দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ

0
207
অফিস ছুটির জন্য আবেদন
অফিস ছুটির জন্য আবেদন
Advertisements
Rate this post

দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভাল আছো । তো আজকে তোমাদের জন্য নিয়ে এলাম ভাবসম্প্রসারণ দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ “ভাবসম্প্রসারণ” । এই রচনা তোমরা যারা পরীক্ষার্থী তাদের অনেক কাজে লাগবে । তো তোমাদের ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে Facebook messenger, WhatsappTelegram, Instagram এবং IMO তে শেয়ার করতে পারো ।

দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ

দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ
দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ

ভাব-সম্প্রসারণ: মানুষ সামাজিক জীব। সমাজবদ্ধ হয়ে মিলেমিশেই তাকে সমাজে বাস করতে হয়। সেজন্য কোন বিষয়ে সাফল্য অর্জনের জন্য সম্মিলিত পদক্ষেপই কার্যকর হয়। কেননা ঐক্যবদ্ধ হয়ে কাজ করার মধ্যে যে প্রেরণা আছে তার শক্তি অসীম। সমবেত চেষ্টায় যে কাজ সফল করে তোলা যায় , তার গৌরব সকলের প্রাপ্য আবার এতে যদি ব্যর্থতা বরণ করতে হয়, তার লজ্জা বা অগৌরবও সকলের) এক্ষেত্রে কোন বিশেষ ব্যক্তিকে অগৌরবের গ্লানি বহন করতে হয় না কিংবা মানসিক ক্লেশ পেতে হয় না।

একাকী কোন কাজ করতে গেলে তাতে সাফল্যের সম্ভাবনা থাকে খুবই কম। অপরদিকে দশজন মিলে, অর্থাৎ একতাবদ্ধ হয়ে কোন কাজ করলে তাতে সকলের বুদ্ধি ও শক্তির সমন্বয়ে সাফল্য অনিবার্য হয়ে ওঠে। একক প্রচেষ্টায় কোন কাজে ব্যর্থ হলে লজ্জা, দুঃখ ও নৈরাশ্যে মন ভরে যায়। ফলে দ্বিতীয়বার কাজে অগ্রসর হওয়ার মতো আত্মশক্তির অভাব দেখা দেয়। আর দশজনে মিলিতভাবে কোন কাজে ব্রতী হয়ে ব্যর্থ হলেও লজ্জার কোন অবকাশ থাকে না এবং সেক্ষেত্রে পুনরায় কাজে অগ্রসর হওয়ার জন্যে মনোবলেরও অভাব হয় না। সুতরাং মিলিত শক্তির কোন বিকল্প নেই। কাজেই বিচ্ছিন্ন প্রচেষ্টায় শক্তির অপচয় না ঘটিয়ে কোনো কার্যে মিলিতভাবে অগ্রসর হওয়াই আমাদের কর্তব্য।

Advertisements

 

আরও পড়ুন……

 

Advertisements

Leave a Reply