প্রশ্নঃ রোজা অবস্থায় টিকা দেওয়া যাবে কিনা?

2
157
কোরআন-হাদীসের আলোকে শাফাআত
কোরআন-হাদীসের আলোকে শাফাআত
Advertisements
Rate this post

প্রশ্নঃ রোজা অবস্থায় টিকা দেওয়া যাবে কিনা?

কোরআন হাদিসের আলোকে বর্ণনা করলে উপকৃত হব।

উত্তর:

করোনা মহামারী প্রতিরোধক টিকা, ভ্যাক্সিন বা ইনজেকশান রোজাবস্থায় গ্রহণ করা যাবে মর্মে যদিও বিশ্বের বিভিন্ন দেশের মুফতিগণ অভিমত পোষণ করেছেন। তবে সাহরীর শেষ সময় এবং ইফতারের ১ম সময়ে করোনা প্রতিরোধক টিকা, ইনজেকশান ও ভ্যাক্সিন ইত্যাদি গ্রহণ করাতে কোন অসুবিধা নেই যদি রোযাবস্থায় একান্তই করোনা ভ্যাক্সিন গ্রহণ করতে হয়, অসুবিধা না হলে উক্ত দিনে রোযা ভঙ্গ না করে মাহে রমজান পরবর্তী যে কোন দিন সেই দিনের একটি রোজা পুনরায় আদায় করবে। এটা সতর্কতা ও উত্তম পন্থা। আর রোজাবস্থায় ভ্যাক্সিন গ্রহণ করলে শরীরের তাপমাত্রা বেড়ে গেলে বা জ্বর অনুভব হলে রোযা ভঙ্গ করতে পারবে। তখন রমযান শেষে পরে একটি রোযা কাফ্ফারা আদায় করবে। টিকা, ভ্যাক্সিন, ইনহেলার ইত্যাদি যাবতীয় ইনজেকশান রোযাবস্থায় গ্রহণ করাকে বহু মুহাক্কিক্ক ফোকাহায়ে কেরাম রোজা নষ্ট/ভঙ্গ হওয়ার আশংকা হতে মুক্ত নয় বলে মনে করেন।

Advertisements

উত্তর দিয়েছেনঃ

অধ্যক্ষ মুফতি সৈয়দ অছিয়র রহমান।

কবরের প্রশ্ন | কবরের প্রশ্ন ও উত্তর | মৃত্যুর পর

তথ্য সংগ্রহঃ মাসিক তরজুমানে আহলে সুন্নত

নিয়মিত তরজুমান -এ- আহলে সুন্নত পড়ুন।

07. Rajab

Advertisements

2 COMMENTS

Leave a Reply