Table of Contents
ইসলাম গ্রহণ করলেন জনপ্রিয় মার্কিন র্যাপার বিং বং
অনলাইন ডেস্ক :
জনপ্রিয় মার্কিন র্যাপার ও কন্টেন্ট ক্রিয়েটর বিং বং ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। গত সপ্তাহে নিউইয়র্কের আস-সাফা ইসলামিক সেন্টারের মসজিদে বিশাল জমায়েতের সামনে প্রকাশ্যে ইসলাম ধর্ম গ্রহণের ঘোষণা দেন তিনি।
ওই মসজিদের খতিব বাংলাদেশের মুফতি লুৎফর রহমান কাসেমী তাকে কালেমা পাঠ করেন। কালেমা প্রাপ্তির পর তিনি ইসলামের মূলনীতিও শিক্ষা দেন।
বিং বং-এর ইসলাম গ্রহণের ভিডিও অনলাইনে ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া একটি ভিডিওতে তাকে মসজিদের খতিবের সঙ্গে কালেমা পাঠ করতে দেখা যায়। বিং বং এর আসল নাম ট্র্যাভিস ডয়েল।
সোশ্যাল মিডিয়ায় তিনি গরিলা নামে পরিচিত। বিং বং একজন আমেরিকান র্যাপার, বিষয়বস্তু নির্মাতা, উদ্যোক্তা এবং ওয়েব সিরিজ প্রযোজক। ইসলাম গ্রহণের পর তার নাম রাখা হয় হামজা। নিজের ইনস্টাগ্রাম পোস্টে সব ভিডিও শেয়ার করেছেন তিনি। আস-সাফা ইসলামিক সেন্টারের খতিব মুফতি লুৎফর রহমান কাসেমী বলেন, জনপ্রিয় র্যাপার ও কনটেন্ট নির্মাতা বিং বং রমজানের প্রথম সপ্তাহে ইফতারের একদিন আগে আমাদের সেন্টারে আসেন এবং স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করেন। আমি তাকে কালেমা ও ইসলামের প্রাথমিক শিক্ষা দিয়েছি।
ইসলাম গ্রহণ করলেন জনপ্রিয় মার্কিন র্যাপার বিং বং
মুসলিম নামের মধ্যে, তিনি হামজা নামটি পছন্দ করেছিলেন। এই রমজানের আগে, আমেরিকান লেখক এবং অ্যাক্টিভিস্ট শন কিং এবং আরেক র্যাপার লিল জন ইসলাম ধর্ম গ্রহণ করেন।
দাখিল-২০২৪ আজকের পরীক্ষার সঠিক প্রশ্ন-সমাধান পিডিএফ [সকল সেট]
আরো পোস্ট পড়ুন :