Table of Contents
ভাবসম্প্রসারণ বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভাল আছো । তো আজকে তোমাদের জন্য নিয়ে এলাম ভাবসম্প্রসারণ বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে “ভাবসম্প্রসারণ” । এই রচনা তোমরা যারা পরীক্ষার্থী তাদের অনেক কাজে লাগবে । তো তোমাদের ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে Facebook messenger, Whatsapp, Telegram, Instagram এবং IMO তে শেয়ার করতে পারো ।
ভাবসম্প্রসারণ বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে
ভাব-সম্প্রসারণ: যেখানে যে থাকতে অভ্যস্ত, তাকে সেখানেই সুন্দর লাগে, সেখানেই সে তার স্বকীয়তা প্রকাশ করতে পারে। যে বনে বাস করে, সে তথাকার পরিবেশের সঙ্গে নিজেকে মিলিয়ে নেয়। সেখানেই সে সুন্দর ও প্রাণোচ্ছল। কিন্তু তাকে যদি তার নিজ পরিবেশ থেকে সরিয়ে এনে শহর বা অন্য পরিবেশে ছেড়ে দেয়া হয় তবে তা হবে একটা বিসদৃশ ব্যাপার। সে ঠিকমত চলতে পারবে না।
সেখানে সে হবে বেমানান শিশুর ব্যাপারেও একই অবস্থা। মায়ের কোলেই শিশু দেখতে সুন্দর। যতক্ষণ সে মায়ের কাছে কাছে থাকে ততক্ষণই সে প্রাণোচ্ছল। তার আধো আধো বোল, মায়ের কাছে তার আবদার সবই মনোমুগ্ধকর। সে শিশুকে যদি মায়ের কোল থেকে সরিয়ে অন্য কোথাও ছেড়ে দেয়া যায়, তবে তার শিশুসুলভ চাপল্য নিমেষে লোপ পাবে, সে হয়ে পড়বে জীবনস্মৃত। কারো সৌন্দর্য ও স্বকীয়তা বিচার করতে হলে তাকে তার নিজস্ব পরিবেশে রেখে করতে হবে। পরিবেশচ্যুত হলে তার প্রকৃত সৌন্দর্য বিকশিত হতে পারে না।
আরও পড়ুন……
- ভাবসম্প্রসারণ : কীর্তিমানের মৃত্যু নাই SSC HSC JSC
- ভাব-সম্প্রসারণ : বার্ধক্য তাহাই – যাহা পুরাতনকে, মিথ্যাকে, মৃত্যুকে আঁকড়িয়া পড়িয়া থাকে।
- ভাবসম্প্রসারণ : বিদ্যার সঙ্গে সম্পর্কহীন জীবন অন্ধ এবং জীবনের সঙ্গে সম্পর্কহীন বিদ্যা পঙ্গু।
- ভাব-সম্প্রসারণ : মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, বয়সের মধ্যে নয় ।
- ভাব-সম্প্রসারণ : বই কিনে কেউ দেউলিয়া হয় না।
- ভাব-সম্প্রসারণ : প্রাণ থাকলেই প্রাণী হয়, কিন্তু মন না থাকলে মানুষ হয় না।
- ভাব-সম্প্রসারণ: আপনি আচরি ধর্ম শিখাও অপরে।
- ভাব-সম্প্রসারণ : মেঘ দেখে কেউ করিসনে ভয়, আড়ালে তার সূর্য হাসে, হারা শশীর হারা হাসি, অন্ধকারেই ফিরে আসে।
- ভাব-সম্প্রসারণ : যে সহে, সে রহে।
- ভাব-সম্প্রসারণ : ভোগে নয়, ত্যাগেই মনুষ্যত্বের বিকাশ।
- ভাব-সম্প্রসারণ: জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো।
- ভাব-সম্প্রসারণ: ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমা-চাঁদ যেন ঝলসানো রুটি।
- ভাবসম্প্রসারণ: গ্রন্থগত বিদ্যা আর পরহস্তে ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন।
- ভাব-সম্প্রসারণ : অভাবে স্বভাব নষ্ট
- ভাব-সম্প্রসারণ : অসির চেয়ে মসি বড়
- ভাব-সম্প্রসারণ : অধিকার পাওয়া এবং অধিকারী হওয়া এক বস্তু নয়
- ভাব-সম্প্রসারণ : অধর্মের ফল হইতে নিষ্কৃতি নাই
- ভাব-সম্প্রসারণ : অনুকরণের দ্বারা পরের ভাব আপন হয় না অর্জন না করলে কোন বস্তুই নিজের হয় না
- সাহিত্য জাতির দর্পণস্বরূপ। ভাবসম্প্রসারণ SSC HSC
- পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি