সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই ভাবসম্প্রসারণ
শুনহ মানুষ ভাই
সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই।
অথবা,
জগৎ জুড়িয়া এক জাতি আছে, সে জাতির নাম মানুষ
একই পৃথিবীর স্তন্যে লালিত, একই রবিশশী মোদের সাথী।
মূলভাব: এ পৃথিবীর সবকিছুর মধ্যে মানুষের স্থান সবার ঊর্ধ্বে।
সম্প্রসারিত ভাব : মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব। দেহ-মনে-প্রাণে মানুষ অপূর্ব। বাইবেলে উল্লেখ আছে, “God made man after his own image.” পরম করুণাময় সৃষ্টিকর্তা মানুষকে তার অনন্ত শক্তিতে বলীয়ান করে তার মধ্যে মেধা ও বুদ্ধির সমন্বয় ঘটিয়ে অন্যান্য জীব থেকে পৃথক ও শ্রেষ্ঠ করে সৃষ্টি করেছেন। সৃষ্টিকর্তার দৃষ্টিতে সব মানুষ সমান। তিনি সব মানুষকে সমান ভালোবাসা দিয়ে সৃষ্টি করেছেন।
কিন্তু বিশ্ব সংসারে মানুষ স্বার্থের কারণে মানুষে-মানুষে ভেদাভেদ সৃষ্টি করেছে। এখানে কেউ অভিজাত বলে দাবি করছে, কেউ সৃষ্টিকর্তার একান্ত ঘনিষ্ঠ বলে দাবি করছে, ধর্মের দোহাই দিয়ে কেউ কুলীন বলে পরিচয় দিচ্ছে, কেউ বা রাজাধিরাজ সেজে অন্য মানুষকে শোষণ করছে। মানুষে-মানুষে এই যে ভেদাভেদ এটা মানুষের সৃষ্টি, সৃষ্টিকর্তার দৃষ্টিতে সব মানুষ সমান। মানুষে-মানুষে যে কালো-ধলো, ধর্ম- বর্ণের পার্থক্য তা ভুলে গিয়ে মানুষে-মানুষে সম্প্রীতির সম্পর্ক স্থাপন করতে পারলে পৃথিবীটা আরো সুন্দর ও সুখময় হয়ে উঠবে।
মন্তব্য: মানুষে-মানুষে ভেদাভেদ সৃষ্টি না করে মানবতার আলোকে সব মানুষকে মূল্যায়ন ও সম-অধিকার প্রদান করা উচিত।
আরও পড়ুন……
- ভাব-সম্প্রসারণ : অধর্মের ফল হইতে নিষ্কৃতি নাই
- ভাব-সম্প্রসারণ : অসির চেয়ে মসি বড়
- ভাব-সম্প্রসারণ : অধিকার পাওয়া এবং অধিকারী হওয়া এক বস্তু নয়
- ভাব-সম্প্রসারণ : প্রাণ থাকলেই প্রাণী হয়, কিন্তু মন না থাকলে মানুষ হয় না।
- ভাব-সম্প্রসারণ : অর্থই অনর্থের মূল
- ভাবসম্প্রসারণ লেখার নিয়ম ১৫০+ ভাবসম্প্রসারণ তালিকা