সুসময়ে অনেকই বন্ধু বটে হয় অসময়ে হায় হায় কেহ কারো নয়

0
109
অফিস ছুটির জন্য আবেদন
অফিস ছুটির জন্য আবেদন
Advertisements
Rate this post

সুসময়ে অনেকই বন্ধু বটে হয় অসময়ে হায় হায় কেহ কারো নয়

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভাল আছো । তো আজকে তোমাদের জন্য নিয়ে এলাম ভাবসম্প্রসারণ সুসময়ে অনেকই বন্ধু বটে হয় অসময়ে হায় হায় কেহ কারো নয় “ভাবসম্প্রসারণ” । এই রচনা তোমরা যারা পরীক্ষার্থী তাদের অনেক কাজে লাগবে । তো তোমাদের ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে Facebook messenger, WhatsappTelegram, Instagram এবং IMO তে শেয়ার করতে পারো ।

সুসময়ে অনেকই বন্ধু বটে হয়
অসময়ে হায় হায় কেহ কারো নয়।

সুসময়ে অনেকই বন্ধু বটে হয় অসময়ে হায় হায় কেহ কারো নয়

ভাব-সম্প্রসারণ : মানুষের জীবনে সুখ-দুঃখ দুই-ই আছে। তবে এর কোনটাই স্থায়ী হয়ে থাকে না। সুখের অবসানে আসে দুঃখ, আবার দুঃখ রাত্রির শেষে আসে সুখের দিন। সুখের মুহূর্ত মানুষ একাই কাটাতে পারে কিন্তু দুঃখের মুহূর্তে তার প্রয়োজন হয় অপরের সহযোগিতার।

কিন্তু আমাদের এই স্বার্থময় সংসারে এর বিপরীত চিত্রই দেখতে পাওয়া যায়। এখানে সুসময়ে বন্ধুর অভাব হয় না, বরং অনেকেই আগ বাড়িয়ে বন্ধুত্ব করতে আসে। অপরদিকে দুঃসময়ে সেই বন্ধুরাই দূরে চলে যায়, তাদের আর নাগাল পাওয়া যায় না। এদেরকে বলা হয় বসন্তের কোকিল। এরা কোকিলের মতই সুযোগসন্ধানী। প্রকৃতিতে যখন ফুলের মেলা বসে, গাছে গাছে যখন সবুজ পাতার ছড়াছড়ি, তখনই কোকিল আসে। শীতের দুঃসময়ে তার আর দেখা পাওয়া যায় না। ঠিক তেমনি করেই এ সব স্বার্থপর লোকেরা সুসময়ে সুখের ভাগ নিতে

Advertisements

আসে, দুঃসময়ে তারা বিদায় নেয়। কারণ তখন দুঃখী ব্যক্তির কাছ থেকে লাভজনক কিছু পাবার আশা থাকে না। ফুলে যখন মধু থাকে, তখন ভ্রমর গুনগুন করে তার কাছে ভিড় করে আসে, আর মধু ফুরিয়ে গেলেই সে অন্যত্র চলে যায়। স্বার্থান্ধ মানুষের বেলায়ও ঠিক এমনি ঘটে। আমাদের সংসারের রীতিই এই।

আরও পড়ুন……

Advertisements

Leave a Reply