মুক্তিযুদ্ধের পাঁচটি উপন্যাস এবং পাঁচটি নাটকের নাম লিখুন
মুক্তিযুদ্ধের পাঁচটি উপন্যাস এবং পাঁচটি নাটকের নাম লিখুন :
উত্তর : ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ সংগঠিত হওয়ার পর থেকে বহু উপন্যাস, গল্প, নাটক, কবিতা, প্রবন্ধ ও স্মৃতিকথা রচিত হয়েছে এবং এখন পর্যন্ত রচনা অব্যাহত রয়েছে। নিম্নে ৫টি বিখ্যাত উপন্যাস এবং ৫টি বিখ্যাত নাটকের নাম দেয়া হলো-
উপন্যাস :
১. রাইফেল রোটি আওরাত- আনোয়ার পাশা।
২. নিষিদ্ধ লোবান- সৈয়দ শামসুল হক।
৩. জলাঙ্গী- শওকত ওসমান।
৪. আগুনের পরশমনি- হুমায়ূন আহমেদ।
৫. হাঙর নদী গ্রেনেড- সেলিনা হোসেন।
নাটক:
১. পায়ের আওয়াজ পাওয়া যায়- সৈয়দ শামসুল হক।
২. আয়নায় বন্ধুর মুখ- আব্দুল্লাহ আল মামুন।
৩. কী চাহ শঙ্খচিল- মমতাজউদ্দীন আহমেদ।
৪. নরকে লাল গোলাপ- আলাউদ্দিন আল আজাদ।
৫. যে অরণ্যে আলো নাই- নীলিমা ইব্রাহীম।
আরও পড়ুন……
ম দিয়ে মেয়েদের ইসলামিক নামের তালিকা অর্থসহ – List of Islamic Names for Girls with “M”