Table of Contents
ভাবসম্প্রসারণ পুষ্প আপনার জন্য ফোটে না | বাংলা ২য় পত্র
পুষ্প আপনার জন্য ফোটে না,
পরের জন্য তোমার হৃদয় কুসুমকে প্রস্ফুটিত করিও।
মূলভাব : জীবনের প্রকৃত সার্থকতা সংকীর্ণ ব্যক্তিস্বার্থের প্রাচীর ভেঙে বেরিয়ে মানুষের কল্যাণার্থে নিজেকে নিয়োজিত করার মধ্যে নিহিত। আত্মমগ্ন মানুষ কখনোই সুখী হতে পারে না।
সম্প্রসারিত ভাব: প্রকৃতির অনন্য সৃষ্টি হলো ফুল বা পুষ্প। আর ফুলের সঙ্গে মানুষের জীবনকেও তুলনা করা যায়। ফুল যেমন তার অন্তহীন সৌন্দর্য ও হৃদয়স্পর্শী সুঘ্রাণ দিয়ে জগৎ মাতিয়ে তোলে, মানবহৃদয়ে আনন্দের ঢেউ তোলে; মানুষ তেমনি তার সুকর্মের মধ্য দিয়ে পৃথিবীকে শান্তির সুবাসে পরিপূর্ণ করে দিতে পারে। ফুল তার শুধু বংশ রক্ষার প্রক্রিয়ায় নিয়ামক হিসেবে ভূমিকা- পালন করে না, বরং তার সৌন্দর্যচ্ছটা ও সুঘ্রাণ দিয়ে মানবহৃদয়ে হর্ষ ও পুলকের শিহরণ জাগানোর দায়িত্ব পালন করে। নিজেকে সবার সামনে প্রদর্শনের সমস্ত বিরূপ প্রতিকূলতা মোকাবিলা করে একনিষ্ঠভাবে অপরের মনে আনন্দ দেবার জন্য সে অনেক ত্যাগ-তিতিক্ষা স্বীকার করে নেয়। এর মধ্য দিয়েই ফুল তার জীবনের সার্থকতা খোঁজে।
ফুলের আদর্শকে গ্রহণ করে মানুষ তার জীবনকে সার্থক করে তুলতে পারে। জগতের যাঁরা মহান মানুষ তাঁরা কখনো নিজেকে নিয়ে ভাবেননি বা নিজের কষ্টকে বড় করে দেখেননি। নিজের সংকীর্ণ স্বার্থকে তাঁরা স্বেচ্ছায় পদদলিত করে পরের জন্য নিজেকে প্রস্তুত করে থাকেন। ক্ষুদ্র স্বার্থের জগৎ থেকে বের হয়ে বৃহৎ জগতের সন্ধান পান এসব মনীষী। আমরা যদি সর্বশ্রেষ্ঠ মহামানব হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনের দিকে তাকাই তাহলে দেখতে পাব, তিনি সারা জীবন পরের হিতার্থে নিজের লোভ-লালসা, স্বার্থকে জলাঞ্জলি দিয়েছেন। ফুলের আদর্শ গ্রহণ করে তিনি সারা বিশ্বে শান্তি ও সৌন্দর্যের সুবাস ভরে দিয়েছেন। তাই সব মানুষকে অপরের আনন্দ-বেদনার অংশীদার হওয়ার জন্য মনকে প্রস্তুত করা উচিত। তবেই জীবন হবে প্রকৃত অর্থে সার্থক।
মন্তব্য: ফুলের আদর্শকে গ্রহণ করে অপরের কল্যাণে নিজেকে বিলিয়ে দেওয়ার মানসিকতা অর্জন করে মানুষের জীবনকে সার্থক করা উচিত।
আরও পড়ুন……
- বাংলা ২য় পত্র অনুচ্ছেদ : আমার দেখা একটি সড়ক দুর্ঘটনা অনুচ্ছেদ
- আমাদের বিদ্যালয় রচনা – বাংলা ২য় পত্র – সকল শ্রেণির জন্য
- প্রতিবেদন : জাতি গঠনে নারীসমাজের ভূমিকা
- স্বার্থমগ্ন যে জন বিমুখ ভাবস’ম্প্রসারণ | বাংলা ২য় পত্র
- স্পষ্টভাষী শত্রু নির্বাক মিত্র অপেক্ষা ভালো ভাবসম্প্রসারণ | বাংলা ২য় পত্র
- ভাব-সম্প্র’সারণ : অসির চেয়ে মসি বড়
- ভাব-সম্প্রসারণ : অধিকার পাওয়া এবং অধিকারী হওয়া এক বস্তু নয়
- ভাব-সম্প্রসারণ : প্রাণ থাকলেই প্রাণী হয়, কিন্তু মন না থাকলে মানুষ হয় না।
- ভাব-সম্প্রসারণ : অর্থই অনর্থের মূল
- ভাব’সম্প্রসারণ লেখার নিয়ম ১৫০+ ভাবসম্প্র’সারণ তালিকা