Table of Contents
বই কেনার জন্য টাকা চেয়ে তোমার পিতার নিকট একখানা পত্র লেখ
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভাল আছো । তো আজকে তোমাদের জন্য নিয়ে এলাম বই কেনার জন্য টাকা চেয়ে তোমার পিতার নিকট একখানা পত্র লেখ । এই রচনা তোমরা যারা পরীক্ষার্থী তাদের অনেক কাজে লাগবে । তো তোমাদের ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে Facebook, messenger, Whatsapp, Telegram, Instagram এবং IMO তে শেয়ার করতে পারো ।
বই কেনার জন্য টাকা চেয়ে তোমার পিতার নিকট একখানা পত্র লেখ
অথবা,
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার জন্য বই কেনার টাকা চেয়ে তোমার আব্বার কাছে একখানা পত্র লেখ।
১২ই জানুয়ারি, ২০২৪
শ্রদ্ধেয় আব্বা,
আমার সালাম নিবেন। আম্মাকেও সালাম জানাবেন। আশা করি ভালো আছেন। বাড়ি থেকে এসে আপনাকে চিঠি লিখতে একটু দেরি হলো। ভেবেছিলাম পরীক্ষার ফলাফল জানিয়েই চিঠি লিখব। সেজন্য দেরি হলো।
গত সপ্তাহে ফলাফল বের হয়েছে। আপনি জেনে খুবই খুশি হবেন, আমি পরীক্ষায় সব বিষয়েই সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করে পঞ্চম শ্রেণিতে উত্তীর্ণ হয়েছি। এখন বার্ষিক পরীক্ষার প্রস্তুতির জন্য আমার নতুন বই কেনা দরকার। তাই কিছু টাকার প্রয়োজন। চিঠি পাওয়া মাত্র তিন হাজার টাকা পাঠিয়ে দিবেন। আমার জন্য মাকে চিন্তা করতে নিষেধ করবেন। সময় পেলেই বাড়িতে আপনাদের সবার সঙ্গে দেখা করতে চলে আসব।
আজ আর লিখছি না। আমার জন্য আপনারা দোয়া করবেন। চিঠি লিখবেন।
ইতি
আপনার স্নেহের
আবিদ
আরও পড়ুন……
- মাদকাসক্তির কুফল বিষয়ে সচেতন করে একখানা পত্র লিখুন
- পাঠাগার স্থাপনের জন্যে আবেদনপত্র
- ব্যাংক ঋণের জন্যে আবেদনপত্র (নমুনা)
- ভাবসম্প্রসারণ : কীর্তিমানের মৃত্যু নাই SSC HSC JSC
- ভাব-সম্প্রসারণ : বার্ধক্য তাহাই – যাহা পুরাতনকে, মিথ্যাকে, মৃত্যুকে আঁকড়িয়া পড়িয়া থাকে।
- বেতন মওকুফের জন্য আবেদন