Advertisements

ভাবসম্প্রসারণ : অতি বাড় বেড়ো না, ঝড়ে পড়ে যাবে ভাবসম্প্রসারণ

Author:

Published:

Updated:

ভাবসম্প্রসারণ : অতি বাড় বেড়ো না, ঝড়ে পড়ে যাবে ভাবসম্প্রসারণ
Advertisements

ভাবসম্প্রসারণ : অতি বাড় বেড়ো না, ঝড়ে পড়ে যাবে ভাবসম্প্রসারণ

Rate this post

ভাবসম্প্রসারণ : অতি বাড় বেড়ো না, ঝড়ে পড়ে যাবে ভাবসম্প্রসারণ

অতিবাড় বেড়ো না, ঝড়ে পড়ে যাবে অতি ছোট থেকো না, ছাগলে মুড়াবে।

অহংকার এবং নম্রতা অতিরিক্ত ভাল নয়। এগুলোর আধিক্য জীবনের প্রতিটি ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করে। মানুষ রক্ত মাংসের প্রাণী। মানুষের সচরাচর অভ্যাস হলো নিজেকে প্রকাশ করা। কিন্তু প্রতিটি কাজের কিছু নিয়ম থাকে। মানুষকে তার অনুসরণ করতে হবে। আর এই নিয়মগুলো না মানলে মানুষকে সমস্যায় পড়তে হয়। অহংকার করলে অবশ্যই যে কারো পতন হবেই । একজন অহংকারী ব্যক্তি নিজেকে ধ্বংস করে এবং সমাজের ক্ষতি করে। মানুষের জীবন ফুলের বিছানা নয়। সংসারে টিকে থাকার জন্য তাকে সংগ্রাম করতে হয়। মানুষ তার কঠোর পরিশ্রম ও মেধার মাধ্যমে যেকোনো কাজে সফল হয়।

বিজয়ী মানুষের মধ্যে এক ধরনের ইগো কাজ করে। মানুষের মধ্যে প্রয়োজনীয় অহংবোধ বা গর্ব থাকবে কিন্তু অতিরিক্ত কিছুই ভালো না । কখনও কখনও এই অহংবোধ এত তীব্র হয় যে সমাজের লোকেরা এটি থেকে মুখ ফিরিয়ে নেয়। ফলে বাড়াবাড়ির কারণে জনপ্রিয়তা হারান তিনি। সমাজে আমরা অন্য শ্রেণীর লোকদের খুঁজে পাই যারা খুব বেশি নমনীয়তা বা নম্রতা দেখায়। তারা নিজেদেরকে খুব ছোট বা তুচ্ছ মনে করে। এ ধরনের মানুষ কোনো সিদ্ধান্ত নিতে পারে না। এই শ্রেণীর লোকেরাও সমাজ থেকে যথাযথ সম্মান পায় না। অহংকারী হওয়ার ফল হল ধ্বংস। অতি নম্র বা তুচ্ছ হওয়াও অনুচিত।

চার্লস ডারউইন বলেছেন- “জীবন যুদ্ধে যোগ্যরাই টিকে থাকে।”

তাই পরিবেশের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। সমস্ত আচার-অনুষ্ঠান যেখানে প্রয়োজন সেখানেই করতে হবে। মানুষের দাম্ভিকতা ও ক্ষমতার কারণে পৃথিবীর অনেক দেশ ধ্বংস হয়ে গেছে। আবার অনেক জাতি নিজেকে ছোট বা তুচ্ছ মনে করতে গিয়ে স্বাধীনতা হারিয়েছে। প্রকৃতির দিকে তাকালে আমরা সুন্দর উদাহরণ দেখতে পাই। যে গাছগুলো খুব বড় হয় সেগুলো সামান্য হাওয়ায় ভেঙ্গে যায়। আবার সেই গাছগুলো খুবই ছোট এবং বিভিন্ন তৃণভোজীরা খেয়ে থাকে। ফলস্বরূপ, উদ্ভিদ আর বিকশিত হয় না। তাই সময় ও স্থান ভেদে আচরণে পার্থক্য থাকা উচিত।

ভাবসম্প্রসারণ : অতি বাড় বেড়ো না, ঝড়ে পড়ে যাবে ভাবসম্প্রসারণ

অহংকার পতনের মূল , একজন অহংকারী ব্যক্তি সমাজে কখনো আলো আনতে পারে না,তার মাধ্যমে সমাজ বিনষ্ট হয় । এছাড়াও এর আধিক্য জীবনের প্রতিটি ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করে। মানুষ রক্ত মাংসের প্রাণী। মানুষের সরল ধর্ম আত্মপ্রকাশ। কিন্তু প্রতিটি কাজের কিছু নিয়ম থাকে। মানুষকে তাদের অনুসরণ করতে হবে। আর এই নিয়মগুলো না মানলে সমস্যায় পড়বেন।

অভিমানে পড়ে যাওয়াটাই স্বাভাবিক। একজন অহংকারী ব্যক্তি নিজেকে ধ্বংস করে এবং সমাজের ক্ষতি করে। মানুষের জীবন ফুলের বিছানা নয়। সংসারে টিকে থাকার জন্য তাকে সংগ্রাম করতে হয়। মানুষ তার কঠোর পরিশ্রম ও মেধার মাধ্যমে যেকোনো কাজে সফল হয়। বিজয়ী মানুষের মধ্যে এক ধরনের ইগো কাজ করে। মানুষের মধ্যম গর্ব থাকবে।

ভাব-সম্প্রসারণ: গ্রন্থগত বিদ্যা আর পরহস্তে ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন।

কখনও কখনও এই অহংবোধ এতটাই তীব্র হয় যে সমাজের লোকেরা এটি থেকে মুখ ফিরিয়ে নেয়। ফলে বাড়াবাড়ির কারণে জনপ্রিয়তা হারান তিনি। সমাজে আমরা অন্য শ্রেণীর লোকদের খুঁজে পাই যারা খুব বেশি নমনীয়তা বা নম্রতা দেখায়। তারা নিজেদেরকে খুব ছোট বা তুচ্ছ মনে করে। এ ধরনের মানুষ কোনো সিদ্ধান্ত নিতে পারে না। এই শ্রেণীর লোকেরাও সমাজ থেকে যথাযথ সম্মান পায় না।

অহংকারের ফল ধ্বংস। খুব ভদ্র বা বিনয়ী হওয়াও অনুচিত। চার্লস ডারউইন বলেছিলেন – “জীবনের যুদ্ধই যোগ্যতমের বেঁচে থাকা।” তাই পরিবেশের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। যেখানে প্রয়োজন সেখানে সমস্ত আচার অনুষ্ঠান করা উচিত। তাদের দাম্ভিকতা ও ক্ষমতার কারণে পৃথিবীর অনেক দেশ ধ্বংস হয়ে গেছে। আবার অনেক জাতি হীন বা অধঃপতিত হয়ে স্বাধীনতা হারিয়েছে। প্রকৃতির দিকে তাকালে আমরা সুন্দর উদাহরণ দেখতে পাই। যে গাছগুলো খুব বড় হয় সেগুলো সামান্য হাওয়ায় ভেঙ্গে যায়। আবার সেই গাছগুলো খুবই ছোট এবং বিভিন্ন তৃণভোজীরা খেয়ে থাকে। ফলস্বরূপ, উদ্ভিদ আর বিকশিত হয় না। তাই সময় ও স্থান ভেদে আচরণে পার্থক্য থাকা উচিত।

শিক্ষা : মানুষ হিসেবে আমাদের স্বাভাবিকভাবেই গর্ব এবং নমনীয়তা আছে। তবে আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে যে তারা লাইন অতিক্রম করে ধ্বংসের কারণ না হয়।

Advertisements


Related Posts

About the author

Advertisements

One response to “ভাবসম্প্রসারণ : অতি বাড় বেড়ো না, ঝড়ে পড়ে যাবে ভাবসম্প্রসারণ”

Advertisements

Leave a Reply

Advertisements
Back to top arrow
Adventure Awaits: Top 10 Things to Do in Wari Chora, South Meghalaya Top 10 Reasons Why Should Plastic Be Banned Unveiling the Top 14 Places to Visit in 2024: Doha, Madeira, and Beyond Top 10 Travel Destinations of India in May Top 10 Most Beautiful Railway Stations of India
Adventure Awaits: Top 10 Things to Do in Wari Chora, South Meghalaya Top 10 Reasons Why Should Plastic Be Banned Unveiling the Top 14 Places to Visit in 2024: Doha, Madeira, and Beyond Top 10 Travel Destinations of India in May Top 10 Most Beautiful Railway Stations of India
Adventure Awaits: Top 10 Things to Do in Wari Chora, South Meghalaya Top 10 Reasons Why Should Plastic Be Banned Unveiling the Top 14 Places to Visit in 2024: Doha, Madeira, and Beyond Top 10 Travel Destinations of India in May Top 10 Most Beautiful Railway Stations of India
Enable Notifications OK No thanks