিন শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ রুটে ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবার উদ্বোধন করা হয়।

Advertisements

একবার এই পরিষেবা চালু হলে, এটি স্বয়ংক্রিয় ট্রেনগুলির সময়ের ব্যবধান দুই থেকে তিন মিনিট কমিয়ে দেবে বলে আশা করা হচ্ছে। এই ক্ষেত্রে, শিয়ালদহ এবং সেক্টর ফাইভের মধ্যে মেট্রো পরিষেবা ২০ মিনিটের পরিবর্তে ১৭ মিনিট হবে। অন্যদিকে, সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ পৌঁছতে ২০ মিনিটের পরিবর্তে ১৮ মিনিট সময় লাগবে। তবে দিনের প্রথম ও শেষ মেট্রো পরিষেবার সময়সূচী একই থাকবে বলে এতে বলা হয়েছে।

কলকাতায় চালু হল চালকবিহীন মেট্রো রেল

তবে নতুন ব্যবস্থায় ট্রেনগুলো স্বয়ংক্রিয়ভাবে চলতে সক্ষম হলেও সেগুলোতে চালকের উপস্থিতি দেখা যাচ্ছে। এ প্রসঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন, কলকাতা শহরে এই মেট্রো রেল পরিষেবা সম্পূর্ণ নতুন। তাই শুরুতেই মেট্রোতে চালকদের উপস্থিতি নিশ্চিত করা হচ্ছে। তবে মেট্রোতে চালক থাকলেও এর ব্যবস্থাপনায় তাদের কোনো ভূমিকা নেই।

কনফিউজিং সাধারণ জ্ঞান | General Knowledge for BCS, Admission & Jobs Exam

কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার পি উদয়কুমার রেড্ডি বলেন, “কলকাতার নিত্যযাত্রীদের জন্য এটা একেবারেই নতুন জিনিস। তাই চালকবিহীন মেট্রো রেক নিয়ে যাত্রীদের মধ্যে চরম উদ্বেগ থাকা স্বাভাবিক। তাই মেট্রো রেক স্বয়ংক্রিয়ভাবে চলবে, তবুও যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে চালক কেবিনে উপস্থিত থাকবেন।

কেবিনে চালকদের ভূমিকা প্রসঙ্গে উদয় কুমার রেড্ডি বলেন, কার্যত সেখানে তাদের কোনো ভূমিকা থাকবে না। যাত্রীরা সিস্টেমের সাথে খাপ খাইয়ে নিতে শুরু করলে এই সিদ্ধান্তটি পরে পরিবর্তিত হতে পারে।

চালকবিহীন এই মেট্রোর কার্যক্রম সম্পর্কে কর্তৃপক্ষ জানিয়েছে, পূর্ব-পশ্চিম মেট্রো লাইনে স্বয়ংক্রিয় সিগন্যালিং সিস্টেম স্থাপন করা হয়েছে। এতে করে কন্ট্রোল রুম থেকে মেট্রোর সব গতিবিধি নিয়ন্ত্রণ করা যাবে। ফলে যাত্রীবাহী মেট্রোগুলো চালক ছাড়াই চলাচল করতে পারবে।

Advertisements

Leave a Reply