Table of Contents
স্পষ্টভাষী শত্রু নির্বাক মিত্র অপেক্ষা ভালো ভাবসম্প্রসারণ | বাংলা ২য় পত্র
স্পষ্টভাষী শত্রু নির্বাক মিত্র অপেক্ষা ভালো
মূলভাব: মানবজীবনকে সুন্দর ও সুশৃঙ্খল করার জন্য শত্রুর চক্রান্ত থেকে নিজেকে মুক্ত রাখতে হয়। তেমনি সৎ বন্ধুর সাহচর্যও জীবনকে আরো রাঙিয়ে দেয়। কিন্তু সেই বন্ধু অপর বন্ধুর সংশোধনের ব্যাপারে নিশ্চুপ থাকে। যে কোনো ত্রুটিকে এড়িয়ে যায় তাদের চেয়ে স্পষ্টভাষী শত্রু অনেক ভালো। কেননা শত্রুর সমালোচনায় সে নিজেকে পরিশুদ্ধ করতে পারে।
সম্প্রসারিত ভাব: মানুষ সামাজিক জীব। সমাজে বাস করতে গিয়ে স্বভাবতই কারো সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। আবার কারো সাথে মতবিরোধের ফলে সৃষ্টি হয় শত্রুতা। যেকোনো বিপদে-আপদে বন্ধুই সবার আগে অগ্রসর হয় অপর বন্ধুর কাছে। প্রতিটি কাজের মধ্য দিয়ে বন্ধুর প্রতি তার হিতকামনাই প্রকাশ পায়। অপরপক্ষে, শত্রু যেহেতু জীবনের ক্ষতিসাধনে তৎপর থাকে তাই সবাই তার থেকে দূরে থাকে। কিন্তু বন্ধু যদিও মানবজীবনের জন্য অপরিহার্য; কিন্তু তারপরেও বন্ধু নির্বাচনে সতর্ক ও সচেতন থাকতে হবে। কেননা সকল বন্ধুই হিতাকাঙ্ক্ষী নয়।
জীবাল যখন ধন- সম্পদ, অর্থ-বিত্তের প্রাচুর্য থাকে, তখন স্বীয় হীন স্বার্থকে চরিতার্থ করার আশায় অনেকেই চাটুকারিতার পথ অবলম্বন করে। বন্ধু বেশে ভেতরের উদ্দেশ্যকে প্রকাশ না করে বাইরে শুধু তোষামোদ করে থাকে। বন্ধুর যখন প্রাচুর্যতা কমে যায় তখনই তারা কেটে পড়ে। তাছাড়া বন্ধুর ভালো-মন্দ যে- কোনো আচরণে তারা নীরব ভূমিকা পালন করে। বন্ধু যদি কখনো মন্দ জাতীয় কিছু করে তারপরেও স্বার্থ থেকে বঞ্চিত হবে ভেবে তা প্রত্যক্ষ করে না এবং কিছু বলে সতর্ক করে না।
ফলে বন্ধুর অপরাধ ধীরে ধীরে চরমে ওঠে ও জীবন ধ্বংসপ্রাপ্ত হয়। কিন্তু শত্রু যদিও সরাসরি মানুষের জন্য ক্ষতিকর, তারপরেও তার সমালোচনার ফলে জীবনে সংশোধনের সুযোগ পাওয়া যায়। আর এই সুযোগকে কাজে লাগিয়ে জীবনকে সার্থক করে তোলা যায়। তাই নিজের অজান্তে তথা পরোক্ষভাবে শত্রু নির্বাক মিত্রের চেয়ে মানবজীবনের অনেক উপকার করে থাকে।
আরও পড়ুন……
- স্বার্থমগ্ন যে জন বিমুখ ভাবসম্প্রসারণ | বাংলা ২য় পত্র
- ভাব-সম্প্রসারণ : অধর্মের ফল হইতে নিষ্কৃতি নাই
- ভাব-সম্প্রসারণ : অসির চেয়ে মসি বড়
- ভাব-সম্প্রসারণ : অধিকার পাওয়া এবং অধিকারী হওয়া এক বস্তু নয়
- ভাব-সম্প্রসারণ : প্রাণ থাকলেই প্রাণী হয়, কিন্তু মন না থাকলে মানুষ হয় না।
- ভাব-সম্প্রসারণ : অর্থই অনর্থের মূল
- ভাবসম্প্রসারণ লেখার নিয়ম ১৫০+ ভাবসম্প্রসারণ তালিকা