পথ পথিকের সৃষ্টি করে না , পথিকই পথের সৃষ্টি করে।
মূলভাব : প্রয়োজনীয়তাই মানুষকে আবিষ্কারের দিকে ধাবিত করে। মানুষ তার একান্ত প্রয়োজনেই বিভিন্ন বৈচিত্র্যের পথ সৃষ্টি করে। পথ সৃষ্টির কৃতিত্ব মানুষেরই প্রাপ্য। পথ নিজে কখনো কাউকে চালিত করতে পারে না।
সম্প্রসারিত ভাব : মানুষ হলো প্রকৃতির আবর্তনকারী মহারথ। সে তার জীবনকে চালিত করতে গিয়ে প্রতিনিয়তই ঘূর্ণায়মান। প্রতিদিনই সে তার বাহ্যিক অথবা অভ্যন্তরীণ প্রয়োজনে সৃষ্টি করে চলেছে নিত্যনতুন পথ। পথের প্রয়োজনে কখনো কোনো কৃতিত্ব প্রতিফলিত হয় না, বরং নিজের অক্ষমতাকে সবার সামনে তুলে ধরে। তাই জীবনের নতুন নতুন অধ্যায় অতিক্রম করার জন্য দরকার হয় নতুন পথ অবলম্বনের। মানুষ সাধারণত সফলতা প্রত্যাশী।
আর মানবজীবনে অনেক সময় প্রকৃত সফলতা আসে পুরাতন বাদ দিয়ে নতুনকে বরণের মধ্য দিয়ে। তাছাড়া পথ কাউকে তার প্রকৃত গন্তব্যে পৌছাতে পারে না। জীবনপথে অগ্রসর হওয়া যেভাবে সহজ ও সুন্দর হয় সে জন্যই প্রয়োজন হয় নতুন পথ সৃষ্টির। নতুন পথে গমন যদিও শঙ্কামুক্ত নয়, নানা বাধা-বিপত্তি এসে যেকোনো সময় হানা দিতে পারে। কিন্তু এ সমস্ত প্রতিকূলতাকে পথিক যদি অবলীলায় অতিক্রম করতে পারে তবে নবীন জীবনের সন্ধান পাওয়া যায়। মানুষ পায় তার চির-প্রত্যাশাময় সফলতা। জীবনের ভাগ্যাকাশে তখনই উদিত হয় সোনালি সূর্য।
মন্তব্য: গতানুগতিক পথে চলা মানুষের জীবনকে করে দেয় নীরস, স্থবির। নব নব পথ সৃষ্টির মাধ্যমে তাই মানবজীবনকে সার্থক করার সর্বাত্মক চেষ্টা করা উচিত।
আরও পড়ুন……
- ভাব-সম্প্রসারণ : অধর্মের ফল হইতে নিষ্কৃতি নাই
- ভাব-সম্প্রসারণ : অসির চেয়ে মসি বড়
- ভাব-সম্প্রসারণ : অধিকার পাওয়া এবং অধিকারী হওয়া এক বস্তু নয়
- ভাব-সম্প্রসারণ : প্রাণ থাকলেই প্রাণী হয়, কিন্তু মন না থাকলে মানুষ হয় না।
- ভাব-সম্প্রসারণ : অর্থই অনর্থের মূল
- ভাবসম্প্রসারণ লেখার নিয়ম ১৫০+ ভাবসম্প্রসারণ তালিকা