ভাষা কাকে বলে? বাংলা ভাষার প্রধান রূপ কয়টি ও কী কী? উদাহরণসহ লেখ।
উত্তর: ভাষা মানুষের মনের ভাব প্রকাশের প্রধান মাধ্যম। প্রত্যেক জাতির মনের ভাব প্রকাশের জন্য নিজস্ব ভাষা রয়েছে।
ভাষার সংজ্ঞার্থ: সাধারণত মনের ভাব প্রকাশের মাধ্যম বা প্রক্রিয়াকে ভাষা বলে।
ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে, মানুষ মনের ভাব প্রকাশের জন্য বাগ্যন্ত্রের সাহায্যে যে অর্থপূর্ণ ধধ্বনি বা ধধ্বনিসমষ্টি উচ্চারণ করে তাকে ভাষা বলে। যেমন- বাংলা ভাষা, ইংরেজি ভাষা, আরবি ভাষা ইত্যাদি।
বাংলা ভাষার রূপভেদ: পৃথিবীর সব উন্নত ভাষার মতো বাংলা ভাষারও প্রধান দুটি রূপ রয়েছে।
যথা- ১। কথ্য রূপ ও ২। লেখ্য রূপ।
বাংলা ভাষার লেখ্য রূপ আবার দুটি। যথা-
১। সাধু ভাষা; উদাহরণ: বীজ দেখিয়া গাছ কত বড় হইবে তাহা বলা যায় না।
২। চলিত ভাষা; উদাহরণ: বীজ দেখে গাছ কত বড় হবে তা বলা যায় না।
আরও পড়ুন……
- ফেসবুক অনু’চ্ছেদ | বাংলা ২য় পত্র
- জাতীয় পতাকা অনু-চ্ছেদ
- রেলগাড়ি অনু-চ্ছেদ
- ভাবসম্প্রসারণ : মিথ্যা শুনিনি ভাই – এই হৃদয়ের চেয়ে বড়
- ভাষা আন্দোলন রচনা (বাংলা ২য় পত্র )
- স্বার্থমগ্ন যে জন বিমুখ ভাবসম্প্রসারণ | বাংলা ২য় পত্র
- পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান ও সকল প্রশ্নোত্তর জেনে নিন ২০২৪
[…] […]