Table of Contents
সুসময়ে অনেকই বন্ধু বটে হয় অসময়ে হায় হায় কেহ কারো নয়
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভাল আছো । তো আজকে তোমাদের জন্য নিয়ে এলাম ভাবসম্প্রসারণ সুসময়ে অনেকই বন্ধু বটে হয় অসময়ে হায় হায় কেহ কারো নয় “ভাবসম্প্রসারণ” । এই রচনা তোমরা যারা পরীক্ষার্থী তাদের অনেক কাজে লাগবে । তো তোমাদের ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে Facebook messenger, Whatsapp, Telegram, Instagram এবং IMO তে শেয়ার করতে পারো ।
সুসময়ে অনেকই বন্ধু বটে হয় অসময়ে হায় হায় কেহ কারো নয়
ভাব-সম্প্রসারণ : মানুষের জীবনে সুখ-দুঃখ দুই-ই আছে। তবে এর কোনটাই স্থায়ী হয়ে থাকে না। সুখের অবসানে আসে দুঃখ, আবার দুঃখ রাত্রির শেষে আসে সুখের দিন। সুখের মুহূর্ত মানুষ একাই কাটাতে পারে কিন্তু দুঃখের মুহূর্তে তার প্রয়োজন হয় অপরের সহযোগিতার।
কিন্তু আমাদের এই স্বার্থময় সংসারে এর বিপরীত চিত্রই দেখতে পাওয়া যায়। এখানে সুসময়ে বন্ধুর অভাব হয় না, বরং অনেকেই আগ বাড়িয়ে বন্ধুত্ব করতে আসে। অপরদিকে দুঃসময়ে সেই বন্ধুরাই দূরে চলে যায়, তাদের আর নাগাল পাওয়া যায় না। এদেরকে বলা হয় বসন্তের কোকিল। এরা কোকিলের মতই সুযোগসন্ধানী। প্রকৃতিতে যখন ফুলের মেলা বসে, গাছে গাছে যখন সবুজ পাতার ছড়াছড়ি, তখনই কোকিল আসে। শীতের দুঃসময়ে তার আর দেখা পাওয়া যায় না। ঠিক তেমনি করেই এ সব স্বার্থপর লোকেরা সুসময়ে সুখের ভাগ নিতে
আসে, দুঃসময়ে তারা বিদায় নেয়। কারণ তখন দুঃখী ব্যক্তির কাছ থেকে লাভজনক কিছু পাবার আশা থাকে না। ফুলে যখন মধু থাকে, তখন ভ্রমর গুনগুন করে তার কাছে ভিড় করে আসে, আর মধু ফুরিয়ে গেলেই সে অন্যত্র চলে যায়। স্বার্থান্ধ মানুষের বেলায়ও ঠিক এমনি ঘটে। আমাদের সংসারের রীতিই এই।
আরও পড়ুন……
- ভাবসম্প্রসারণ : কীর্তিমানের মৃত্যু নাই SSC HSC JSC
- ভাব-সম্প্রসারণ : বার্ধক্য তাহাই – যাহা পুরাতনকে, মিথ্যাকে, মৃত্যুকে আঁকড়িয়া পড়িয়া থাকে।
- ভাবসম্প্রসারণ : বিদ্যার সঙ্গে সম্পর্কহীন জীবন অন্ধ এবং জীবনের সঙ্গে সম্পর্কহীন বিদ্যা পঙ্গু।
- ভাব-সম্প্রসারণ : মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, বয়সের মধ্যে নয় ।
- ভাব-সম্প্রসারণ : বই কিনে কেউ দেউলিয়া হয় না।
- ভাব-সম্প্রসারণ : প্রাণ থাকলেই প্রাণী হয়, কিন্তু মন না থাকলে মানুষ হয় না।
- ভাব-সম্প্রসারণ: আপনি আচরি ধর্ম শিখাও অপরে।
- ভাব-সম্প্রসারণ : মেঘ দেখে কেউ করিসনে ভয়, আড়ালে তার সূর্য হাসে, হারা শশীর হারা হাসি, অন্ধকারেই ফিরে আসে।
- ভাব-সম্প্রসারণ : যে সহে, সে রহে।
- ভাব-সম্প্রসারণ : ভোগে নয়, ত্যাগেই মনুষ্যত্বের বিকাশ।
- ভাব-সম্প্রসারণ: জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো।
- ভাব-সম্প্রসারণ: ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমা-চাঁদ যেন ঝলসানো রুটি।
- ভাবসম্প্রসারণ: গ্রন্থগত বিদ্যা আর পরহস্তে ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন।
- ভাব-সম্প্রসারণ : অভাবে স্বভাব নষ্ট
- ভাব-সম্প্রসারণ : অসির চেয়ে মসি বড়
- ভাব-সম্প্রসারণ : অধিকার পাওয়া এবং অধিকারী হওয়া এক বস্তু নয়
- ভাব-সম্প্রসারণ : অধর্মের ফল হইতে নিষ্কৃতি নাই
- ভাব-সম্প্রসারণ : অনুকরণের দ্বারা পরের ভাব আপন হয় না অর্জন না করলে কোন বস্তুই নিজের হয় না
- সাহিত্য জাতির দর্পণস্বরূপ। ভাবসম্প্রসারণ SSC HSC
- পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি