ভাবসম্প্রসারণ লেখার নিয়ম ১৫০+ ভাবসম্প্রসারণ তালিকা

5
363
যে নদী হারায়ে স্রোত চলিতে না পারে সহস্র শৈবালদাম বাঁধে আসি তারে; যে জাতি জীবনহারা অচল অসাড় পদে পদে বাঁধে তারে জীর্ণ লোকাচার ।
যে নদী হারায়ে স্রোত চলিতে না পারে সহস্র শৈবালদাম বাঁধে আসি তারে; যে জাতি জীবনহারা অচল অসাড় পদে পদে বাঁধে তারে জীর্ণ লোকাচার ।
Advertisements
5/5 - (7 votes)

Table of Contents

ভাবসম্প্রসারণ লেখার নিয়ম ১৫০+ ভাবসম্প্রসারণ তালিকা

ভাবসম্প্রসারণ লেখার নিয়ম:

ভাব সম্প্রসারণ মুখস্ত করার কোন বিষয় না। ভাব সম্প্রসারণ বুঝে পড়ার বিষয়, ভাব সম্প্রসারণ্যের মূল বিষয়টি বুঝতে পারলে মুখস্ত করা ছাড়াই খুব সুন্দর করে ভাব সম্প্রসারণ লিখতে পারবেন । তাই যারা মুখস্ত না করে ভাব সম্প্রসারণ লেখে ভালো নম্বর পেতে চান তারা আমাদের এই পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ুন। আশা করি এখান থেকে ভাব সম্প্রসারণ না মুখস্ত করে লেখার পারফেক্ট নিয়ম আপনি পেয়ে যাবেন।

একটি ভাব সম্প্রসারণ সুন্দরভাবে খাতায় উপস্থাপন করতে হলে প্রথমেই যা দরকার সেটা হলো সেই ভাব সম্প্রসারনের মূল বক্তব্যটি ভালোভাবে বুঝে নেওয়া । কারণ ভাব সম্প্রসারণটি কি বুঝাতে চাইছে মূল বিষয়টা কি এটা বুঝতে না পারলে আপনি কখনো সে ভাব সম্প্রসারণটা লিখে ভালো নম্বর অর্জন করতে পারবেন না। তাই আপনাকে সর্বপ্রথম ভাব সম্প্রসারণ এর বিষয়টি ভালোভাবে বুঝতে হবে। আর সাধারণত প্যারা প্যারা করে লিখলে ভালো নম্বর পাওয়া যায় তাই আপনি লাইন বাই লাইন লিখার চেয়ে প্যারা প্যারা করে লিখতে পারেন দেখবেন লিখা অনেক সুন্দর দেখাচ্ছে আর কম সময়ে পৃষ্ঠা ভরে গেছে।

ভাবসম্প্রসারণ লেখার নিয়ম ১৫০+ ভাবসম্প্রসারণ তালিকা

Advertisements

সুন্দর নম্বর পাওয়ার জন্য ভাব সম্প্রসারণকে অবশ্যই সাজিয়ে গুছিয়ে লিখতে হবে। এর জন্য আপনি একটি ভাব সম্প্রসারণ কে তিনটি অংশ ভাগ করে লিখতে পারেন। যেমনঃ প্রথমত মূলভাব, দ্বিতীয়তঃ সম্প্রসারিত ভাব বা ভাব সম্প্রসারণ, তৃতীয়ত মন্তব্য। আবার অনেকে দেখা যায় যে পয়েন্ট আকারে না লিখে পুরো পেজ ভর্তি করে লিখেন কিন্তু পয়েন্ট করে দিলে নম্বরটা ভালো পাওয়া যায়। আর সেই পয়েন্টগুলো হতে হবে প্যারা প্যারা করে। এর ফলে খুব তাড়াতাড়ি আপনার লেখাটাও শেষ হয়ে যাবে আর দেখতে অনেক সুন্দর লাগবে।

ভাবসম্প্রসারণ লেখার নিয়ম ১৫০+ ভাবসম্প্রসারণ তালিকা

ভাবসম্প্রসারণ তালিকা:

ভাবসম্প্রসারণ লেখার নিয়ম ১৫০+ ভাবসম্প্রসারণ তালিকা

  • সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ

  • লোভে পাপ পাপে মৃত্যু

  • যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখ তাই পাইলেও পাইতে পার অমূল্য রতন

  • বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর

  • বড় যদি হতে চাও ছােটো হও তব

  • পুষ্প আপনার জন্য ফোটে না

  • দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য

  • ছােট ছােট বালুকণা, বিন্দু বিন্দু জল, গড়ে তােলে মহাদেশ সাগর অতল

  • চক চক করলেই সোনা হয় না

  • জ্ঞানহীন মানুষ পশুর সমান

  • কর্তব্যের কাছে ভাই বন্ধু কেউ নেই

  • কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক মানুষেতে সুরাসুর

  • অহংকার পতনের মূল

ভাবসম্প্রসারণ লেখার নিয়ম ১৫০+ ভাবসম্প্রসারণ তালিকা

Advertisements