বাংলা ভাষা, মাতৃভাষা ও রাষ্ট্রভাষার সংজ্ঞার্থ উদাহরণসহ আলোচনা কর।

0
133
অফিস ছুটির জন্য আবেদন
অফিস ছুটির জন্য আবেদন
Advertisements
5/5 - (1 vote)

প্রশ্ন। বাংলা ভাষা, মাতৃভাষা ও রাষ্ট্রভাষার সংজ্ঞার্থ উদাহরণসহ আলোচনা কর।

বাংলা ভাষা বা মাতৃভাষা ও রাষ্ট্রভাষার সংজ্ঞার্থ উদাহরণসহ

বাংলা ভাষা: পৃথিবীর নানা দেশে নানা ভাষা প্রচলিত রয়েছে। আমরা বাংলাদেশের অধিবাসী। আমাদের মাতৃভাষা বাংলা। বাংলাদেশের মানুষ তাদের মনের ভাব প্রকাশের জন্য যে ভাষা ব্যবহার করে, তার নাম বাংলা ভাষা। অন্যভাবে বলা যায়, মনের ভাব প্রকাশের জন্য এবং নিজ নিজ জনগোষ্ঠীর মধ্যে ভাব বিনিময়ের উদ্দেশ্যে বাংলাভাষী নিজ জনসেব ধ্বনি ব্যবহার করে তাকে বাংলা ভাষা বলে।

বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশের প্রায় ত্রিশ কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে। ভাষা ব্যবহারকারী জনসংখ্যার দিক দিয়ে বাংলা পৃথিবীর ৬ষ্ঠ বৃহৎ মাতৃভাষা।

মাতৃ ভাষা: মাতৃ ভাষা শব্দটির অর্থ হলো মায়ের ভাষা। জন্মের পর থেকে আমরা মায়ের কাছ থেকে যে ভাষা শিখি তা-ই হলো আমাদের মাতৃভাষা। মানুষ জন্মের পর সাধারণত প্রথমে তার মায়ের কাছে প্রতিপালিত হয়, তারই কথা শেখে। তাই জন্মের পর থেকে মানুষ নিজের মায়ের কাছে যে ভাষাটি শেখে, তাকেই তার ‘মাতৃভাষা’ বলে।

Advertisements

বাংলাদেশের অধিকাংশ মানুষ জন্মের পর মায়ের কোলে এবং মায়ের মুখে বাংলা কথা শুনে বড় হয়। বাঙালি মায়ের বুলি বাংলা বলে বাঙালি জাতির মাতৃ ভাষাও বাংলা।

বাংলা ভাষার সংজ্ঞার্থ উদাহরণসহ

বাংলাদেশে অনেক ক্ষুদ্র জাতিগোষ্ঠী বাস করে। তাদেরও পৃথক পৃথক মাতৃভাষা আছে। বাংলাদেশ ছাড়াও ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, বিহার, উড়িষ্যা, ঝাড়খন্ড রাজ্য, মিয়ানমারের রাখাইন রাজ্য ইত্যাদি স্থানে বাংলা ভাষার প্রচলন রয়েছে। এসব অঞ্চলে অনেকেরই মাতৃভাষা বাংলা। এ ছাড়াও যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জাপান, অস্ট্রেলিয়া, কানাডাসহ বিশ্বের বহু দেশেই বাংলা ভাষায় কথা বলে এমন জনগণ রয়েছে। সেসব স্থানেও বাংলা অনেকের মাতৃভাষা।

রাষ্ট্রভাষা: কোনো রাষ্ট্রে রাষ্ট্রীয় কাজে ব্যবহারের জন্য সংবিধানস্বীকৃত ভাষাকে ঐ দেশের রাষ্ট্রভাষা বলে। একটি রাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন জনগোষ্ঠীর মধ্যে ভিন্ন ভিন্ন ভাষার ব্যবহার থাকতে পারে। যেমন: বাংলাদেশে বাংলা, চাংমা, আচিক, মণিপুরী ভাষা ইত্যাদি; ভারতে বাংলা, গুজরাটি, হিন্দি, পাঞ্জাবি, কানাড়ি ভাষা ইত্যাদি; পাকিস্তানে পাঞ্জাবি, বালুচ, সিন্ধি ভাষা ইত্যাদি।

তবে এক্ষেত্রে রাষ্ট্রের কেন্দ্রীয় প্রশাসনিক কাজ কোন ভাষাতে পরিচালিত হবে সেই প্রশ্ন আসতে পারে। এসব প্রশ্ন সমাধানকল্পে কোনো রাষ্ট্র নির্দিষ্ট এক বা একাধিক ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়। বাংলাদেশের সংবিধানের প্রথম ভাগের তৃতীয় অনুচ্ছেদে লিপিবন্ধ আছে- প্রজাতন্ত্রের রাষ্ট্র’ভাষা বাংলা।

আরও পড়ুন……

Advertisements

Leave a Reply