কেন পার্শ্ব ক্ষান্ত হও হেরি দীর্ঘ পথ, উদ্যম বিহনে কার পুরে মনোরথ

0
208
অফিস ছুটির জন্য আবেদন
অফিস ছুটির জন্য আবেদন
Advertisements
Rate this post

কেন পার্শ্ব ক্ষান্ত হও হেরি দীর্ঘ পথ,

উদ্যম বিহনে কার পুরে মনোরথ

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভাল আছো । তো আজকে তোমাদের জন্য নিয়ে এলাম ভাবসম্প্রসারণ কেন পার্শ্ব ক্ষান্ত হও হেরি দীর্ঘ পথ, উদ্যম বিহনে কার পুরে মনোরথ “ভাবসম্প্রসারণ” । এই রচনা তোমরা যারা পরীক্ষার্থী তাদের অনেক কাজে লাগবে । তো তোমাদের ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে Facebook messenger, WhatsappTelegram, Instagram এবং IMO তে শেয়ার করতে পারো ।

কেন পার্শ্ব ক্ষান্ত হও হেরি দীর্ঘ পথ,উদ্যম বিহনে কার পুরে মনোরথ
কেন পার্শ্ব ক্ষান্ত হও হেরি দীর্ঘ পথ, উদ্যম বিহনে কার পুরে মনোরথ

কেন পার্শ্ব ক্ষান্ত হও হেরি দীর্ঘ পথ, উদ্যম বিহনে কার পুরে মনোরথ

ভাব-সম্প্রসারণ: যে কোন কাজের জন্য চাই উদ্যম। দূরের পথে যেতে হলে পথের দূরত্ব দেখে, পথের কষ্টের কথা ভেবে নিরাশ হয়ে বসে থাকলে চলবে না। মনে সাহস নিয়ে এগোতে থাকলে দূরত্ব যত বেশিই হোক তা এক সময় শেষ হবেই। করণীয় কাজ কখনো অত্যন্ত কষ্টসাধ্য মনে হয়, সময় সাপেক্ষ মনে হয়। যারা অলস, যাদের মধ্যে কর্মোদ্যম নেই তারা এ অবস্থায় ভয় পেয়ে কর্ম সাধন থেকে বিরত থাকে। ফলে তাদের কর্তব্য সাধিত হয় না, জীবন হয় ব্যর্থ।

সুতরাং কষ্টকে উপেক্ষা করে উৎসাহ নিয়ে কর্তব্য কাজে ব্রতী হলে মনের বাসনা পূর্ণ হবে, জীবন সার্থক হবে। মনের বাসনা পূরণ করতে চাইলে প্রয়োজন উদ্যমের। উৎসাহ উদ্দীপনার সাথে কাজ করতে থাকলে জটিল কাজও সহজ হয়, কোন সমস্যা থাকে না। তাই বলা হয় উদ্যমই কর্মসাধনের প্রধান উপায়। জগতে কোন কাজই অসাধ্য নয়। কঠিন ও দুরূহ কাজে সাফল্য লাভের জন্য চাই অসীম মনোবল, উদ্যম ও সাধনা।

Advertisements

 

আরও পড়ুন……

Advertisements

Leave a Reply