দুশ্চিন্তা দূর করার দোয়া | Prayer to remove anxiety

1
124
দুশ্চিন্তা দূর করার দোয়া | Prayer to remove anxiety
দুশ্চিন্তা দূর করার দোয়া | Prayer to remove anxiety
Advertisements
Rate this post

দুশ্চিন্তা দূর করার দোয়া | Prayer to remove anxiety

ছোট একটি দুয়ার দুটি উপকার পাচ্ছেন । যেই  দুআটা আমাদের প্রতিদিন পড়া দরকার । বিশেষত যারা বিভিন্ন সময় দুশ্চিন্তাগ্রস্থ হন । আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুন আমিন ।

আজকের পোস্ট থেকে আমরা জানব কি কি ?

  • বাজে চিন্তা দূর করার দোয়া,
  • মনের ভয় দূর করার দোয়া,
  • মনের অশান্তি দূর করার দোয়া,
  • দুশ্চিন্তা থেকে মুক্তির দোয়া আরবি,
  • মনের কষ্ট দূর করার দোয়া,
  • দুশ্চিন্তা থেকে মুক্তির ইসলামিক উপায়,
  • দুশ্চিন্তা ও ঋণ থেকে মুক্তির দোয়া,
  • হতাশা ও দুশ্চিন্তা থেকে মুক্তির উপায়,

মাত্র সাতবার যে ব্যক্তি পড়বে সকাল ও সন্ধ্যায়, তার দুনিয়া ও আখেরাতের সকল দুশ্চিন্তা দূর করার জন্য স্বয়ং আল্লাহ যথেষ্ট হবেন।

Advertisements

حَسْبِيَ اللّٰهُ لَا إِلٰهَ إِلَّا هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ
وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيْمِ

হাসবিয়াল্লা-হু লা ইলা-হা ইল্লা হুয়া, ‘আলাইহি তাওয়াক্কালতু, ওয়াহুয়া রব্বুল ‘আরশিল ‘আযীম

আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি ছাড়া আর কোনো হক্ব ইলাহ নেই। আমি তাঁর উপরই ভরসা করি। আর তিনি মহান আরশের রব।

(আবূ দাউদ ৪/৩২১ শাইখ শু‘আইব ও আব্দুল কাদের আরনাঊত এর সনদকে সহীহ বলেছেন)

একশত নফল হজ্জ, একশত ঘোড়া দান ও একশত গোলাম আযাদের সওয়াব লাভের আমল*

  • سُبْحَانَ اللّٰهِ (আল্লাহ পূত-পবিত্র) সকালে ১০০ বার ও সন্ধ্যায় ১০০ বার।

ফযীলত: একশত নফল হজ্জের সওয়াব হবে। (সুনানে তিরমিযী, হাদীস: ৩৪৮০)

  • اَلْحَمْدُ لِلّٰهِ (সকল প্রশংসা আল্লাহর) সকালে ১০০ বার ও সন্ধ্যায় ১০০ বার।

ফযীলত: জিহাদের উদ্দেশ্যে ১০০ ঘোড়া দান করার সওয়াব হবে। (সুনানে তিরমিযী, হাদীস: ৩৪৮০)

  • لَاۤ اِلٰهَ اِلَّا اللهُ (আল্লাহ ছাড়া কোনো মা‘বূদ নেই) সকালে ১০০ বার ও সন্ধ্যায় ১০০ বার।

ফযীলত: হযরত ইসমাঈল আ. এর বংশের ১০০ গোলাম আযাদ করার সওয়াব হবে। (সুনানে তিরমিযী, হাদীস: ৩৪৮০)

  • اَللهُ اَكْبَرُ (আল্লাহ সবচেয়ে বড়) সকালে ১০০ বার ও সন্ধ্যায় ১০০ বার।

ফযীলত: সে ঐ দিন এত পরিমাণ নেকী অর্জন করবে যা অন্য কেউ অর্জন করতে পারবে না। তবে যে তার মত এই আমল বা এর চেয়েও বেশি আমল করবে। (সুনানে তিরমিযী, হাদীস: ৩৪৮০)

  • * سُبْحَانَ اللهِ وَبِحَمْدِه সকালে ১০০ বার ও সন্ধ্যায় ১০০ বার পড়লে সমুদ্রের ফেনার চেয়ে বেশি গুনাহও আল্লাহ ক্ষমা করে দেন। (সুনানে তিরমিযী, হাদীস: ৩৫৩৬)

বি: দ্র: উক্ত হাদীসের মধ্যে সকাল দ্বারা উদ্দেশ্য ফজরের সময় হওয়ার পর থেকে ঠিক দুপুরের পূর্ব পর্যন্ত। আর সন্ধ্যা দ্বারা উদ্দেশ্য দুপুরের পর থেকে নিয়ে মধ্যরাত পর্যন্ত।

পড়ালেখা, ক্যারিয়ার গঠন, বিয়ে —কোনটির আগে কোনটি করতে হবে?

.

ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাঁর প্রিয় ছাত্র ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহকে বলেন:

➡️ প্রথমে জ্ঞানার্জন করবে

➡️ এরপর হালাল ব্যবসা-বাণিজ্যের মাধ্যমে রিযিক অন্বেষণ করবে

➡️ তারপর বিয়ে ও পরিবার নিয়ে ভাববে।

ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কেনো এই ধারাবাহিক কাজগুলো করতে বললেন?

এর ব্যাখ্যা দেন এভাবে:

“যদি জ্ঞানার্জনের সময় অর্থপার্জনে ব্যস্ত হয়ে পড়ো, তবে আর জ্ঞানার্জন করা হবে না। অর্থ-সম্পদ তখন তোমাকে ভৃত্য, বাঁদি ও পার্থিব ভোগ্যসামগ্রীর প্রতি লালায়িত করে ছাড়বে।”

তাহলে বিয়ে করতে হবে কেনো সবার শেষে?

সেটার জবাবে ইমাম আবু হানিফা বলেন:

“যখন যথেষ্ট পরিমাণ অর্থ-সম্পদ অর্জিত হবে, তখন বিয়ে করবে। জীবনসঙ্গিনীর সঙ্গে আন্তরিক ও মানবিক আচরণ করবে।”

তথ্যসূত্র:
ইমাম আবু হানিফা: জীবন ও কর্ম, আবুল হাসনাত কাসিম, সমকালীন প্রকাশন, পৃষ্ঠা ৪১-৪২।

Advertisements

1 COMMENT

Leave a Reply