Advertisements

পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান ও সকল প্রশ্নোত্তর জেনে নিন ২০২৪

Author:

Published:

Updated:

পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান ও সকল প্রশ্নোত্তর জেনে নিন
Advertisements

পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান ও সকল প্রশ্নোত্তর জেনে নিন ২০২৪

Rate this post

পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান ও সকল প্রশ্নোত্তর জেনে নিন ২০২৪

পদ্মা সেতু A to Z জানুন

পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ২০২৪-২০২৫ সালের সমস্ত প্রতিযোগিতামূলক জাতীয় পরীক্ষায় বিশেষ করে সকল বিশ্ববিদ্যালয় ভর্তি, চাকরির পরীক্ষায় পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান থাকবে। এবং পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার পাশাপাশি বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা অর্থাৎ বিসিএস পরীক্ষার একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে।

আমাদের আজকের পোস্ট হলো এই প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য। ছাত্রজীবন থেকে শুরু করে সব চাকরিই মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পদ্মা সেতু যার পুরো নাম পদ্মা বহুমুখী সেতু। দেশের বৃহত্তম সেতুটি বাংলাদেশের তিনটি জেলা তথা মুন্সীগঞ্জ ও মাদারীপুর এবং শরীয়তপুরের মধ্যে অবস্থিত। মাদারীপুর শিবচর; মুন্সীগঞ্জের মাওয়া; আর শরীয়তপুরের জাজিরা এলাকায় পদ্মা ব্রহ্মপুত্র, মেঘনা নদীর অববাহিকায় নির্মিত হয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় সেতু। দেশের সবচেয়ে বড় সেতু নির্মাণে কাজ করছেন প্রায় চার হাজার মানুষ।


বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল এই সেতু নির্মাণের তদারকি করেছে। সেতুটি ২৫ জুন ২০২২ জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছিল। এই সেতুটি দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলকে উত্তর-পূর্ব অংশের সাথে সংযুক্ত করবে। এতে দক্ষিণাঞ্চলের মানুষের ভাগ্যের মোড় ঘুরবে বলে দাবি বিশ্লেষকদের। দ্বিতল ইস্পাত এবং কংক্রিট দিয়ে নির্মিত, সেতুটির উপরে একটি চার লেনের রাস্তা এবং নীচে একটি একক রেল ট্র্যাক রয়েছে। দেশের বৃহত্তম এই সেতু নির্মাণের জন্য ৯১৭ হেক্টর জমি অধিগ্রহণ করা হয়েছে।

পদ্মা সেতু বাজেট:

বর্তমানে বাংলাদেশ সরকার পদ্মা সেতুর স্ব-অর্থায়ন সম্পন্ন করেছে। ২০০৬ সালে পদ্মা সেতুর প্রথম পরিকল্পনা করা হয়। সে সময় সেতুটি নির্মাণে মোট ব্যয় ধরা হয়েছিল ১০ হাজার ১৬২ কোটি টাকা। এরপর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে সেতুতে রেল সংযোগের পরিকল্পনা করে। এতে মোট ব্যয় ধরা হয়েছে ২০ হাজার ৫০৭ কোটি টাকা।

  • ২০০৭ সালে ১০ হাজার ১৬২ কোটি টাকার একটি প্রকল্প পাস হয়েছিল।
  • ২০১১ সালে প্রথম প্রকল্প প্রস্তাব সংশোধনের পর ব্যয় দাঁড়ায় ২০ হাজার ৫০৭ কোটি টাকা।
  • ২০১৮ সালে প্রকল্প সংশোধন না করে ব্যয় বেড়েছে ৩০ হাজার ১৯৩ কোটি টাকা।


পদ্মা সেতু/পদ্মা সেতু বাংলাদেশের একটি অত্যন্ত গর্বিত স্থাপত্য যার অফিসিয়াল নাম: পদ্মা বহুমুখী সেতু, পদ্মা সেতু শুধু বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনার প্রতীক নয়, পদ্মা সেতু বাংলাদেশের একটি গর্বিত নাম। সেতুটির মোট দৈর্ঘ্য ৬.১৫ কিমি (৩.৮২ মাইল)। এটি বাংলাদেশের দীর্ঘতম সেতু, স্প্যান সংখ্যা এবং মোট দৈর্ঘ্য উভয়ের দিক থেকে গঙ্গার উপর দীর্ঘতম সেতু এবং ১২০ মিটার (৩৯০ ফুট) গভীরতা সহ বিশ্বের সবচেয়ে গভীর স্তূপযুক্ত সেতু।


পদ্মা নদীর উপর নির্মিত এই সড়ক ও রেল সেতুটি বাংলাদেশের দীর্ঘতম সেতু যা ২৫ জুন ২০২২ ইং তারিখে উদ্বোধন করা। এই নিবন্ধে পদ্মা সেতু সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করা হলো।

একনজরে পদ্মা সেতু
মূল প্রকল্পের নামপদ্মা বহুমুখী সেতু প্রকল্প
দৈর্ঘ্য৬.১৫ কিমি বা ২০,১৮০ ফুট
প্রস্থ১৮.১০ মিটার বা ৫৯.৬৫ ফুট
উচ্চতা৬০ ফুট (পানির স্তর থেকে)
পাইলিং সংখ্যা২৬৪টি
পিলার সংখ্যা৪২টি
স্প্যান সংখ্যা৪১ টি
নির্মাণকাজ শুরু২৬ নভেম্বর, ২০১৪ সালে
নির্মাণকাজ শেষ২৩ জুন ২০২২ সালে
নির্মাণকারী প্রতিষ্ঠানচায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কোম্পানি
উদ্বোধন করেনপ্রধানমন্ত্রী শেখ হাসিনা (২৫ জুন ২০২২)
একনজরে জেনে নিই পদ্মা সেতুতে সম্পর্কে


পদ্মা সেতু বাংলাদেশের একটি ঐতিহাসিক সেতু, যা জাতীয় সেতু নির্মাণ করতে প্রতিষ্ঠিত হয়েছিল ২০০৪ সালে। এই সেতুর সম্পর্কে আমরা নিম্নলিখিত ১৩০টি প্রশ্ন ও উত্তরের মাধ্যমে জানব।

পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান ও প্রশ্নোত্তর

১.প্রশ্নঃ পদ্মা সেতুর সরকারি নাম কী?
উত্তরঃ পদ্মা সেতুর সরকারি নাম পদ্মা বহুমুখী সেতু (Padma Multipurpose Bridge)
২.প্রশ্নঃ পদ্মা সেতুর প্রকল্পের নাম কী?
উত্তরঃ পদ্মা বহুমুখী সেতু প্রকল্প।
৩.প্রশ্নঃ পদ্মা সেতুর প্রকল্প নকশাকারী প্রতিষ্ঠানের নাম কী?
উত্তরঃ এইসিওএম (AECOM – Aecom Technology Corporation)
৪.প্রশ্ন: পদ্মা সেতুর অবস্থান?
উত্তর: মুন্সিগঞ্জের মাওয়া ও শরীয়তপুরের জাজিরা প্রান্তে পদ্মা সেতু নির্মাণ করা হয়েছে।
৫.প্রশ্ন: পদ্মা সেতু প্রকল্পের জন্য কত হেক্টর জমি অধিগ্রহণ করা হয়?
উত্তর: পদ্মা সেতু প্রকল্পের জন্য ৯১৮ হেক্টর জমি অধিগ্রহণ করা হয়।


৬.প্রশ্ন: পদ্মা সেতুর স্থানাঙ্ক কত ডিগ্ৰি?
উত্তর: পদ্মা সেতুর স্থানাঙ্ক ২৩.৪৪৪৩ ডিগ্রি (উত্তর) এবং ৯০.২৬১০ ডিগ্রি (পূর্ব)।
৭.প্রশ্ন: পদ্মা সেতু প্রকল্পের নাম কী?
উত্তর: পদ্মা বহুমুখী সেতু প্রকল্প।
৮.প্রশ্ন: পদ্মা সেতুর রক্ষণাবেক্ষক কে?
উত্তর: পদ্মা সেতুর রক্ষণাবেক্ষক ‘বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ’।
৯.প্রশ্ন: পদ্মা সেতুর দৈর্ঘ্য কত?
উত্তরঃ পদ্মা সেতুর দৈর্ঘ্য ৬.১৫ কিলোমিটার বা ২০,২০০ ফুট।
১০.প্রশ্ন: পদ্মা সেতুর প্রস্থ কত?
উত্তর: পদ্মা সেতুর প্রস্থ ১৮.১০ মিটার।


১১.প্রশ্ন: পানির স্তর থেকে পদ্মা সেতুর উচ্চতা কত?
উত্তর: পানির স্তর থেকে পদ্মা সেতুর উচ্চতা ৬০ ফুট।
১২.প্রশ্ন: পদ্মা সেতুর স্প্যান কয়টি?
উত্তর: পদ্মা সেতুর স্প্যান ৪১ টি।
১৩.প্রশ্ন: পদ্মা সেতুর পিলার কয়টি?
উত্তর: পদ্মা সেতুর পিলার ৪২ টি।
১৪.প্রশ্ন: পদ্মা সেতুর ভায়াডাক্ট পিলার কয়টি?
উত্তর: পদ্মা সেতুর ভায়াডাক্ট পিলার ৮১টি।
১৫.প্রশ্ন: পদ্মা সেতুর পাইলের ব্যাস কত?
উত্তর: পদ্মা সেতুর পাইলের ব্যাস ৩ মিটার।


১৬.প্রশ্ন: পদ্মা সেতুর পাইলের সর্বোচ্চ দৈর্ঘ্য কত?
উত্তর: পদ্মা সেতুর পাইলের সর্বোচ্চ দৈর্ঘ্য ১২৮ মিটার।
১৭.প্রশ্ন: পদ্মা সেতু কত কিলোমিটার?
উত্তর: পদ্মা সেতু মোট ৬.১৫ কিলোমিটার।
১৮.প্রশ্ন: পদ্মা সেতুর ভায়াডাক্ট কত কিলোমিটার?
উত্তর: পদ্মা সেতুর ভায়াডাক্ট ৩.১৮ কিলোমিটার।
১৯.প্রশ্ন: পদ্মা সেতুর সংযোগ সড়ক কত কিলোমিটার?
উত্তরঃ পদ্মা সেতুর সংযোগ সড়ক দুই প্রান্তে ১৪ কিলোমিটার।
২০.প্রশ্ন: পদ্মা সেতু প্রকল্পে নদীশাসন হয়েছে কত কিলোমিটার?
উত্তর: পদ্মা সেতু প্রকল্পে নদীশাসন হয়েছে দুই পাড়ে ১২ কিলোমিটার।


২১.প্রশ্ন: পানির স্তর থেকে পদ্মা সেতুর উচ্চতা কত?
উত্তর: পানির স্তর থেকে পদ্মা সেতুর উচ্চতা ৬০ ফুট।
২২.প্রশ্ন: পদ্মা সেতুর পাইলিং গভীরতা কত?
উত্তরঃ পদ্মা সেতুর পাইলিং গভীরতা ৩৮৩ ফুট।
২৩.প্রশ্ন: প্রতি পিলারের জন্য পাইপ্রশ্ন: পদ্মা সেতুতে কর্মরত একমাত্র বাঙ্গালী নারী প্রকৌশলীর নাম কি?
উত্তর: পদ্মা সেতুতে কর্মরত একমাত্র বাঙ্গালী নারী প্রকৌশলীর নাম ‘ইশরাত জাহান ইশি’।
২৪.প্রশ্ন: পদ্মা সেতুতে রেললাইন স্থাপন করা হয় কোথায়?
উত্তর: পদ্মা সেতুর উপর তলায় যানবাহন নিচ তলায় রেললাইন স্থাপন করা হয়।
২৫.প্রশ্ন: পদ্মা সেতু প্রকল্পে মোট ব্যয় কত?
উত্তর: পদ্মা সেতু প্রকল্পে মোট ব্যয় ৩০ হাজার ১৯৩ কোটি ৩৯ লাখ টাকা।


২৬.প্রশ্ন: পদ্মা সেতু প্রকল্পে নদীশাসন ব্যয় কত?
উত্তর: পদ্মা সেতু প্রকল্পে নদীশাসন ব্যয় ৮ হাজার ৭০৭ কোটি ৮১ লাখ টাকা।
২৭.প্রশ্ন: পদ্মা সেতু প্রকল্পে জনবল কতজন?
উত্তর: প্রায় ৪ হাজার।
২৮.প্রশ্ন: পদ্মা সেতুর ধরন কেমন?
উত্তর: পদ্মা সেতু দ্বিতলবিশিষ্ট যা কংক্রিট আর স্টিল দিয়ে নির্মিত হয়েছে।
২৯.প্রশ্ন: পদ্মা সেতু কয়টি জেলাকে যুক্ত করেছে?
উত্তর: পদ্মা সেতু দক্ষিণের ২১ টি জেলাকে যুক্ত করেছে।
৩০.প্রশ্ন: পদ্মা সেতুর কারণে প্রতিবছর কত শতাংশ জিডিপি বাড়বে?
উত্তর: পদ্মা সেতুর কারণে প্রতিবছর ১.২ শতাংশ জিডিপি বাড়বে।


৩১.প্রশ্ন: বাংলাদেশের দীর্ঘতম সেতু কোনটি?
উত্তর: বাংলাদেশের দীর্ঘতম সেতুর নাম ‘পদ্মা সেতু’।
৩২.প্রশ্ন: পদ্মা সেতুর প্রাক-সম্ভাব্যতা যাচাই করা হয় কবে?
উত্তর: পদ্মা সেতুর প্রাক-সম্ভাব্যতা যাচাই করা হয় ১৯৯৯ সালে।
৩৩.প্রশ্ন: পদ্মা সেতুর চূড়ান্ত সম্ভাব্যতা যাচাই করা হয় কবে?
উত্তর: ২০০৫ সালে জাপানিদের সহায়তায় পদ্মা সেতুর চূড়ান্ত সম্ভাব্যতা যাচাই হয় ২০০৫ সালে।
৩৪.প্রশ্ন: পদ্মা সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করা হয় কবে?
উত্তর: পদ্মা সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করা হয় ২০০১ সালের ৪ জুলাই।
৩৫.প্রশ্ন: পদ্মা সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করেন কে?
উত্তর: পদ্মা সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


৩৬.প্রশ্ন: পদ্মা সেতু প্রকল্পে অর্থায়নের জন্য বিশ্বব্যাংকের সাথে বাংলাদেশ ঋণ চুক্তি স্বাক্ষর করে কবে?
উত্তর: পদ্মা সেতু প্রকল্পে অর্থায়নের জন্য ২০০৯ সালের ২৮ এপ্রিল বিশ্বব্যাংকের সাথে বাংলাদেশ ঋণ চুক্তি স্বাক্ষর করে।
৩৭.প্রশ্ন: পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংক অর্থায়ন স্থগিত করে কখন?
উত্তর: ২০১১ সালের ১০ অক্টোবরে দুর্নীতির অভিযোগ এনে পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন স্থগিত করে বিশ্বব্যাংক।
৩৮.প্রশ্ন: পদ্মা সেতু নির্মাণে অর্থায়ন করেছে কোন দেশে?
উত্তর: বাংলাদেশ নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করে।
৩৯.প্রশ্ন: পদ্মা সেতু কোন প্রান্তকে সংযুক্ত করেছে?
উত্তর: পদ্মা সেতু মুন্সীগঞ্জের মাওয়া ও শরীয়তপুরের জাজিরা প্রান্তকে সংযুক্ত করেছে।
৪০.প্রশ্ন: পদ্মা সেতু নির্মাণ করতে কতদিন লেগেছে?
উত্তর: পদ্মা সেতু নির্মাণ করতে ২ হাজার ৭৬৮ দিন সময় লেগেছে।


৪১.প্রশ্ন: পদ্মা সেতুতে প্রথম স্প্যান বসানো হয় কবে?
উত্তর: ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর পদ্মা সেতুর প্রথম স্প্যান বসানো হয়।
৪১.প্রশ্ন: পদ্মা সেতুতে সর্বশেষ স্প্যান বসানো হয় কবে?
উত্তর: ২০২০ সালের ১০ ডিসেম্বর পদ্মা সেতুর সর্বশেষ স্প্যান বসানো হয়।
৪২.প্রশ্ন: পদ্মা সেতুতে কয়টি ল্যাম্পপোস্ট আছে?
উত্তর: পদ্মা সেতুতে মোট ৪২৫ টি ল্যাম্পপোস্ট আছে।
৪৩.প্রশ্ন: পদ্মা সেতুর নদীশাসনে কতগুলো জিও ব্যাগ‌ ব্যবহৃত হয়েছে?
উত্তর: পদ্মা সেতুর নদীশাসনে প্রায় ২ কোটি ১৭ লক্ষ জিও ব্যাগ‌ ব্যবহৃত হয়েছে।
৪৪.প্রশ্ন: পদ্মা সেতু প্রকল্পে কত টন রড ব্যবহৃত হয়েছে?
উত্তর: পদ্মা সেতু প্রকল্পে ১ লক্ষ ৮ হাজার টন রড ব্যবহৃত হয়েছে।


৪৫.প্রশ্ন: পদ্মা সেতু প্রকল্পে কত টন সিমেন্ট ব্যবহৃত হয়েছে?
উত্তর: পদ্মা সেতু প্রকল্পে প্রায় ৭ লক্ষ টন সিমেন্ট ব্যবহৃত হয়েছে।
৪৬.প্রশ্ন: পদ্মা সেতু নির্মাণ করতে কত টন স্টিল ব্যবহার করা হয়েছে?
উত্তর: পদ্মা সেতু নির্মাণ করতে প্রায় ২ লক্ষ ৮৯ হাজার টন স্টিলের প্লট ব্যবহার করা হয়েছে।
৪৭.প্রশ্ন: পদ্মা সেতুতে কত সেট বিয়ারিং ব্যবহৃত হয়েছে?
উত্তর: পদ্মা সেতুতে ভূমিকম্প সহনীয় বিশেষ ধরনের ৯৬ সেট বিয়ারিং ব্যবহৃত হয়েছে, এর নাম ডাবল কারভেচার ফ্রিকশন পেন্ডুলাম বিয়ারিং’।
৪৮.প্রশ্ন: পদ্মা সেতু কত মাত্রার ভূমিকম্প সহনীয়?
উত্তর: পদ্মা সেতু ৯ মাত্রার ভূমিকম্প সহনীয়।
৪৯.প্রশ্ন: পদ্মা সেতুর বিশেষ নকশা করা হয় কোথায়?
উত্তর: পদ্মা সেতুর বিশেষ নকশা করা হয় হংকংয়ে।


৫০.প্রশ্ন: পদ্মা সেতু প্রকল্পের জন্য কত সদস্যের বিশেষজ্ঞ প্যানেল গঠন করা হয়?
উত্তর: পদ্মা সেতু প্রকল্পের জন্য ১১ সদস্যের বিশেষজ্ঞ প্যানেল গঠন করা হয়।লিং কয়টি?
উত্তর: ৬টি।
৫১.প্রশ্ন: পদ্মা সেতুর মোট পাইলিং সংখ্যা কত?
উত্তরঃ পদ্মা সেতুর মোট পাইলিং সংখ্যা ২৬৪টি।
৫২.প্রশ্ন: পদ্মা সেতুর উচ্চতা কত?
উত্তর: পদ্মা সেতুর উচ্চতা ১৩.৬ মিটার।
৫৩.প্রশ্ন: পদ্মা সেতুর কয় লেন বিশিষ্ট?
উত্তর: পদ্মা সেতুর ৪ লেন বিশিষ্ট।


৫৪.প্রশ্ন: পদ্মা সেতু প্রকল্পের বিশেষজ্ঞ প্যানেলের সভাপতি কে?
উত্তর: পদ্মা সেতু প্যানেলের সভাপতি ছিলেন অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী।
৫৫.প্রশ্ন: পদ্মা সেতু নির্মাণে কত দেশের উপকরণ ব্যবহার করা হয়?
উত্তর: পদ্মা সেতু নির্মাণে ৬০ টি দেশের কোন না কোন উপকরণ ব্যবহার করা হয়।
৫৬.প্রশ্ন: পদ্মা সেতু কতটি দেশের মেধা ও শ্রম দিয়ে নির্মিত হয়েছে?
উত্তর: পদ্মা সেতু ২০ টি দেশের মানুষের মেধা ও শ্রম কদিয়ে নির্মিত হয়েছে।
৫৭.প্রশ্ন: পদ্মা সেতুর নকশা করে কোন প্রতিষ্ঠান?
উত্তর: পদ্মা সেতুর নকশা করে ‘এইসিওএম’।

৫৮.প্রশ্ন: পদ্মা সেতু নির্মাণ করে কোন প্রতিষ্ঠান?

উত্তর: পদ্মা সেতু নির্মাণকারী প্রতিষ্ঠানের নাম চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কোম্পানি।

৫৯.প্রশ্ন: পদ্মা সেতু নির্মাণ শুরু হয় কবে?
উত্তর: পদ্মা সেতু নির্মাণ শুরু হয় ২৬ নভেম্বর ২০১৪।
৬০.প্রশ্ন: পদ্মা সেতু নির্মাণ শেষ হয় কবে?
উত্তর: পদ্মা সেতু নির্মাণ শেষ হয় ২৩ জুন, ২০২২।
৬১.প্রশ্ন: পদ্মা সেতু উদ্বোধন হয় কবে?
উত্তর: পদ্মা সেতু উদ্বোধন হয় ২৫ জুন, ২০২২।
৬২.প্রশ্ন: পদ্মা সেতু উদ্বোধন করেন কে?
উত্তর: পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পদ্মা সেতু বিশ্বের কততম সেতু ?

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় ২২ বছর আগে ২০০১ সালের ৪ জুলাই বাংলাদেশের এ যাবতকালের মধ্যে সবচেয় বৃহত্তম অবকাঠামো পদ্মা সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন।। পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৫ জুন, ২০২২ সালে। বিশ্বে বৃহত্তম সড়ক সেতুর তালিকায় পদ্মা সেতু ২৫তম।

৬৩.প্রশ্ন: পদ্মা সেতু চালু হয় কবে?
উত্তর: পদ্মা সেতু চালু হয় ২৬ জুন, ২০২২।
৬৪.প্রশ্ন: পদ্মা সেতুতে রেল চলাচল শুরু হবে কবে?
উত্তর: পদ্মা সেতুতে রেল চলাচল শুরু হবে ২০২৩ সালের জুনে ( সম্ভাব্য সময়)।
৬৫.প্রশ্ন: পদ্মা সেতুর আয়ুস্কাল কত?
উত্তর: পদ্মা সেতুর আয়ুস্কাল ১০০ বছর।
৬৬.প্রশ্ন: পদ্মা সেতুতে প্রথম টোল দেয় কে?
উত্তর: পদ্মা সেতুতে প্রথম টোল দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরো পড়ুন : 5 Best Padma Bridge or Padma Setu Paragraph in 200 words for JSC, SSC & HSC


৬৭.প্রশ্ন: পদ্মা সেতু পার হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কত টাকা টোল দিয়েছেন?
উত্তর: পদ্মা সেতু পার হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নিজের গাড়ির জন্য ৭৫০ টাকা টোল দেন এবং তার বহরে থাকা অন্যান্য গাড়ির জন্য মোট ১৬,৪০০ টাকা টোল দেন।
৬৮.প্রশ্ন: পদ্মা সেতু পার হওয়া প্রথম নারী বাইকার কে?
উত্তর: পদ্মা সেতু পার হওয়া প্রথম নারী বাইকার হলেন ‘রুবায়াত রুবা’।
৬৯.প্রশ্ন: স্বপ্নের পদ্মা সেতু ইংরেজিতে অনুবাদ করলে কী হবে?
উত্তরঃ A dream named Padma bridge.
Padma bridge of our dream.
Padma bridge, a dream come true.
A dream transforms into reality– Padma bridge.
৭০.প্রশ্ন: পদ্মা সেতু চালু হলে কোন ফেরীঘাট বন্ধ হয়ে যাবে?
উত্তরঃ মাওয়া ফেরিঘাট , আরিচা অল্প পরিসরে চলবে ।

 

পদ্মা সেতু সম্পর্কে গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান

স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান (১০০% কমন)
পদ্মা সেতুর প্রকল্পের নাম কি = পদ্মা বহুমুখী সেতু প্রকল্প।
পদ্মা সেতু নির্মাণের আনুষ্ঠানিক চুক্তি কখন হয় = বাংলাদেশ সরকার এবং চিনা চায়না মেজর ব্রিজ কোম্পানির সাথে ১৭ই জুন, ২০১৪ইং সালে চুক্তি হয়।
পদ্মা সেতুর ধরন কি = পদ্মা সেতুর ধরন দ্বিতল বিশিষ্ট কংক্রিট এবং স্টিল দিয়ে নির্মিত সেতু।
পদ্মা সেতু বিশ্বের কততম সেতু = পদ্মা সেতু বিশ্বে ১২২তম সেতু
পদ্মা সেতুর কত কিলোমিটার = পদ্মা সেতুর ৬.১৫ কিলোমিটার।
পদ্মা সেতুর দৈর্ঘ্য কত = পদ্মা সেতুর দৈঘ্য ৬ দশমিক ১৫ কিলোমিটার।

পদ্মা সেতু উদ্বোধন = সেতুটি ২০২২ সালের ২৫ জুন উদ্বোধন করা হয়
পদ্মা সেতু উদ্বোধনের তারিখ = পদ্মা সেতু উদ্বোধনের তারিখ ২৫ জুন ২০২২ সাল
পদ্মা সেতুর খরচ কত = পদ্মা সেতু ব্যয় হয়েছে ৩০ হাজার ১৯৩ কোটি ৩৯ লাখ টাকা
পদ্মা সেতুর পিলার কয়টি = পদ্মা সেতুর পিলার রয়েছে ৪২টি
পদ্মা সেতুর দৈর্ঘ্য ও প্রস্থ কত = দৈর্ঘ্য ৬.১৫ কি.মি. ও প্রস্থ ১৮.১০ মি,
পদ্মা সেতু কোন জেলায় অবস্থিত = মুন্সিগঞ্জের মাওয়া ও শরিয়তপুরের জাজিরা পয়েন্ট দিয়ে পদ্মা নদীর দুই প্রান্তকে যুক্ত করেছে পদ্মা বহুমুখী সেতু। তাই বলা যায় পদ্মা সেতু মুন্সিগঞ্জের ও শরিয়তপুর জেলায় অবস্থিত।

পদ্মা সেতু বিশ্বের কততম সেতু ?

পদ্মা সেতুর প্রস্থ কত = প্রস্থ ১৮.১০ মি
পদ্মা সেতুর দুই প্রান্ত কোন দুটি জেলায় অবস্থিত = মুন্সিগঞ্জ ও শরীয়তপুর
পদ্মা সেতুর পাইলিং গভীরতা কত = পদ্মা সেতু ১২৮ মিটার (৪২০ ফুট) গভীরতাযুক্ত বিশ্বের গভীরতম পাইলের সেতু । সূত্রঃ ইউকিপিডিয়া
পদ্মা সেতু কবে উদ্বোধন করা হয় = পদ্মা সেতু ২০২২ সালের ২৫ জুন উদ্বোধন করা হয়
পদ্মা সেতু কোথায় অবস্থিত = মুন্সিগঞ্জের মাওয়া ও শরিয়তপুরের জাজিরা পয়েন্ট দিয়ে পদ্মা নদীর দুই প্রান্তকে যুক্ত করেছে পদ্মা বহুমুখী সেতু। তাই বলা যায় পদ্মা সেতু মুন্সিগঞ্জের ও শরিয়তপুর জেলায় অবস্থিত।

স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান জানুন

পদ্মা সেতুর দুই প্রান্তের জেলার নাম কি = মুন্সিগঞ্জ ও শরীয়তপুর
পদ্মা সেতুর নকশা প্রণয়ন করেছে = আমেরিকার মাল্টিন্যাশনাল ইঞ্জিনিয়ারিং ফার্ম AECOM
পদ্মা সেতুর উচ্চতা কত = পানির স্তর থেকে পদ্মা সেতুর উচ্চতা ৬০ ফুট।
পদ্মা সেতুর স্প্যান কয়টি = সেতুটিতে ৪১টি স্প্যান রয়েছে
পদ্মা সেতুর ভূমিকম্প সহনীয় মাত্রা কত = ভূমিকম্পন সহনশীল ৯ মাত্রা।
পদ্মা সেতুর খরচ কত = পদ্মা সেতু ব্যয় হয়েছে ৩০ হাজার ১৯৩ কোটি ৩৯ লাখ টাকা

মাটির কত মিটার গভীরে গিয়ে পাইল বসানো হয়েছে পদ্মা সেতুতে? পদ্মা সেতু ১২৮ মিটার (৪২০ ফুট) গভীরতাযুক্ত বিশ্বের গভীরতম পাইলের সেতু । সূত্রঃ ইউকিপিডিয়া
পদ্মা সেতু কত কিলোমিটার লম্বা = পদ্মা সেতু লম্বা ৬.১৫ কিলোমিটার।
পদ্মা সেতুর কাজ কবে শুরু হয় = ২৬ নভেম্বর ২০১৪
পদ্মা সেতুর কাজ শেষ কবে হয়= ২৩শে জুন ২০২২
পদ্মা সেতু কয়টি জেলাকে সংযুক্ত করবে = পদ্মা সেতু দক্ষিণাঞ্চলের ২১টি জেলাকে সংযোগ করেছে।
পদ্মা সেতু এশিয়ার কততম সেতু = পদ্মা সেতু দক্ষিণ এশিয়ায় ৬ষ্ঠ।
পদ্মা সেতুর পিলার ও স্প্যান সংখ্যা = ৪১টি স্প্যান ও ৪২টি পিলার

পদ্মা সেতুর অর্থায়ন করেছে কোন দেশ = পদ্মা সেতু বাংলাদেশ নিজস্ব অর্থায়নে করেছে।পদ্মা সেতু করতে কোন দেশের কাছ থেকে টাকা নেয় নি। পদ্মা সেতুর জন্য মোট বাজেট হয়েছে ৩০ হাজার ১৯৩ দশমিক ৩৯ কোটি টাকা।
পদ্মা সেতুর ১ম স্প্যান বসানোর দিন সেতু দৃশ্যমান হয় কোন তারিখে = ৩০ সেপ্টেম্বর ২০১৭
পদ্মা সেতুতে কোন ধরনের রেল লাইনের সংস্থান আছে = ডুয়েল গেজ লাইন
পদ্মা সেতু ঢাকার সাথে কতটি জেলাকে সংযুক্ত করবে = পদ্মা সেতু ঢাকার সাথে ১৯টি জেলাকে সংযুক্ত করবে।

আরো পড়ুন: পদ্মা নদী অনুচ্ছেদ

পদ্মা সেতুর আয়ুষ্কাল কত বছর = পদ্মা সেতুর আয়ুষ্কাল কত বছর ১০০ বছর
পদ্মা সেতুর নির্মাণ ব্যয় = পদ্মা সেতুর নির্মাণ ব্যয় ৩০ হাজার ১৯৩ কোটি ৩৯ লাখ টাকা
পদ্মা সেতু কোন বিভাগে অবস্থিত = ঢাকা বিভাগে অবস্থিত
পদ্মা সেতু কোন দুটি জেলাকে সংযুক্ত করেছে = মুন্সিগঞ্জ ও শরীয়তপুর
পদ্মা সেতুতে কাজ করা প্রথম বাঙালী মহিলা প্রকৌশলীর নাম কি = ইশরাত জাহান ইশি

পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান সকল পরীক্ষার

পদ্মা সেতু নির্মাণকারী প্রতিষ্ঠানের নাম কী = চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কোম্পানি লিঃ
পদ্মা সেতুর মোট পাইলিং সংখ্যা কত = ২৬৪ টি।
পানির স্তর থেকে পদ্মা সেতুর উচ্চতা কত = ৬০ ফুট
পদ্মা সেতুর প্রকল্পের জনবল কত = পদ্মা সেতুর প্রকল্পের জনবল প্রায় ৪ হাজার।
পদ্মা সেতুর ভায়াডাক্ট পিলার কয়টি = ৮১ টি।
পদ্মা সেতুর পাইলিং গভীরতা কত ফুট = ৩৮৩ ফুট।
পদ্মা সেতুর প্রতিটি পিলারের জন্য পাইলিং কয়টি করে করা হয়েছে = ৬ টি।

পদ্মা সেতু রক্ষণাবেক্ষেণের দায়িত্ব কার = পদ্মা সেতুর টোল সংগ্রহ ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে দক্ষিণ কোরিয়ার কোরিয়া এক্সপ্রেসওয়ে করপোরেশন (কেইসি) ও চায়না মেজর ব্রিজ কোম্পানিকে।
পদ্মা সেতু তৈরিতে কত কিলোমিটার এলাকা নদীশাসনের আওতায় আনা হয়েছে? দুই পারে প্রায় ১২ কিলোমিটার।
পদ্মা সেতুর কয় লেন বিশিষ্ট = পদ্মা সেতুর ৪ লেন বিশিষ্ট
পদ্মা সেতুতে রেললাইন স্থাপন করা হয় কোথায় = দ্বিতলবিশিষ্ট পদ্মা সেতুর উপর তলায় যানবাহন নিচ তলায় রেললাইন স্থাপন করা হয়।

পদ্মা সেতুর কি দিয়ে নির্মিত হয়েছে = পদ্মা সেতু দ্বিতলবিশিষ্ট যা কংক্রিট আর স্টিল দিয়ে নির্মিত হয়েছে।
বাংলাদেশের দীর্ঘতম সেতু কোনটি = বাংলাদেশের দীর্ঘতম সেতুর নাম পদ্মা সেতু’।
পদ্মা সেতুর বিশেষ নকশা করা হয় কোথায় = পদ্মা সেতুর বিশেষ নকশা করা হয় হংকংয়ে।
পদ্মা সেতু প্রকল্পের জন্য কত সদস্যের বিশেষজ্ঞ প্যানেল গঠন করা হয় = পদ্মা সেতু প্রকল্পের জন্য ১১ সদস্যের বিশেষজ্ঞ প্যানেল গঠন করা হয়।

আরো পড়ুন : অদম্য অগ্রযাত্রায় বাংলাদেশ রচনা

পদ্মা সেতু প্রকল্পের বিশেষজ্ঞ প্যানেলের সভাপতি কে = পদ্মা সেতু প্যানেলের সভাপতি ছিলেন অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী।
পদ্মা সেতু নির্মাণে কত দেশের উপকরণ ব্যবহার করা হয় = পদ্মা সেতু নির্মাণে ৬০ টি দেশের কোন না কোন উপকরণ ব্যবহার করা হয়।
পদ্মা সেতু কতটি দেশের মেধা ও শ্রম দিয়ে নির্মিত হয়েছে = পদ্মা সেতু ২০ টি দেশের মানুষের মেধা ও শ্রম কদিয়ে নির্মিত হয়েছে।

পদ্মা সেতুর অবস্থান ০৩ টি জেলায় মুন্সিগঞ্জ মাদারীপুর ও শরীয়তপুর
পদ্মা সেতু পার হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কত টাকা টোল দিয়েছেন = প্রধানমন্ত্রীর গাড়িবহরে ১৮টি গাড়ি ছিল। পদ্মা সেতুতে ১৬ হাজার ৪০০ টাকা টোল দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে নিজের গাড়ির জন্য ৭৫০ টাকা টোল দিয়েছেন তিনি।
স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে ১০টি বাক্য
  • পদ্মা বহুমুখী সেতু বর্তমানে বাংলাদেশের বৃহত্তম সেতু।
  • পদ্মা সেতু নির্মাণের জন্য সরকারী চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ১৭ জুন, ২০১৪ এ বাংলাদেশ সরকার এবং চায়না চায়না মেজর ব্রিজ কোম্পানির সাথে।
  • স্বপ্নের পদ্মা সেতুর নির্মাণকাজ ২৬ নভেম্বর ২০১৪-এ শুরু হয় এবং ২৩ জুন ২০২২-এ শেষ হয়।
  • পদ্মা সেতু নির্মাণে ব্যয় হয়েছে ৩০ হাজার ১৯৩ কোটি ৩৯ লাখ টাকা।
  • মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৫শে জুন, ২০২২ তারিখে পদ্মা সেতু উদ্বোধন করেন।
  • স্বপ্নের পদ্মা সেতুর দৈর্ঘ্য: ৬.১৫ কিমি বা ২০,২০০ ফুট এবং প্রস্থ: ১৮.১০ মিটার বা ৫৯.৪ ফুট।
  • স্বপ্নের পদ্মা সেতুতে ৪২টি পিলার এবং ৪১টি স্প্যান ব্যবহার করা হয়েছে।
  • স্বপ্নের পদ্মা সেতু মুন্সীগঞ্জ জেলার মাওয়া এবং শরীয়তপুর জেলার জাজিরাকে সংযুক্ত করেছে।
  • আমাদের স্বপ্নের পদ্মা সেতু বাংলাদেশের বৃহত্তম সেতু এবং বিশ্বের ১২২তম দীর্ঘতম সেতু।
  • পদ্মা সেতু অর্থনৈতিকভাবে ঢাকা জেলা এবং বাংলাদেশের দক্ষিণ জেলাগুলির সাথে সংযোগের একটি যুগান্তকারী উদাহরণ।


Advertisements


Related Posts

About the author

Advertisements

Advertisements

Leave a Reply

Advertisements
Back to top arrow
Adventure Awaits: Top 10 Things to Do in Wari Chora, South Meghalaya Top 10 Reasons Why Should Plastic Be Banned Unveiling the Top 14 Places to Visit in 2024: Doha, Madeira, and Beyond Top 10 Travel Destinations of India in May Top 10 Most Beautiful Railway Stations of India
Adventure Awaits: Top 10 Things to Do in Wari Chora, South Meghalaya Top 10 Reasons Why Should Plastic Be Banned Unveiling the Top 14 Places to Visit in 2024: Doha, Madeira, and Beyond Top 10 Travel Destinations of India in May Top 10 Most Beautiful Railway Stations of India
Adventure Awaits: Top 10 Things to Do in Wari Chora, South Meghalaya Top 10 Reasons Why Should Plastic Be Banned Unveiling the Top 14 Places to Visit in 2024: Doha, Madeira, and Beyond Top 10 Travel Destinations of India in May Top 10 Most Beautiful Railway Stations of India
Enable Notifications OK No thanks