মাদকাসক্তির কুফল বিষয়ে সচেতন করে একখানা পত্র লিখুন

3
196
অফিস ছুটির জন্য আবেদন
অফিস ছুটির জন্য আবেদন
Advertisements
Rate this post

ছোট ভাইকে মাদকাসক্তির কুফল বিষয়ে সচেতন করে একখানা পত্র লিখুন।

মাদকাসক্তির কুফল বিষয়ে সচেতন করে একখানা পত্র লিখুন
মাদকাসক্তির কুফল বিষয়ে সচেতন করে একখানা পত্র লিখুন

২০ সেপ্টেম্বর ২০২৩

কারমাইকেল কলেজ,

রংপুর

Advertisements

স্নেহের ছোট্ট, আদর নিও। তোমার ব্যাপারে একটা কথা জেনে আমি তো অবাক। কথাটা কিছুতেই বিশ্বাস হচ্ছে না। তোমাকে আমি, মা-বাবা-আমরা সবাই কত ভালো জানি। কত আশা করি তোমার কাছে। অথচ রিয়াজের চিঠিতে জানতে পারলাম, তুমি নাকি ইদানীং মাদকদ্রব্যের অশুভ থাবায় পড়েছ? যদি তা সত্যি হয়, তবে নিশ্চয় সেটা কোনো বন্ধুর পাল্লায় পড়ে।

পিংকু, মাদকাসক্তির কারণে কী প্রচণ্ড ক্ষতি তা কি তুমি জানো? এর ফলে মানসিক ও শারীরিক শক্তি লোপ পায়। এতে যে কেবল মানুষের আয়ু কমে, তা নয়। বিশেষজ্ঞরা বলছেন, মাদকাসক্তির কারণে মস্তিষ্কে রক্তক্ষরণ হতে পারে। হতে পারে ফুসফুসের রোগসহ নানারকম রোগ। তাই আমি আশা করছি, এ মুহূর্ত থেকে তুমি মাদক গ্রহণ ছেড়ে দেবে। এখন তোমার লেখাপড়া করার বয়স। সামনেই এসএসসি পরীক্ষা। তোমাকে অবশ্যই ভালো রেজাল্ট করতে হবে। আর সেজন্যে তোমাকে হতে হবে যথেষ্ট পরিশ্রমী।

তাছাড়া বই পড়া, খেলাধুলা আর সংস্কৃতি চর্চায় সময় দিতে হবে। এর মধ্যে যদি নিয়মিত মাদক নেয়ার মতো বদ অভ্যাস তোমার ভেতর চলে আসে তবে তা তোমার জন্য একটুও ভালো হবে না। আমাদের পরিবারের কেউ মাদক গ্রহণ পছন্দ করে না। আশা করি মাদকদ্রব্য ছেড়ে দিয়ে লেখাপড়া ও নিজের প্রতি যত্নবান হবে। ভালো থেকো এই কামনায় …

তোমার বড়ভাই

মোস্তফা কামাল

আরও পড়ুন……

Advertisements

Leave a Reply