Table of Contents
স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন।
মূলভাব : যেকোনো পরাধীন জাতির জন্য স্বাধীনতা অত্যন্ত কষ্টসাধ্য। স্বাধীনতা অর্জন কষ্টকর হলেও সেই স্বাধীনতাকে টিকিয়ে রাখা আরো কঠিন। তাই স্বাধীনতা রক্ষায় দেশবাসীকে অধিক সচেতন ও সদা সতর্ক থাকতে হয় ।
সম্প্রসারিত ভাব : প্রতিটি মানুষই সাধারণত স্বাধীনতাপ্রিয়। তার চলাফেরা, কথাবার্তা প্রতিটি আচরণেই স্বাধীনতার আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়। পরাধীনতাকে সবাই অপছন্দ করে এবং তা থেকে মুক্ত হবার সবাই প্রত্যাশী। কিন্তু এই স্বাধীনতা মানুষের জন্য যতই আকাঙ্ক্ষিত হোক না কেন তা লাভ করা তত সহজ নয়।
অপরিসীম ত্যাগ-তিতিক্ষা আর অজস্র আত্মবিসর্জনের মধ্য দিয়ে আসে স্বাধীনতা। মানুষ পরম আনন্দে বরণ করে নেয় স্বাধীনতাকে। কিন্তু এখানেই শেষ কথা নয়, স্বাধীনতা লাভের পর তাকে টিকিয়ে রাখাই ঐ জাতির জন্য তখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। যুগ যুগ ধরে কষ্ট-নিপীড়ন সহ্যের মাধ্যমে অর্জিত হলেও স্বাধীনতা রক্ষা তখন তার চেয়েও কঠিন কাজ হয়ে যায়। কেননা স্বাধীন দেশের ভেতরে ও বাইরে শত্রুর অভাব নেই।
দেশের স্বাধীনতাকে সমুন্নত রাখতে হলে সদা তৎপর থাকতে হবে। দেশের মানুষের জীবনযাপনের নিরাপত্তা, পুনর্গঠন, দেশের উন্নতির দিকে খেয়াল করতে হবে। দেশের মানুষের সার্বিক কল্যাণের জন্য বিচিত্র পদক্ষেপ নিতে হবে এবং তার পাশাপাশি বহিঃশত্রুর আক্রমণ থেকে বাঁচার জন্য সতর্ক থাকতে হবে। অপরপক্ষে, স্বাধীনতা অর্জনের পরপরই যদি কোনো জাতি তাদের ব্যক্তিস্বার্থ নিয়ে নিমগ্ন থাকে, বিলাসিতায় গা ভাসিয়ে দেয় তবে সেই দেশের স্বাধীনতা ভূলুণ্ঠিত হতে বাধ্য। তাই স্বাধীনতা অর্জনের পর দেশের সব নাগরিককে দেশের প্রতি মনোনিবেশ করা উচিত।
মন্তব্য : স্বাধীনতাকে অর্জন করেই কোনো জাতির ক্ষান্ত হওয়া উচিত নয়। স্বাধীনতার গুরুত্ব উপলব্ধি করে তার প্রতি সদা সতর্ক থাকতে হবে সবাইকে।
স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন ,
স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন ভাব সম্প্রসারণ ,
ভাবসম্প্রসারণ স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন ,
ভাব সম্প্রসারণ স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন
আরও পড়ুন……
- ভাবসম্প্রসারণ : কীর্তিমানের মৃত্যু নাই SSC HSC JSC
- ভাব-সম্প্রসারণ : বার্ধক্য তাহাই – যাহা পুরাতনকে, মিথ্যাকে, মৃত্যুকে আঁকড়িয়া পড়িয়া থাকে।
- ভাবসম্প্রসারণ : বিদ্যার সঙ্গে সম্পর্কহীন জীবন অন্ধ এবং জীবনের সঙ্গে সম্পর্কহীন বিদ্যা পঙ্গু।
- ভাব-সম্প্রসারণ : মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, বয়সের মধ্যে নয় ।
- ভাব-সম্প্রসারণ : বই কিনে কেউ দেউলিয়া হয় না।
- ভাব-সম্প্রসারণ : প্রাণ থাকলেই প্রাণী হয়, কিন্তু মন না থাকলে মানুষ হয় না।
- ভাব-সম্প্রসারণ: আপনি আচরি ধর্ম শিখাও অপরে।
- ভাব-সম্প্রসারণ : মেঘ দেখে কেউ করিসনে ভয়, আড়ালে তার সূর্য হাসে, হারা শশীর হারা হাসি, অন্ধকারেই ফিরে আসে।
- ভাব-সম্প্রসারণ : যে সহে, সে রহে।
- ভাব-সম্প্রসারণ : ভোগে নয়, ত্যাগেই মনুষ্যত্বের বিকাশ।
- ভাব-সম্প্রসারণ: জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো।
- ভাব-সম্প্রসারণ: ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমা-চাঁদ যেন ঝলসানো রুটি।
- ভাবসম্প্রসারণ: গ্রন্থগত বিদ্যা আর পরহস্তে ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন।
- ভাব-সম্প্রসারণ : অভাবে স্বভাব নষ্ট
- ভাব-সম্প্রসারণ : অসির চেয়ে মসি বড়
- ভাব-সম্প্রসারণ : অধিকার পাওয়া এবং অধিকারী হওয়া এক বস্তু নয়
- ভাব-সম্প্রসারণ : অধর্মের ফল হইতে নিষ্কৃতি নাই
- ভাব-সম্প্রসারণ : অনুকরণের দ্বারা পরের ভাব আপন হয় না অর্জন না করলে কোন বস্তুই নিজের হয় না
- সাহিত্য জাতির দর্পণস্বরূপ। ভাবসম্প্রসারণ SSC HSC
- পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি