মুক্তিযুদ্ধের পাঁচটি উপন্যাস এবং পাঁচটি নাটকের নাম লিখুন

0
229
CPU এর কয়টি অংশ থাকে ?
CPU এর কয়টি অংশ থাকে
Advertisements
Rate this post

মুক্তিযুদ্ধের পাঁচটি উপন্যাস এবং পাঁচটি নাটকের নাম লিখুন

 

মুক্তিযুদ্ধের পাঁচটি উপন্যাস এবং পাঁচটি নাটকের নাম লিখুন

মুক্তিযুদ্ধের পাঁচটি উপন্যাস এবং পাঁচটি নাটকের নাম লিখুন :

উত্তর : ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ সংগঠিত হওয়ার পর থেকে বহু উপন্যাস, গল্প, নাটক, কবিতা, প্রবন্ধ ও স্মৃতিকথা রচিত হয়েছে এবং এখন পর্যন্ত রচনা অব্যাহত রয়েছে। নিম্নে ৫টি বিখ্যাত উপন্যাস এবং ৫টি বিখ্যাত নাটকের নাম দেয়া হলো-

উপন্যাস :

Advertisements

১. রাইফেল রোটি আওরাত- আনোয়ার পাশা।

২. নিষিদ্ধ লোবান- সৈয়দ শামসুল হক।

৩. জলাঙ্গী- শওকত ওসমান।

৪. আগুনের পরশমনি- হুমায়ূন আহমেদ।

৫. হাঙর নদী গ্রেনেড- সেলিনা হোসেন।

 

নাটক:

১. পায়ের আওয়াজ পাওয়া যায়- সৈয়দ শামসুল হক।

২. আয়নায় বন্ধুর মুখ- আব্দুল্লাহ আল মামুন।

৩. কী চাহ শঙ্খচিল- মমতাজউদ্‌দীন আহমেদ।

৪. নরকে লাল গোলাপ- আলাউদ্দিন আল আজাদ।

৫. যে অরণ্যে আলো নাই- নীলিমা ইব্রাহীম।

আরও পড়ুন……

CPU এর কয়টি অংশ থাকে ?

ম দিয়ে মেয়েদের ইসলামিক নামের তালিকা অর্থসহ – List of Islamic Names for Girls with “M”

Advertisements

Leave a Reply