মঙ্গল করিবার শক্তিই ধন বিলাস নহে | ভাবসম্প্রসারণ | বাংলা ২য় পত্র

0
219
ভাবসম্প্রসারণ : অতি বাড় বেড়ো না, ঝড়ে পড়ে যাবে ভাবসম্প্রসারণ
ভাবসম্প্রসারণ : অতি বাড় বেড়ো না, ঝড়ে পড়ে যাবে ভাবসম্প্রসারণ
Advertisements
Rate this post

মঙ্গল করিবার শক্তিই ধন বিলাস নহে | ভাবসম্প্রসারণ | বাংলা ২য় পত্র

মঙ্গল করিবার শক্তিই ধন বিলাস নহে | ভাবসম্প্রসারণ | বাংলা ২য় পত্র

 

মঙ্গল করিবার শক্তিই ধন বিলাস ধন নহে।

মূলভাব : মানবজাতির কল্যাণ সাধনার্থে যে ধন-সম্পদ ব্যয়িত হয় তা-ই প্রকৃত ধন। কেবল বিলাসিতায় যে অর্থ ব্যয় হয় তা প্রকৃত ধন নহে।

সম্প্রসারিত ভাব: অর্থ-সম্পদ মানুষের জীবনের জন্য অপরিহার্য উপাদান। অর্থ ছাড়া এ জগতে কোনো কাজই সম্পাদন করা যায় না। এমনকি মানুষের মান-সম্মানও অর্থের মাপকাঠিতে আজকের বিশ্বে পরিমাপ করা হয়। অর্থের বহুমুখী ব্যবহারের মধ্য দিয়ে বিশ্বও বিচিত্র হয়ে উঠেছে। একশ্রেণির মানুষ অর্থের যথার্থ ব্যবহারের মাধ্যমে দেশ ও জাতির অনেক মঙ্গল সাধন করে যাচ্ছে। তারা নিজের ব্যক্তিস্বার্থকে বড় মনে করে নিজের ধন-সম্পদকে কুক্ষিগত করে রাখেন না, যেভাবে মানুষের জীবন সুন্দর ও সুশৃঙ্খল হবে সেই ক্ষেত্রেই তাদের ধন-সম্পদকে ব্যবহার করে থাকেন। আর এই সম্পদই হলো প্রকৃত ধন-সম্পদ।

Advertisements

পক্ষান্তরে আরেক শ্রেণির মানুষ আছে যারা অর্থের ব্যবহারকে তেমন গুরুত্ব দেয় না। তারা তাদের চোখকে বন্ধ করে সমাজের দুঃখ-কষ্ট দেখে না। দেখার চেষ্টাও পর্যন্ত করে না। নিজের হীনস্বার্থ, খেয়াল-খুশিকে চরিতার্থ করার অপচেষ্টায় সদা তৎপর। বিশাল অর্থের পাহাড়কে হয় সে তার ধনভান্ডারে জমা করে রাখে নতুবা বিলাসিতার বন্যায় গা ভাসিয়ে দিয়ে অর্থকে উড়িয়ে দেয়। তাদের ধন-সম্পদ দ্বারা মানুষের তেমন উপকার সাধিত হয় না।

মানুষের কল্যাণে যে ধন-সম্পদ ব্যয়িত হয় না, সে ধন প্রকৃত অর্থে ধন নহে। ফলে বিশাল ধনকুবেরদের সঞ্চিত ধন তাদের জীবনে কোনো সার্থকতা বয়ে আনে না, একান্ত মূল্যহীন হয়ে পড়ে। কাজেই কোনো মানুষের কাছে ধন-সম্পদ থাকাই শুধু মূলকথা নয়। ধন-সম্পদ কোন কাজে ব্যয় হচ্ছে তার দিকে আমাদের সকলের খেয়াল করা উচিত। মানবজাতির মঙ্গলের জন্য নিজেদের ধন-সম্পদ ব্যয় করে অর্থের সার্থক প্রয়োগ করা উচিত।

মন্তব্য: অর্থের অপপ্রয়োগ বা অপব্যবহার না করে সার্থক ব্যবহারের মধ্য. দিয়ে অর্থ-সম্পদকে সকলের কাজে লাগানো উচিত।

আরও পড়ুন……

Advertisements

Leave a Reply